
26/06/2025
কোম্পানিগন্জ উপজেলার বৃহত্তর দলইর গাও গ্রামে মতবিনিময় সভায় - আমরা এসেছি বৈষম্য দূর করতে, আমরা এসেছি এ মাটির সন্তান হয়ে , রোদ , বৃষ্টি ,ভয়াল বন্যার করালগ্রাসে ভেসে ভেসে - দুঃখ আর - সুখের সাথী হতে-সকল বাধার বিন্ধাচল পেরিয়ে আগামীর সিলেট ৪ কে জনগনের হাতে তুলে দিতে ।