20/06/2024
কোরবানি নিয়ে আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহর সুন্নাহ।
১.وَلِکُلِّ اُمَّۃٍ جَعَلۡنَا مَنۡسَکًا لِّیَذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلٰی مَا رَزَقَہُمۡ مِّنۡۢ بَہِیۡمَۃِ الۡاَنۡعَامِ ؕ فَاِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ فَلَہٗۤ اَسۡلِمُوۡا ؕ وَبَشِّرِ الۡمُخۡبِتِیۡنَ
আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানী নির্ধারণ করেছি,যাতে তারা আল্লাহর দেয়া চতুস্পদ জন্তু যবেহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আজ্ঞাধীন থাক এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও।
সূরা আল হাজ্জ্ব-২২:৩৪
২.لَنۡ یَّنَالَ اللّٰہَ لُحُوۡمُہَا وَلَا دِمَآؤُہَا وَلٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ ؕ کَذٰلِکَ سَخَّرَہَا لَکُمۡ لِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰىکُمۡ ؕ وَبَشِّرِ الۡمُحۡسِنِیۡنَ
এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছেনা,কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন,যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা কর এ কারণে যে,তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন।
সূরা আল হাজ্জ্ব-২২:৩৭
৩.কুরবানীর প্রথম কাজ ২ রাকাত নামাজ আদায় করা এবং ফিরে এসে পশু কোরবানি করা-সহীহ বুখারী হাদিস-৯৫১
৪.ঈদের নামাজ আদায় করার আগে কোরবানি করা যাবেনা-সহীহ বুখারী হাদিস-৯৫৫
৫.ঈদের নামাজের পর খুৎবা শুনা-সহীহ বুখারী হাদীস-৯৫৭
৬.ঈদের নামাজে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সূরা ক্বাফ এবং সূরা ক্বামার পাঠ করতেন-সহীহ মুসলিম হাদিস-১৯৪৪
৭.রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদের নামাজের আগে কোন নামাজ আদায় করতেন না। তবে তিনি তার বাড়িতে ফিরে আসার পর দুই রাকাত নামাজ আদায় করতেন-ইবনে মাজাহ হাদিস:১২৯৩-হাসান হাদিস