
17/07/2025
ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?
ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।
ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!
সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো। পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।
প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে... 😀😀
Post Collected