Ak Dui Teen : এক দুই তিন

Ak Dui Teen : এক দুই তিন বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিজিটাল সাপ্তাহিক সংবাদমাধ্যম 'এক দুই তিন'

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (...
11/07/2025

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজনকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেপ্তার হয়।

‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে নায়ক ছিলেন রিয়াজ। এরপর কেটে...
11/07/2025

‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে নায়ক ছিলেন রিয়াজ।

এরপর কেটে গেছে ২৭ বছর। আশির দশকে চট্টগ্রামে জন্ম নেওয়া এই তারকার আজ জন্মদিন।

২০২৫ সালের ২ জুলাই, ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের নারী ফুটবল দলের উল্লাস যেন পুরো দেশব্যাপী...
06/07/2025

২০২৫ সালের ২ জুলাই, ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের নারী ফুটবল দলের উল্লাস যেন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল।

কারণ, তারা ইতিহাস গড়েছে —প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার আলো ঝলমলে মাঠে।

বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারানো শুধু একটি জয় নয়, বরং এটি ছিল এমন এক মুহূর্ত, যা গোটা দেশকে একত্রিত করেছে, প্রতিটি ঘরে ঘরে আনন্দের ঢেউ তুলেছে এবং বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে।

আর সেই ঐতিহাসিক অর্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২১ বছর বয়সী ঋতুপর্ণা চাকমা — রাঙ্গামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে আসা এক সাহসী তরুণী, যার অসাধারণ দুই গোল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল।

আজ ঋতুপর্ণা শুধু রাঙ্গামাটির গর্ব নয়, পুরো বাংলাদেশের অনুপ্রেরণা। তাঁর পথচলা, তাঁর সাফল্য, বাংলাদেশের নারী ফুটবলের নবজাগরণের প্রতীক।

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ এখন অনলাইনেঢাকা : আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) ...
05/07/2025

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ এখন অনলাইনে

ঢাকা : আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ঘরে বসে সকল শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে।

সরকারের অর্থ বিভাগের পরিচালনায় ‘এ চালান’ সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।

পাশাপাশি যে কোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

শনিবার (৫ জুলাই) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

এনবিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়।

এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে।

এ চালানের মাধ্যমে জমা দেওয়া এ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে।

এ বিষয়ে এনবিআর-এর শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।

২৫ শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ >>কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জ...
22/06/2025

২৫ শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ >>

কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জব্দের তালিকায় রয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ আরও অনেকে।

কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সময়মতো আয়কর পরিশোধ না করায় মোট ২৫ জন তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাদের ঠিকানায় ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

এনবিআরের প্রকাশিত তালিকায় আরও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন ও নুসরাত ইয়াসমিন তিশা।

এনবিআর কর্মকর্তারা জানান, করদাতাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বকেয়া কর পরিশোধ করেছেন। আবার কেউ কেউ সময় চেয়ে নিয়েছেন।

বাফুফের উপস্থাপিকা নিয়োগ পাওয়া কে এই মাহা?তথ্য অনুযায়ী, মাহমুদা মাহা একজন জনপ্রিয় বাংলাদেশি উপস্থাপিকা। সম্প্রতি বাংলাদ...
09/06/2025

বাফুফের উপস্থাপিকা নিয়োগ পাওয়া কে এই মাহা?

তথ্য অনুযায়ী, মাহমুদা মাহা একজন জনপ্রিয় বাংলাদেশি উপস্থাপিকা। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে ফুটবল ম্যাচের অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

তিনি ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ ও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের উপস্থাপনা করবেন।

পেশা: তিনি মূলত একজন উপস্থাপিকা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং মঞ্চে তিনি নিয়মিত উপস্থাপনা করেন।

অভিনয়: উপস্থাপনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন। তিনি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা' এবং 'মেঘ রোদ্দুর খেলা' সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বেশ কিছু নাটকে কাজ করেছেন।

শিক্ষা: তিনি যশোরে বেড়ে উঠেছেন এবং উচ্চ মাধ্যমিকের পাঠ শেষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

বিতর্ক: তিনি একজন বিতার্কিক ছিলেন এবং বিতর্ক দিয়েই টেলিভিশনে তার পথচলা শুরু।

অন্যান্য কাজ: তিনি রিয়েলিটি শোগুলোতেও উপস্থাপনা করেছেন, যেমন আরটিভির 'বাংলার গায়েন' এবং 'আরটিভি অদম্য সুর'। তিনি ওয়েলফুডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন।

📢কোটি টাকার মার্সিডিজ উপহার নিজেকে >>>সম্প্রতি কৌশানী নিজের স্বপ্নপূরণ করেছেন একটি বিলাসবহুল কালো রঙের মার্সিডিজ গাড়ি কি...
23/05/2025

📢কোটি টাকার মার্সিডিজ উপহার নিজেকে >>>

সম্প্রতি কৌশানী নিজের স্বপ্নপূরণ করেছেন একটি বিলাসবহুল কালো রঙের মার্সিডিজ গাড়ি কিনে, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

নতুন গাড়ি বাড়িতে আনতে বাবার হাত ধরে গিয়েছিলেন তিনি এবং পরিবারের সঙ্গে কেক কেটে এই আনন্দ উদযাপন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবি ও ভিডিও শেয়ার করার পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে কমেন্ট বক্স।

এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর প্রেমিক, অভিনেতা বনি সেনগুপ্ত। তবে কিছু নেটিজেনের দাবি, কৌশানীর সাফল্যে বনি ঈ'র্ষা:ন্বিত।

এই প্রসঙ্গে বনি স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কৌশানীকে হি'ং:সা করেন না বরং তাঁর সাফল্য উদযাপন করেন।

12/05/2025
ওই জিল্লু সব 'বরবাদ' করে দে...
09/04/2025

ওই জিল্লু সব 'বরবাদ' করে দে...

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটগাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটন...
09/04/2025

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের কড়া বার্তা: বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপ  ওয়াশিংটন, ০৪ এপ্রিল২০২৫ – যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বাংলাদেশের ...
02/04/2025

যুক্তরাষ্ট্রের কড়া বার্তা: বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপ

ওয়াশিংটন, ০৪ এপ্রিল২০২৫ – যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করার ঘোষণা দিয়েছে, যা দেশটির জন্য অর্থনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পূর্বে ১৫% শুল্ক আরোপ থাকলেও, এবার এক লাফে তা ৩৭% এ পৌঁছেছে, যা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে কঠোর বার্তা বহন করছে।

বিশ্লেষকরা মনে করছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এবং সেখানে স্বাক্ষরিত নয়টি চুক্তি, এক চীন নীতির প্রতি প্রকাশ্য সমর্থন, এবং সেভেন সিস্টার অঞ্চল নিয়ে তার বিতর্কিত মন্তব্য এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

বিশেষ করে, চীনকে বিশেষ আমন্ত্রণ জানানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি।

ওয়াশিংটন-বেইজিং প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ নতুন মাত্রা পেয়েছে।

হঠাৎ শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, বড় ধরনের চাপে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে এখনো বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

পরিবার!বেগম খালেদা জিয়ার সেই আভিজাত্য, সেই সৌন্দর্য, সেই মিটিমিটি হাসিমুখ ফিরে এসেছে স্বজনের সান্নিধ্যে, আদরে, যত্নে।পরি...
30/03/2025

পরিবার!

বেগম খালেদা জিয়ার সেই আভিজাত্য, সেই সৌন্দর্য, সেই মিটিমিটি হাসিমুখ ফিরে এসেছে স্বজনের সান্নিধ্যে, আদরে, যত্নে।

পরিবারের চেয়ে বড় সম্পদ আসলেই কিছু হয় না।

আল্লাহ সবাইকে সপরিবারে শান্তি-সুখে রাখুন (আমীন)!

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Ak Dui Teen : এক দুই তিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ak Dui Teen : এক দুই তিন:

Share