Md Mahim Hossain

Md Mahim Hossain To Make people happy

08/04/2023

واجبنا الإيماني حرمة بيت المقدس التي تفضلت بقدم نبينا الحبيب محمد ﷺ في ليلة المعراج
যেই বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে প্রিয় নাবীজী ﷺ এর নূরের কদমের ছোয়া লেগেছে, সেই বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব
আমিন 🕌🕌🤲🤲

কুরআন: দুঃখ ও উদ্বেগের বানিশারاَللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ...
04/04/2023

কুরআন: দুঃখ ও উদ্বেগের বানিশারاَللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِّنْ خَلْقِكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ ، أَوِ اسْتَأْثَرْتَبِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزَيْمَ وَجَلَيْ
আল্লাহুম্মা ইন্নি আবদুক, ওয়া-বনু আব্দিক, ওয়া-বনু আমাতিক, নাসিয়াতি বি-ইয়াদিক, মাদ্দুন ফিয়্যা হুকমুক, 'আদলুন ফিয়্যা ক্বাদাউক, আস'আলুকা-লাক্‌মিনা সাক্‌আক্‌তাআক্‌আউক্‌তাক্‌আউক্‌আউক্‌, আস'আলুকা বি-আক্‌মিন্‌সাক্‌আম্‌ক্‌আউক্‌মাউক , আউ আনজালতাহু ফী কিতাবিক, আওয়ি-স্তাথার্তা বিহি ফি ইলমি-ল-গায়বী ইন্দাক, আন তাজ'আলা-ল-কুরআনারাবিআ কালবি, ওয়া নুরা সাদরি ওয়া জালাআ হুজনি, ওয়া দাহাবা হাম্মি।হে আল্লাহ, আমি তোমার বান্দা এবং তোমার পুরুষ বান্দার সন্তান এবং তোমার দাসীর সন্তান। আমার কপাল তোমার হাতে (অর্থাৎ আমার উপর তোমার নিয়ন্ত্রণ আছে)। আমি আপনার বিচারের অধীন এবং আমার বিষয়ে আপনার আদেশ ন্যায়সঙ্গত। আমি তোমাকে জিজ্ঞাসা করি - তোমার প্রত্যেকটি নামের দ্বারা, যা দ্বারা তুমি নিজের নাম রেখেছ, বা তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছ, বা তোমার কিতাবে অবতীর্ণ করেছ, অথবা তোমার কাছে অদৃশ্যের জ্ঞানে তোমার কাছে রেখেছ - কোরান আমার হৃদয়ের বসন্ত, আমার বুকের আলো, আমার দুঃখের নির্বাসনএবং আমার উদ্বেগ উপশমকারী.রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, যখন সে দুঃখ ও উদ্বিগ্ন হয়ে পড়ে, তখন [উপরের কথা] বলে তবে আল্লাহ তার দুঃখ ও দুশ্চিন্তা দূর করবেন এবং পরিবর্তে তাকে আনন্দ দেবেন।” সাহাবায়ে কেরাম বললেন, ‘হে আল্লাহর রাসূল, আমাদের কি এই কথাগুলো শেখা উচিত নয়উত্তরে তিনি বললেন, অবশ্যই! যে শুনেছে সে যেন শিখে নেয়।'' (আহমদ ৩৭১২🕋🕋 #দোয়া #পৃথিবী #নবী মুহাম্মদ

"নামায কেনো পড়তেই হবে?""ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম  ছাড়াই নামায পড়ুন...
04/04/2023

"নামায কেনো পড়তেই হবে?"
"ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন....
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????"
আমার ভাই বোনেরা," নামায পড়ুন"
আপনার জীবনে যাই আসুক, "নামায পড়ুন।"
আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, "নামায পড়ুন"।
কোন ছাড় নেই।
বোন বলছেন, "আপনি হিজাব পরেন না",
আমি আপনাকে বলছি "নামায পড়ুন"
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,"নামায পড়ুন"
ভাই বলছেন, "আমি মদ পান করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ বিক্রি করি"
নামায পড়ুন
"আমি ড্রাগ সেবন করি"
"নামায পড়ুন"
"আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। "
"নামায পড়ুন"।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
"ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়"
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, "নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"
"নামায পড়ুন"
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।
* সংগৃহিত
----------------------------
*** নামাজ : কোনো বিকল্প নেই

03/04/2023

হে আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই, আল্লাহ তুমি ছাড়া আমার যে আর কোন রব নেই।তুমি আমাকে ক্ষমা করে দাও মাবুদ।🤲🤲🤲

23/03/2023

মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের দৃষ্টান্ত হল, সেখানে রয়েছে বিশুদ্ধ পানির নদী, দুধের ঝর্ণা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য রয়েছে মিষ্টি সূরার নদী এবং রয়েছে মিহি মধুর ঝর্ণা। সেখানে তাদের জন্য থাকবে সকল প্রকার ফল ও তাদের পালনকর্তার ক্ষমা। তারা কি তাদের মত যারা জাহান্নামে থাকবে এবং ফুটন্ত পানি পান করানো হবে যাতে তা তাদের পাঁজর ভেঙ্গে ফেলবে?

[47. সূরা-মুহাম্মদ: 15]

03/03/2023

মানুষের প্রেমে পড়লে জীবন ন*ষ্ট হয়।আর 'আল্লাহর' প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ হয়।🥰

~আলহামদুলিল্লাহ।🌸

21/02/2023
1. Someone is hurting?🤫 Shut up.2. Someone did not give the due after a lot of love?🤫 Shut up.3. What people are insulti...
22/09/2022

1. Someone is hurting?
🤫 Shut up.
2. Someone did not give the due after a lot of love?
🤫 Shut up.
3. What people are insulting a lot?
🤫 Shut up.
4. Someone cheated?
🤫 Shut up.
4. Someone is making huge false accusations about you?
🤫 Shut up.
5. Someone is cheating?
🤫 Shut up.

Become so silent that those people will never see your voice or shadow again. Be dead to them.
Vow to never look back. Just make this vow and you won't suffer. This is the silence that will make you choke but regret the other party. In fact, we protest with words for fear of losing, but you know what?

The people who didn't value you as a human being, gave you the feeling of choking, are none of yours. So even if you give all the priorities in the world with words and tears, they will not understand your value.

So live for your own sake
love yourself,
You have a "Rob"!
Prostrate and say,
He delivers the relief of suffering! ❤

04/09/2022

-যে তোমাকে বুঝবে বোঝাবে 💕
ছেড়ে যাবে না👩‍❤️‍👨
এটাই হল সামী এবং স্ত্রীর ভালোবাসা 💐💐💑💑💑

Address

Gulshan 2
Shahzadpur
DHAHA1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mahim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mahim Hossain:

Share