Arif Notes

Arif Notes Free & Paid Resources:

https://arifnotes.com/

Join Our Facebook Group:

https://www.facebook.com/groups/learnhowtogetclient
(1)

19/07/2025

Linkedin 30 Days Challenge প্রোগ্রাম (Season 4) ওপেন করা হয়েছে। সিরিয়াস অ্যাকশন টেকার হলে দ্রুত এনরোল করে ফেলুন।

19/07/2025

প্রতিদিন কি DM করা উচিত?

19/07/2025

Season 4 হবে মোর প্রাকটিক্যাল এবং এক্সেকিউশন ওরিয়েন্টেড। কুইক রেজাল্ট নিয়ে আসাটাই আমাদের মেইন গোল।

19/07/2025

কোর্স এবং চ্যালেঞ্জ প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি?

18/07/2025

Niche কিভাবে বের করবেন? (প্রাকটিক্যাল টিপস)

Work like hell করলেই, result আসে like Heaven!সবাই স্কিল শিখছে।কিন্তু রেজাল্ট?কম।কারণ স্কিল আছে, সিস্টেম নেই।দৌড়াচ্ছে সবা...
18/07/2025

Work like hell করলেই, result আসে like Heaven!

সবাই স্কিল শিখছে।
কিন্তু রেজাল্ট?
কম।

কারণ স্কিল আছে, সিস্টেম নেই।
দৌড়াচ্ছে সবাই, কিন্তু দিক ঠিক নাই।

📌 কেউ শুধু মার্কেটপ্লেসে ঘুরছে
📌 কেউ শুধু প্রোফাইল আপডেট করছে
📌 কেউ কনটেন্ট বানিয়ে বসে আছে

Result আসে না… কারণ সবাই শিখছে “how to work”, কিন্তু এটা শিখছে না যে, কোথায় কিভাবে কাজ করলে রেজাল্ট আসবে।

“If you work like hell, you’ll get results like heaven”

তবে সেটা তখনই,
যখন আপনি সিস্টেম জানেন।

নেক্সট Season 4 এর জন্য প্রস্তুতি নিচ্ছি যারা এবার নিজের জার্নিতে সিরিয়াস, তাদের জন্য স্পেশাল জিনিস আসতেছে।

18/07/2025

Season 4?

চ্যালেঞ্জ প্রোগ্রাম মনে হচ্ছে শুরু করেই দেওয়া লাগবে 😎
17/07/2025

চ্যালেঞ্জ প্রোগ্রাম মনে হচ্ছে শুরু করেই দেওয়া লাগবে 😎

17/07/2025

Linkedin চ্যালেঞ্জ প্রোগ্রাম (Season 4) এ জয়েন করতে কে কে ইন্টারেস্টেড? আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে ডিসিশন নিব ওপেন করব কিনা।

Good communication মানে fluent English না।যে ভালো কথা বলে, সে ভালো কমিউনিকেট করে এই ভুলটা আমরা বহুদিন ধরে মাথায় নিয়েই ...
17/07/2025

Good communication মানে fluent English না।

যে ভালো কথা বলে, সে ভালো কমিউনিকেট করে এই ভুলটা আমরা বহুদিন ধরে মাথায় নিয়েই ঘুরি।

আসলে “Good communication” মানে
সবচেয়ে সুন্দরভাবে কথা বলা না,
বরং মানুষকে বুঝতে পারা।

ভালো কমিউনিকেটর হতে হলে—
✔️ আপনাকে প্রশ্ন করতে জানতে হবে
✔️ শুনতে জানতে হবে
✔️ ছোট করে পরিষ্কার বলতে জানতে হবে

ফ্লুয়েন্ট ইংলিশ হোক বা না হোক, আপনি যদি একজনের সমস্যাটা ধরতে পারেন তাকে বুঝিয়ে বলতে পারেন আপনি কীভাবে হেল্প করতে পারেন তবে আপনি কমিউনিকেট করতে পারছেন।

এই স্কিলটা শেখা যায় না বই পড়ে
বরং শেখা যায় কথা বলে
ভুল করে
আর ফিডব্যাক নিয়ে।

📌 আমার ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে আমি শিখেছি Listening beats speaking.

মানে আপনি যত সুন্দর ইংলিশ বলবেন,
তার চেয়ে ১০ গুণ বেশি দরকার
আপনি কতটা মন দিয়ে শুনেন।

Communication is not a skill of language.
It’s a skill of connection.

16/07/2025

Competitor Research (Support Class)

16/07/2025

নেক্সট চ্যালেঞ্জ প্রোগ্রাম হবে আরো অনেক বেশি আপডেটেড এবং রেজাল্টও আসবে অনেক দ্রুত।

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Arif Notes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Notes:

Share