Storyland OF AFSANA

Storyland OF AFSANA Focus on the good things.

এই এক খানা পড়ার টেবিলের স্বপ্ন আমার ছিলো.. …হয়নি এখন মেয়েকে করে দেয়ার স্বপ্ন ❤️❤️
10/05/2025

এই এক খানা পড়ার টেবিলের স্বপ্ন আমার ছিলো.. …হয়নি এখন মেয়েকে করে দেয়ার স্বপ্ন ❤️❤️

26/01/2025

"অভিমান যখন অবহেলার রূপ নেয়, তখন শুধু নীরবতা থাকে, কোনো শব্দ নেই।"


25/12/2024

একটি ছোট গ্রামে এক সময় বাস করত ইব্রাহিম নামের এক যুবক। ইব্রাহিম ছিল খুবই সরল মনের মানুষ। তার একটি পুরানো সাইকেল ছিল, আর সেটি ছিল তার একমাত্র সম্বল। কিন্তু ইব্রাহিমের সাইকেলটি সাধারণ সাইকেলের মতো ছিল না। সাইকেলের সামনে একটি বড় ঝুড়ি ছিল, আর ঝুড়িটি প্রতিদিন রঙিন ফুল দিয়ে ভরা থাকত।

ইব্রাহিম ভোরবেলা উঠে গ্রামের বাগানে ফুল সংগ্রহ করত। সকালবেলা শিশিরভেজা ফুলগুলো তার ঝুড়িতে রাখলে সেগুলো আরও বেশি সতেজ আর সুন্দর দেখাত। এরপর সে তার সাইকেল নিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়াত। গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকত "ফুলের সাইকেলওয়ালা।"

ইব্রাহিম শুধু ফুল বিক্রি করত না; সে ফুলের সঙ্গে হাসি আর সুখও বিলিয়ে দিত। সে যার বাড়িতে যেত, সেই বাড়িতে যেন নতুন জীবনের ছোঁয়া লাগত। একদিন সে একটি বুড়ি মায়ের কাছে গেল, যিনি তার ছেলেমেয়েদের ছেড়ে একা বসবাস করছিলেন। ইব্রাহিম তাকে একটি লাল গোলাপ দিয়ে বলল, "এই ফুলটা আপনার মতোই সুন্দর। আপনি হাসলে পুরো গ্রাম আলো হয়ে যায়।" কথাগুলো শুনে বুড়ি মা হাসলেন, আর তার চোখে আনন্দের জল।

একদিন ইব্রাহিম একটি মেয়ে শিশুর কান্নার শব্দ শুনল। মেয়েটির মা অসুস্থ ছিল, আর বাড়িতে কোনো আনন্দ ছিল না। ইব্রাহিম ঝুড়ি থেকে কিছু রঙিন ফুল নিয়ে শিশুটির হাতে দিল। সে বলল, "এই ফুলগুলো তোমার মায়ের জন্য। সে এগুলো দেখলে ভালো বোধ করবে।" শিশুটি হাসল, আর সেদিন থেকেই তাদের বাড়িতে আনন্দ ফিরে এল।

এভাবে ইব্রাহিম শুধু ফুল বিক্রি করেই নয়, তার ভালোবাসা, হাসি আর সহানুভূতি দিয়ে পুরো গ্রামটাকে বদলে দিয়েছিল। গ্রামের লোকেরা বুঝতে পেরেছিল, জীবনের সৌন্দর্য শুধু বস্তুগত জিনিসে নয়, বরং তা লুকিয়ে আছে ছোট ছোট আনন্দে।

ইব্রাহিমের সাইকেলের ঘণ্টার আওয়াজ যখন গ্রামে ভেসে উঠত, তখন সবাই জানত—ফুলের সঙ্গে সুখও এসে পড়েছে তাদের দরজায়।

19/07/2023

"আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।"

তুমি যারে কোমায় পাঠাইলা সেই তোমারে কোমা থেইকা ফিরাই আনলো।জয়া আর চূর্নি দুইটাই দূর্দান্ত।
কৌশিক গাঙ্গুলির কথা আর কি বলবো!ভাঙা গড়ার মাস্টারক্লাস চিত্রকর 🔥

প্রাক্তন ও বর্তমানের বাস্তব লড়াই চালিয়ে যাওয়ার গল্পটা এতো সাবলীল ছিলো।।।

সুন্দর ❤️

17/07/2023

সবাই বউদের জন্য শাড়ি কেনো...

ভিডিও কার্টেসি : S.A Shishir

04/07/2023

বাবাকে আড়ং থেকে এই রঙ এর এই ডিজাইন এর জামা দিতে হবে।।

আল্লাহ জানেন তাদের ডিজাইনার রা এই ডিজাইন করছে কি না!!

তা না হলে সে ঘুমাতে যাবে না।।

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Storyland OF AFSANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Storyland OF AFSANA:

Share