Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন

Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন A Muslim is a person who surrenders his will to Allah.

16/07/2025

আজকে ১৬ই জুলাই ২০২৫, "শহীদ আবু সাঈদ দিবস"। ১৬ই জুলাই ২০২৪ সালের ঠিক আজকের এই দিনটাতেই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে আবু সাঈদ'কে হত্যা করা হয়।

সবাই তখন ‘আবু সাঈদ’
সবাই জেগে উঠলো,
সবাই তখন সাহসী,
সবাই তখন ‘আবু সাঈদ’!

আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। ২০১৩, ২০১৮ সালের পর ২০২৪ সালের ৬ জুন আবারো কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে ১৫ই জুলাই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন👇

“ স্যার! (মোহাম্মদ শামসুজ্জোহা), এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার! আপনার সমসাময়িক সময়ে যারা ছিলো সবাই তো মরে গিয়েছে। কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন। কিন্তু যতদিন বেচেঁ আছেন মেরুদণ্ড নিয়ে বাচুঁন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়াঁন। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেচেঁ থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের।"

২০২৪ সালের ১৬ই জুলাই দুপুর ১২টা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকর্মীরা বিক্ষোভ করছিলো। আবু সাঈদ এই আন্দোলনের সম্মুখ ভাগেই অবস্থান করছিলো সবসময়।

১৬ই জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দু‌'হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক ৫০-৬০ ফুট দূর থেকে তার উপর ছররা গুলি ছুড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি শাহাদৎ বরণ করেন এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ।

15/07/2025

🕋🤲
"ফজরের নামাজ শুধু ইবাদত নয়, এটা হৃদয়ের প্রশান্তির চাবিকাঠি।"
🌹🤲❤️

|| আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী || ১৫ জুলাই ২০২৫ ||...
15/07/2025

|| আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী || ১৫ জুলাই ২০২৫ ||
========================================

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ করার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই দেশজুড়ে চলছে ব্যাপক প্রচার, মিছিল ও প্রস্তুতি কার্যক্রম।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে। এছাড়া ট্রেন ও লঞ্চযোগেও আসবেন বিপুলসংখ্যক নেতাকর্মী। তিনি আশা করছেন- এ সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় ৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

পুলিশের সঙ্গে আলোচনা:
সমাবেশকে ঘিরে নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় জামায়াত নেতারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল জামায়াতের পক্ষে অংশ নেয়, যার নেতৃত্ব দেন অ্যাডভোকেট জুবায়ের।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সমাবেশকে কেন্দ্র করে যানবাহন পার্কিং, নির্ধারিত রুট, মাঠে মাইক সেটআপ, প্রবেশ ও বের হওয়ার পথ- এসব বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।

জুবায়ের বলেন, `আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভিত্তিক সমাবেশ করতে চাই। পুলিশের সঙ্গে আমাদের এ বিষয়ে গভীর সমন্বয় হয়েছে। এমনকি সমাবেশ বাস্তবায়ন কমিটির সব গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল নম্বরও ডিএমপিকে সরবরাহ করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলার প্রস্তুতি:
সম্ভাব্য হুমকি বা বাধার বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা বলেন, আমরা এখন পর্যন্ত তেমন কোনো শঙ্কা করছি না। তবে প্রস্তুতি ও সাবধানতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে ঢাকার নেতাকর্মীরা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও বলেন, সিনিয়র নেতাদের যাতায়াত, যানবাহন প্রবেশ ও বহির্গমন, পার্কিং, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব বিভাজনসহ প্রতিটি স্তরে শৃঙ্খলা ও নিরাপত্তার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সবকিছুর জন্য ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

ইতিহাস গড়ার প্রত্যাশা:
অ্যাডভোকেট জুবায়ের বলেন, এটি হবে আমাদের দলের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ। ইতোমধ্যে দেশজুড়ে প্রচণ্ড সাড়া পাচ্ছি। লাখো নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছি। ১০ হাজার বাস ছাড়াও ট্রেন ও লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী এক সমাবেশ উপহার দিতে প্রস্তুত।

ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্যরা হলেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ডিএমপির পক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম কুমার বিশ্বাস, রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

15/07/2025

🕋🤲
হে আল্লাহ!
আমার অসহায়ত্বকে, আমার সামর্থ্যে পরিবর্তন করে দিন।
🤲🌹

14/07/2025

নৃশংস হত্যার শিকার সোহাগের সঙ্গে ঠিক কী হয়েছিল, শেষ মুহূর্তে কী বলতে চেয়েছিলেন? 👇

12/07/2025

কী দিয়া খাইসো? স্যালুট হয় নাই। ট্রেনিং নিসো কই?
বাড়ি কই? হাজব্যান্ড কী করে? সকালে ভাত খাও নাই? আলু ভর্তা আর...? ডাউল না, ডাল।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের এইসব কথাবার্তা হাইস্কুলের সবচেয়ে নিরীহ শিক্ষকের মতো। কিন্তু বর্বর-উশৃঙ্খল জাতিকে নিয়ন্ত্রণের জন্য সবসময় এরকম গোবেচারা স্কুলশিক্ষকের মতো আচরণ করলে চলবে? স্বরাষ্ট্র উপদেষ্টার মতো খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় বসে দরকার জিরো টলারেন্স............

ভাত খাওয়া আর আদর করে বাড়ি ঠিকানা জিজ্ঞেস করার মতো সময়সুযোগ বা পরিস্থিতি এখন আর নাই। এখন শুধু অ্যাকশন নিয়ে কথা বলার কথা। কিন্তু মাননীয় উপদেষ্টা সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছেন। কিন্তু একই মন্ত্রণালয়ে তো একজন বিশেষ সহকারীও আছেন, সাবেক আইজিপি হিসেবে তার কাছ থেকেও তো কঠোর আচরণ আমরা প্রত্যাশা করতে পারি; কিন্তু তাঁকেও কোনো দৃশ্যপটে দেখতে পাচ্ছি না😭 কেন? কারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে?

12/07/2025

এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকারী জামায়াত-শিবিরের উপরে দোষ চাপালো, কেউ কেউ গালি দিয়ে বললো, রাজাকার শাবকরা প্রতিবাদ করেনা কেন? ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের কানেই শুনুন উনি কি বলছে!

অল্প বিদ্যায় ভয়ংকরি হয়ে একজন কাঁচামাল ব্যবসায়ী ক্ষোভের বশে ইমাম সাহেবকে গুরুতরভাবে কুপিয়ে জখম করেছেন। নূর রহমানের কানের গোড়ায় চাপাতি দিয়ে কোপ দেওয়ায় সেলাই লেগেছে ১২টি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসল ঘটনা কি দলীয়? দলীয় না হলে তাহলে দলীয় রং মিশিয়ে পুরাণ ঢাকায় পাথর মেরে হত্যার ঘটনাকে আড়াল করা হচ্ছে কেন?

10/07/2025

This is enough reason why you shouldn’t give up.

হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার একমাত্র উপায় হলো প্রতিবার হার না মানার আগে আরেকবার চেষ্টা করা। গন্তব্য এখনো অনেক দূরে, তার মাঝে হাজারো কষ্ট আসবে, তবে হার মানলে চলবে না।

07/07/2025

জন্মের পর থেকেই আমরা একটু একটু করে হারাতে শিখি।
কখনো মানুষ,
কখনো স্বপ্ন,
কখনো নিজের ইচ্ছা!🥰🫣

Address

Shahzadpur

Telephone

+8801716002896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন:

Share