E-business Expert Learning Club - ELC এর মূল লক্ষ্য হলো দেশজুড়ে ডিজিটাল উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তাদের ব্যবসায়কে সফলভাবে পরিচালনা করতে সহায়তা করা। এটি E-business Expert এর কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটির একটি অংশ।
ডিজিটাল উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে গিয়ে E-business Expert এর সিইও, ন্যায়না নাঈমা উপলব্ধি করেছেন, এই সেক্টরে উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার অন্যতম কারণগুলো হলো নলেজ গ্যাপ, সমন্বয়হীনতা এবং
সঠিক নেটওয়ার্কিং এর অভাব। তাই তিনি E-business Expert Learning Club - ELC এর মতো একটি ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করেছেন, যেটা ডিজিটাল উদ্যোক্তা অথবা যারা ডিজিটাল উদ্যোক্তা হতে চায় তাদের নলেজ গ্যাপ দূর করে, নিজদের দক্ষতাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে এবং সঠিক নেটওয়ার্কিং তৈরি করে দেয়ার মাধ্যমে একটি সফল ই-বিজনেস গড়ে তুলতে তাদের সাহায্য করবে।
এই ক্লাবের সদস্যদের মাঝে লিডারশীপ কোয়ালিটি গ্রো করার জন্য আমাদের মূল প্রশিক্ষণ কর্মসূচী টিমভিত্তিক প্রদান করা হবে।
এবং ক্লাবের সদস্যদের কল্যান সাধণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন ফিজিক্যাল এবং ভার্চুয়াল মিটিং এবং ওয়ার্কশপের আয়োজন করা হবে। এবং নিয়মিতভাবে প্রতি সপ্তাহে থাকবে একটি ভার্চুয়াল প্রব্লেম সল্ভিং সেশন, যা উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধাণে সহায়তা করবে।
এছাড়াও এই ক্লাবের সদস্যগণ এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন করবেন।
সর্বোপরি ডিজিটাল উদ্যোক্তাদের সফলভাবে এগিয়ে যেতে সহায়তা করার মাধ্যমে এই ক্লাব দেশের অর্থনীতিতে অবদান রাখবে ।
Join our group - https://www.facebook.com/groups/ebusinessexpertlearningclubbd