
09/07/2025
অল্প জলের অবোধ পুঁটি
করছিলো সে ছোটাছুটি
জানতো কি আর হায়
দা,বটি, হলুদ, মরিচ, নুন
গরম তেল আর চুলার আগুন
আছে- তারই অপেক্ষায়
জানতো যদি টানতো কি আর
বর্শীর লোভনীয় আধার
গিলতো কি কখনো
পুঁটি যখন ওঠে ডাঙায়
রক্ত লালে চোয়াল রাঙায়
বোঝে না তখনো
পুঁটি হয়ে কুটি কুটি
জীবন থেকে নিয়ে ছুটি
বুঝতে পারে ভুল খানি
ক্যানো-দেখে পুঁটির পরিনতি
মানুষের যায় না এক রতি
লোভ লালসার চুলকানি!!!
( কিন্তু ক্যানো??? বন্ধুরা, উত্তর পাই য্যানো