
17/08/2025
মসনদে মোশতাক বইটি ১৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়কাল নিয়ে। মূলত এখানে ১৫ আগস্ট পরবর্তী ৩ মাসের গুরুত্বপূর্ণ সব পত্রিকার খবরাখবর সন্নিবেশিত করা হয়েছে। বইটি পড়লে ঐ সময়ের ঐতিহাসিক দিকসমূহ ও সমাজচিত্র নিয়ে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি উঠে আসবে কেমন ছিল ঐ ৩ মাসে বাংলাদেশের সামগ্রিক চিত্র ও পরিস্থিতি।
কেমন ছিল মোশতাক সরকারের পররাষ্ট্রনীতি, কেমন ছিল ঐ তিন মাসের বাংলাদেশের অর্থনীতি, মুক্তিযোদ্ধাদের প্রতি মোশতাক সরকারের গৃহীত পদক্ষেপ কিংবা শেখ মুজিবের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কে কে মোশতাকের সাথে হাত মিলিয়েছিল, সব থাকছে এই বইয়ে।
সাথে থাকছে অনেক চিত্র, যা সেসময়কার সমাজ-ব্যবস্থা ও ঢাকার নাগরিক জীবন তুলে ধরবে। ঢাকার নাগরিক জীবনে যে ১৫ আগস্ট ঘটনার ছিটেফোঁটাও পড়েনি, তা বুঝা যাবে বইটি পড়ে।
অধিকন্তু বইটিতে মোশতাক শাসনামলের সারসংক্ষেপ পাওয়া যাবে।
📕 বই : মসনদে মোশতাক
📕 প্রকাশক : ঐতিহ্য
📑 পৃষ্ঠাসংখ্যা : ৪৭২
💰 মুদ্রিত মূল্য : ১০০০৳
💰 ২০% ছাড়ে বিক্রয়মূল্য : ৮০০৳
সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।
অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273
অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/110907
ঐতিহ্য কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/6959