Nakul Kumar Biswas

Nakul Kumar Biswas নকুল কুমার বিশ্বাস এর অফিসিয়াল পেজ

অল্প জলের অবোধ পুঁটি করছিলো সে ছোটাছুটি জানতো কি আর হায়দা,বটি, হলুদ, মরিচ, নুন গরম তেল আর চুলার আগুনআছে- তারই অপেক্ষায়...
09/07/2025

অল্প জলের অবোধ পুঁটি
করছিলো সে ছোটাছুটি
জানতো কি আর হায়
দা,বটি, হলুদ, মরিচ, নুন
গরম তেল আর চুলার আগুন
আছে- তারই অপেক্ষায়

জানতো যদি টানতো কি আর
বর্শীর লোভনীয় আধার
গিলতো কি কখনো
পুঁটি যখন ওঠে ডাঙায়
রক্ত লালে চোয়াল রাঙায়
বোঝে না তখনো

পুঁটি হয়ে কুটি কুটি
জীবন থেকে নিয়ে ছুটি
বুঝতে পারে ভুল খানি
ক্যানো-দেখে পুঁটির পরিনতি
মানুষের যায় না এক রতি
লোভ লালসার চুলকানি!!!

( কিন্তু ক্যানো??? বন্ধুরা, উত্তর পাই য্যানো

04/07/2025

আগে বিদেশিরা এসে লুটপাট করে দেশটা করতো ফাঁকা
দিনে রাতে
এখন দেশ নেতারা বিদেশে গিয়ে তুলে দেয় দ্যাখো টাকা
তাদের হাতে

সিডনি, অস্ট্রেলিয়া কনসার্ট
28/06/2025

সিডনি, অস্ট্রেলিয়া কনসার্ট

গান রচনা ও সুর: নকুল কুমার বিশ্বাসসরাসরি যোগাযোগ করতে এই নম্বরে কল করুন +8801811-475271ফেসবুক পেজ এর সঙ্গে থাকতে এই লিংকে ক্...

যতই করো ভাই উপহাস আমি কিন্তু আজ চণ্ডীদাস তিনি ছিলেন নদীর ধারে আমি আছি পুকুর পাড়ে তিনি বাইলেন বছর বারোআমি বারো মিনিট আরো...
27/06/2025

যতই করো ভাই উপহাস
আমি কিন্তু আজ চণ্ডীদাস
তিনি ছিলেন নদীর ধারে
আমি আছি পুকুর পাড়ে
তিনি বাইলেন বছর বারো
আমি বারো মিনিট আরো
বাইবো বর্শী যে যা বলুক
সময় এমনি বয়েই চলুক
বর্শী বেয়ে পেলেন তিনি
প্রেমের রাণী রজকিনী
চণ্ডীদাস চেয়েছে প্রিয়া
আমার লক্ষ্য তেলাপিয়া।

বিরানি সেবা। আজ সবাইকে নিয়ে গ্রামের রাস্তা পরিষ্কার অভিযান শেষে নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমির Hall Room এ আমরা ব...
24/06/2025

বিরানি সেবা।
আজ সবাইকে নিয়ে গ্রামের রাস্তা পরিষ্কার অভিযান শেষে নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমির Hall Room এ আমরা বিরানি সেবার আয়োজনে সামিল।

আমি দুঃখিত চ্যানেলটি Delete হয়ে যাওয়ার জন্য।যদিও এই চ্যানেলটি মানবিক কারণে, শর্ত সাপেক্ষে ফিরিয়ে দেয়ার চেষ্টা করবো।আ...
22/06/2025

আমি দুঃখিত চ্যানেলটি Delete হয়ে যাওয়ার জন্য।
যদিও এই চ্যানেলটি মানবিক কারণে, শর্ত সাপেক্ষে
ফিরিয়ে দেয়ার চেষ্টা করবো।

আমি প্রায় প্রতিটি মঞ্চেই ইউটিউবার ভাইদের সতর্ক করে দিই কেউ যেনো আমার গাওয়া গানগুলো তাদের চ্যানেলে আপলোড না করেন। কারণ আমার প্রতিটি গানেরই কপিরাইট রয়েছে।

একবার ভাবুন - যার গান তার বিনানুমতিতে যাচ্ছেতাই থামনেইল বানিয়ে, কালার ব্যালেন্স, সাউন্ড ব্যালেন্স কোনোটা না করে, শিল্পীর ইমেজ নষ্ট কোরে ভিউজ বাড়িয়ে এ ভাবে টাকা ইনকাম করা কি অনৈতিক এবং অপরাধ নয়?
তাই সবাই কে অনুরোধ করছি আমার কোনো গান দয়া করে আপলোড করবেন না, আর যদি কেউ করে থাকেন তাহলে এখনি Delete করুন তা না হলে আপনার প্রিয় Channel টি ও হারিয়ে যেতে পারে 'Channel Rupkatha'-এর মতো।

19/06/2025

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে বিক্ষুব্ধ গান। ভালো লাগলে লাইক-শেয়ার করতে ভুলবেন না।

স্থান- মাদারীপুর ( মেইন রোড থেকে ৩ কিলোমিটার ভেতরে) শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বয়স সর্বোচ্চ ৩৫ বেতন - আলোচনা সাপেক্ষ...
09/06/2025

স্থান- মাদারীপুর ( মেইন রোড থেকে ৩ কিলোমিটার ভেতরে) শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বয়স সর্বোচ্চ ৩৫
বেতন - আলোচনা সাপেক্ষ।

06/06/2025
গৌরনদী ইল্লার কাছে আজকে অনুষ্ঠানে নতুন রূপে নতুন ভাবে  উঠবো মেতে গানে কখন যাবো, কখন গাবো, মন মানে না বারণকিন্তু মঞ্চ স্থ...
03/06/2025

গৌরনদী ইল্লার কাছে আজকে অনুষ্ঠানে
নতুন রূপে নতুন ভাবে উঠবো মেতে গানে
কখন যাবো, কখন গাবো, মন মানে না বারণ
কিন্তু মঞ্চ স্থগিত হলো আবহাওয়ার কারণ
সন্ধ্যায় হঠাৎ অভিজিৎ দা বললেন দাদা- হবে।
বললাম তাঁকে ঝড় থেমেছে?? আসছি দ্রুত তবে
দুপুরবেলা সেকি রে ভাই বিরাট ঝোড়ো হাওয়া
মুষলধারে বৃষ্টি বন্যা আকাশ মেঘে ছাওয়া
আমড়া গাছের ডাল ভেঙ্গেছে, আম পড়েছে দু'মন
শখের জাম গাছ উপ্ ড়ে গেছে খবর দিলো সুমন
বেড রুমে ভাই জল ঢুকেছে বউ পেরেশান তাতে
সেচের জন্য তৈরি তিনি গামলা নিয়ে হাতে।
বললো গ্রামে বাড়ি করা ঝামেলাটা জানো?
তিনটে বাড়ি , আরো করো; বউ আর দু'টো আনো।
এবার একটা কথা বলি, তা আপনারা মারুন
বউয়ের শেষের কথাটা তে সুখ পেয়েছি দারুন ।

( গ্রামের বাড়ির Hall Room এ আজকের ছবি)

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Nakul Kumar Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakul Kumar Biswas:

Share

Category