কাইল্লা

কাইল্লা Reality is better than your dreams 🌥️

কাইল্লা 🌚

🌚
26/07/2025

🌚

23/07/2025

মাছ শুকাইলে শুটকি,মেয়েরা শুকাইলে ইস্মার্ট আর ছেলেরা শুকাইলে দিনে ৩ বার.!🙂

23/07/2025

এতো আপা আপা করিস এই ভাঙ্গারি যু-দ্ধ বিমান টাও তোর আপাই রেখে গেছে।
অ-জা-তে-র বাচ্চা'রা🙂

"মোদির ও বউ নাই, হাসিনার ও জামাই নাই"
19/08/2024

"মোদির ও বউ নাই, হাসিনার ও জামাই নাই"

17/08/2024

পুলিশের কনস্টেবলদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিচার আপনারা করবেন নাকি পাব্লিক করবে?

শরীরে ৭২টি গুলি নিয়ে শহীদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ'র বাবা খুনি হাসিনার বিরুদ্ধে মামলা দিতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় লালবাগ থানার ওসি সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। এখন থানা ঘেরাও করে শ্লোগান দিচ্ছে ছাত্র-জনতা। এই ওসিকে দ্রুত বহিস্কার করে আইনের আওতায় আনতে হবে। এমন পুলিশ স্বাধীন বাংলাদেশের কোথাও থাকতে পারবেনা।

এদের কতবড় সাহস একবার চিন্তা করছেন? এই ছাত্রলীগ সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পড়ে ওসির চেয়ারে বসে এখন স্বাধীন বাংলাদেশে খুনি, গণহত্যাকারীদের দালালিতে মেতে উঠেছে। এদের সমূলে উৎপাটনের সময় এসেছে।

২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারী। আমি তখন সিটিসেলে নেটওয়ার্ক অপারেশন সেন্টারে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বিডিআর বিদ্রোহ শু...
17/08/2024

২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারী। আমি তখন সিটিসেলে নেটওয়ার্ক অপারেশন সেন্টারে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বিডিআর বিদ্রোহ শুরু হলো। কিছুক্ষনের মধ্যেই অফিস ছুটি দিয়ে দিল। আমি বাসায় আসলাম। আমার এক ফ্রেন্ড Miraj Hyder Chowdhury সেনাবাহিনী তে ছিল সে পাগলের মতন সবাইকে কল দিচ্ছিল। আমাকেও কল দিয়ে বলল, " মুনা কিছুই না জাস্ট একটা ট্যাংক নিয়ে আমরা ঢুকে যেতে পারি কিন্তু আমাদের কে অর্ডার ই তো দিচ্ছে না কেউ। পরবর্তীতে সে চাকরি হারায় এসব নিয়ে কথা বলার জন্য।

অন্যদিকে ২০০৯ এর ২৬ তারিখে আমি অফিসে গেলাম সেদিন সিটিসেলের উপরের লেভেল থেকে এসে আমাদের কে নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে সরে যেতে বলল। বলল তোমাদের ছুটি। এদিকে আমার কাজ শেষ হয়নাই আমি এক কোনায় বসে কাজ করছি। আমাকে উনারা দেখে নাই। উনারা যেটা করছিল মোবাইল নম্বর দিয়ে আর্মি অফিসার যারা লুকিয়ে আছে তাদের পজিশন বের করছিল আর কাকে জানি সেই পজিশন জানাছিল। পরবর্তীতে ওই এরিয়ার সম্পুর্ন মোবাইল কানেকশন বিছিন্ন করে দেওয়া হয় । এটা দুপুর ১২ টার ঘটনা। আমি চুপচাপ বসে সব বুঝলাম যে এটা কোন বিডিআর বিদ্রোহ না বরং সরকার পক্ষ থেকেই এই বিদ্রোহের নির্দেশ দেওয়া হয়েছে।

- নাজিফা চৌধুরী

Address

Shahzadpur

Telephone

+97430107037

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাইল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাইল্লা:

Share