সুপ্রভাত বইঘর - Suprovath Boighor

সুপ্রভাত বইঘর - Suprovath Boighor অনলাইন বুকশপ

মসনদে মোশতাক বইটি ১৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়কাল নিয়ে। মূলত এখানে ১৫ আগস্ট পরবর্তী ৩ মাসের গুরুত্বপূর্ণ সব পত্রিকা...
17/08/2025

মসনদে মোশতাক বইটি ১৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়কাল নিয়ে। মূলত এখানে ১৫ আগস্ট পরবর্তী ৩ মাসের গুরুত্বপূর্ণ সব পত্রিকার খবরাখবর সন্নিবেশিত করা হয়েছে। বইটি পড়লে ঐ সময়ের ঐতিহাসিক দিকসমূহ ও সমাজচিত্র নিয়ে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি উঠে আসবে কেমন ছিল ঐ ৩ মাসে বাংলাদেশের সামগ্রিক চিত্র ও পরিস্থিতি।

কেমন ছিল মোশতাক সরকারের পররাষ্ট্রনীতি, কেমন ছিল ঐ তিন মাসের বাংলাদেশের অর্থনীতি, মুক্তিযোদ্ধাদের প্রতি মোশতাক সরকারের গৃহীত পদক্ষেপ কিংবা শেখ মুজিবের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কে কে মোশতাকের সাথে হাত মিলিয়েছিল, সব থাকছে এই বইয়ে।

সাথে থাকছে অনেক চিত্র, যা সেসময়কার সমাজ-ব্যবস্থা ও ঢাকার নাগরিক জীবন তুলে ধরবে। ঢাকার নাগরিক জীবনে যে ১৫ আগস্ট ঘটনার ছিটেফোঁটাও পড়েনি, তা বুঝা যাবে বইটি পড়ে।

অধিকন্তু বইটিতে মোশতাক শাসনামলের সারসংক্ষেপ পাওয়া যাবে।

📕 বই : মসনদে মোশতাক
📕 প্রকাশক : ঐতিহ্য
📑 পৃষ্ঠাসংখ্যা : ৪৭২
💰 মুদ্রিত মূল্য : ১০০০৳
💰 ২০% ছাড়ে বিক্রয়মূল্য : ৮০০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/110907

ঐতিহ্য কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/6959

ভয় নয়, কথা বলুন আত্মবিশ্বাসে!মঞ্চে উঠলেই হাত কাঁপে? জনসমক্ষে কথা বলার আগে বুক ধড়ফড় করে?আপনি একা নন। কিন্তু এই ভয় কাটিয়ে ...
10/08/2025

ভয় নয়, কথা বলুন আত্মবিশ্বাসে!

মঞ্চে উঠলেই হাত কাঁপে? জনসমক্ষে কথা বলার আগে বুক ধড়ফড় করে?

আপনি একা নন। কিন্তু এই ভয় কাটিয়ে ওঠা সম্ভব—ঠিক উপযুক্ত দিকনির্দেশনায়।

ওয়াহিদ তুষার এর লেখা "বক্তৃতা দিতে শিখুন – দ্য আর্ট অব পাবলিক স্পিকিং" বইটি ঠিক সেই গাইড যা আপনাকে বদলে দিতে পারে।

এই বই থেকে আপনি জানতে পারবেন:
✔ ভয় জয় করে কীভাবে সহজে কথা শুরু করবেন
✔ শ্রোতাদের আগ্রহ ধরে রাখার সহজ উপায়
✔ কীভাবে নিজের কথা নিজেই গুছিয়ে বলতে হয়

“আমি যা বলতে চাই” অধ্যায়টি এমনভাবে গড়ে তোলা হয়েছে, যেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনেন, বোঝেন এবং জোরের সঙ্গে কথা বলতে শিখেন।

এই বই শুধু একজন স্পিকার বানাবে না, আপনাকে তৈরি করবে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে।

📕 বই : বক্তৃতা দিতে শিখুন
📕 প্রকাশক : কেন্দ্রবিন্দু
✒ লেখক : ওয়াহিদ তুষার
📑 পৃষ্ঠাসংখ্যা : ১৮৪
💰 মুদ্রিত মূল্য : ৪০০৳
💰 ২৫% ছাড়ে বিক্রয়মূল্য : ৩০০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/87684

কেন্দ্রবিন্দু কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/8500

ওয়াহিদ তুষার লিখিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByAuthor/11390

দলিল যার জমি তার!✅জমি সংক্রান্ত  ২৪ রকমের সমস্যা ও সমাধানে নতুন ভূমি আইন ✅ভূমি অপরাধের সর্বোচ্চ শাস্তি, জেল ও জরিমানা!!✅...
09/08/2025

দলিল যার জমি তার!

✅জমি সংক্রান্ত ২৪ রকমের সমস্যা ও সমাধানে নতুন ভূমি আইন
✅ভূমি অপরাধের সর্বোচ্চ শাস্তি, জেল ও জরিমানা!!
✅নতুন আইনে মামলা করার নিয়ম কানুন
✅ দলিল করার নিয়ম ও দলিলে নতুন আরোপিত কর

➤ এই বইটিতে আরও রয়েছে:

✅ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
(ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ)
✅ভূমি সংস্কার আইন, ২০২৩
✅ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩
✅ ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আইনের গেজেট

অত্যন্ত সহজ ভাষায় রচিত, তাই সহজেই নিয়ম কানুন বুঝতে পারবেন।

কলি প্রকাশনীর বেস্টসেলার বইগুলোর অন্যতম এই বইটি সংগ্রহ করতে অর্ডার করুন নিচের লিংকে গিয়ে:

https://suprovathboighor.com/website/bookDetails/86255

‘রুকইয়াহ’ অর্থাৎ ইসলাম-সম্মত ঝাড়ফুঁক। তথা কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দুআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে জাদুটোনা, জিনে...
03/08/2025

‘রুকইয়াহ’ অর্থাৎ ইসলাম-সম্মত ঝাড়ফুঁক। তথা কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দুআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে জাদুটোনা, জিনের আসর, বদনজর ও বিভিন্ন শারীরিক-মানসিক রোগব্যাধির প্রতিকার করা।

নিচের হাদীসটি খেয়াল করুন-

একদিন জিবরীল আ. রাসূল সা.-এর কাছে এসে বললেন, ‘হে মুহাম্মাদ, আপনি কি (আল্লাহর কাছে আপনার সমস্যার ব্যাপারে) অভিযোগ করেছিলেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’

জিবরীল আ. বললেন, ‘আমি আপনাকে আল্লাহর নামে রুকইয়াহ করছি, সেই সব জিনিস থেকে—যা আপনাকে কষ্ট দিচ্ছে। সকল প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক; আমি আল্লাহর নামে রুকইয়াহ করছি।’ (সহিহ মুসলিম)

আমাদের সমাজে নাজায়েজ ঝাঁড়ফুকের ছড়াছড়ি থাকলেও এ ব্যাপারে ইসলামি ঐতিহ্য ও শরীয়তের বিধিনিষেধের প্রতি উদাসীনতা খুবই প্রকট।

এই বইটিতে নিজের এবং অন্যের জন্য রুকইয়াহ করার পদ্ধতি আলোচনা করা হয়েছে। পাশাপাশি জিন, জাদু, বদনজর ও ঝাড়ফুঁক বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে। আশা করি, এটা আমাদের সবার জন্য উপকারী হবে।

বাংলাদেশের শহর-নগর-গ্রাম সবখানে আজ মসজিদ-মাদরাসার ছড়াছড়ি। মাদরাসাগুলোতে বিশুদ্ধ ইসলামি শিক্ষার পাঠদান হচ্ছে। দিনদিন মসজি...
01/08/2025

বাংলাদেশের শহর-নগর-গ্রাম সবখানে আজ মসজিদ-মাদরাসার ছড়াছড়ি। মাদরাসাগুলোতে বিশুদ্ধ ইসলামি শিক্ষার পাঠদান হচ্ছে। দিনদিন মসজিদের সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নামাযির সংখ্যা। ছোট্ট আয়তনের দেশ বাংলাদেশে ইসলামের এমন ব্যাপক চর্চার নেপথ্যে যাদের অবদান সর্বাধিক ও প্রধান, তারা হলেন এদেশের সম্মানিত পীর-বুজুর্গ ও উলামা-মাশায়েখ।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের ৬৪ জেলায় আজ যেই সারি সারি মসজিদ-মাদরাসা-মকতব-নুরানি কিন্ডারগার্টেন দেখা যাচ্ছে, উলামায়ে কেরামই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সেই বাতিঘরগুলো প্রতিষ্ঠা করেছেন। মাসের পর মাস উপোস থেকে, কখনো বা অর্ধবেলা খেয়ে যেকোনো মূল্যে মাদরাসার কার্যক্রম সচল রেখেছেন। রোদ-বৃষ্টি-ঝড়-বন্যা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেরিয়েছেন।

কিন্তু দুঃখজনক সত্য হলো, বাংলাদেশের ত্যাগী উলামায়ে কেরামের সেই দীর্ঘ অবদান ও সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস সুরক্ষিত নেই। তাদের মৃত্যুর সাথে সাথে তাদের সংগ্রামী জীবনের বিবরণ মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। এই দুঃখজনক চিত্র আমাদের ব্যথিত করে।

বাংলাদেশের সুমহান উলামায়ে কেরামের সেই ইতিহাস সংরক্ষিত রাখার পরিকল্পনা থেকে প্রকাশিত হয় নতুন বই ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’। হাজি শরিয়তুল্লাহ, মুন্সী মেহেরুল্লাহ, পীর মুহসেনুদ্দিন দুদু মিয়া থেকে শুরু করে বিগত দেড়শো বছরে, বিশেষত স্বাধীনতার পর গত 56 বছরে যেসকল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি, মাদরাসায় পাঠদান, পত্রিকায় লেখালেখি, তাবলীগে দাওয়াত ও রাজপথে ইসলামি রাজনীতির মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, ২ খণ্ডের এই বইটিতে তাদের জীবন-কর্ম উঠে এসেছে।

সুদূর রংপুর, সিলেট, বাগেরহাট, চট্টগ্রামের আঞ্চলিক আলিমদের জীবনকর্ম যেমন উঠে এসেছে, তদ্রূপ রাজধানী ঢাকার খ্যাতিমান আলেম, স্কলার, খতিব, বক্তা ও রাজনীতিবিদদের জীবনীও আলোচিত হয়েছে সমানতালে। এক কথায় বলা যায়, একমলাটে তিন শতাধিক মরহুম আলিমের বর্ণাঢ্য জীবনের প্রামাণ্য গ্রন্থ।

বইটিতে তাদের জন্ম, শিক্ষাজীবন, কর্মজীবন, অবদান, বৈশিষ্ট্য, কারামত ও মৃত্যুর তাবৎ তথ্য পরিবেশন করা হয়েছে। সে হিসেবে বইটি বাংলার আলেমসমাজের জাতীয় সামাজিক ও অর্থনৈতিক অবদানের প্রামাণ্য গ্রন্থ।

বইটির সকল তথ্য যথেষ্ট যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। অধিকাংশ প্রবন্ধ লিখেছেন পরিবারের সদস্যবর্গ। এর বাইরে জাতীয় পত্রিকা, ম্যাগাজিন, স্মারকগ্রন্থ ও লব্ধপ্রতিষ্ঠ জীবনীকারদের কাছ থেকেও প্রবন্ধ নেয়া হয়েছে।

ওযীফাতুল মুমিন কিতাবটি সম্পর্কে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালেক ...
16/06/2025

ওযীফাতুল মুমিন কিতাবটি সম্পর্কে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালেক (দামাত বারাকাতুহুম) সাহেব-এর অভিমত-

মাওলানা আবরারুয যামান ইবনে হযরত পাহাড়পুরী রহ. এর কিতাব 'ওযীফাতুল মুমিন' দেখে খুশি হলাম। এ কিতাব পাঠ করার দ্বারা সমাজে প্রচলিত ওযীফা সংক্রান্ত কিছু ভুল ধারণার সংশোধন হতে থাকবে ইনশাআল্লাহু তাআলা। যেমন,

এক: ওযীফাকে শুধু নফলের মাঝে সীমাবদ্ধ করে দেওয়া।

অথচ সবচে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ওযীফা তো হল ফরয আমলগুলো আদায় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বীনের সকল শাখায় যেসব ফরয আমল বান্দার ওপর আরোপ করা হয়েছে, সময়মতো সেগুলো পালন করা, এ হল ফরয ওযীফা। যা গুরুত্বের সাথে পালন করা সবার ওপর ফরয।

দুই: ওযীফাকে দুআ ও যিকিরের মাঝে সীমাবদ্ধ করে দেওয়া।

অথচ সকাল-সন্ধ্যার মাসনূন ও দুআ যিকিরের মতো সকাল সন্ধ্যার নফল নামাযও ওযীফার অন্তর্ভুক্ত। ইশরাক, চাশত, আওয়াবীন, তাহাজ্জুদ মুমিনের ওযীফার অন্তর্ভুক্ত। একইভাবে নফল রোযাও ওযীফার অন্তর্ভুক্ত। যেমন সোমবার, বৃহস্পতিবারের রোযা, আইয়ামে বীয, আশূরা ও আরাফার দিনের রোযাসহ আরও কিছু নফল রোযাও নফল ওযীফার অন্তর্ভুক্ত।

তিন: গায়রে মাসূর ও গায়রে মাসনূন ওযীফা ও আমলকে মাসূর ও মাসনূন ওযীফা ও আমল থেকে গুরুত্বপূর্ণ মনে করা।

এও একটি ভুল কর্মপদ্ধতি। 'ওযীফাতুল মুমিন' এর সংকলনই এ উদ্দেশ্যে হয়েছে যে, মানুষ যেন মাসূর ও মাসনূন দুআ ও আমলকে প্রাধান্য দেয়। এর নূর ও বারাকাতে তার জীবন নূরানী ও বরকতময় হয়ে যায়।

চার: ওযীফা সংক্রান্ত 'মুনকার' ও 'মাউযূ' বর্ণনা মানুষের মাঝে প্রচার করা।

পাঁচ: ওযীফার শব্দসমূহের সঠিক উচ্চারণ শেখার বিষয়ে উদাসীনতা প্রদর্শন।

কিতাবটিতে বিষয়বস্তুর উপস্থাপন এবং এর উসলূব ও আন্দায এমন হয়েছে, যেন তা از دل خيزد بر دل ريزد (আয দিল খেযাদ বার দিল রেযাদ) এর একটি উদাহরণ। হৃদয়ের গভীর থেকে নির্গত কথা হৃদয়কে স্পর্শ করে। এ কিতাবের মাধ্যমে ওযীফা আদায় করা হলে আশা করা যায় ইনশাআল্লাহ হৃদয়ের উপস্থিতি, চিন্তাভাবনা, আল্লাহমুখিতা ও একাগ্রতার সাথে ওযীফা আদায় সম্ভব হবে।

এই শহর, প্রিয় শহর!এই শহরের রাস্তার মাথাটাও কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে। বারান্দায় দাঁড়ালে যে সূর্যটা তোমাকে প্রতিদিন স্না...
06/02/2025

এই শহর, প্রিয় শহর!

এই শহরের রাস্তার মাথাটাও কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে। বারান্দায় দাঁড়ালে যে সূর্যটা তোমাকে প্রতিদিন স্নান করায়! সেই একই সূর্যের ন্যায় মেঘের আড়াল থেকে সকল কৃষ্ণবর্ণ ভেদ করে সূর্যের স্নিগ্ধ রোদেলা আলো আলতো করে ছুঁয়ে যাবে তোমার জীবনটাকেও।

জীবনে অতীতের সময় চলে যাওয়া মানেই প্রস্থান নয়! জীবন চলার পথে থাকবেই শতাঘাত-প্রতিঘাত তাই বলে কি থেমে যাব?

আমরা আমাদের বর্তমান জীবন নিয়ে অনেকই দোটানায়-দোদুল্যমান। জীবনের সমস্যা-সংকট, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা-পেরেশানির ভারে নিজ জীবনের অগ্রযাত্রা হতে পিছিয়ে পড়েছি।

জীবনে সফলতা কে না চায়? আমরা সফল মানুষের গল্প বলতে ও শুনতে পছন্দ করি; কিন্তু আমরা কি ভেবে দেখেছি, প্রাত্যহিক জীবনে একটু সচেতন থাকলে আমরাও পেতে পারি জীবনের কাঙ্ক্ষিত সফলতা! মানুষ একদিনে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় না। এর শুরুটা হয় স্বপ্ন দিয়ে। স্বপ্নের বাস্তবায়নে সম্পাদিত কর্মে প্রতিটি মুহূর্তে মনঃসংযোগের প্রয়োগই তাকে সফলতার চূড়ান্ত ধাপে অধিষ্ঠিত করে।

📕 বই : চলো সফলতা অর্জন করি
📕 প্রকাশক : ইদারাহ প্রকাশন
✒ লেখক : Abu Hurayra Bin Rafiq
📑 পৃষ্ঠাসংখ্যা : ৯৬
💰 মুদ্রিত মূল্য : ১৯৯৳
💰 ২৫% ছাড়ে বিক্রয়মূল্য : ১৪৯৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/109725

ইদারাহ প্রকাশন কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/107331

মানুষ বলতেই সফলতা প্রত্যাশী। ব্যর্থতা কেউই চায় না। কিন্তু তাদের বেশিরভাগই জানে না,  সফলতা ও ব্যর্থতা কী? ব্যর্থতা কাটিয়ে...
29/01/2025

মানুষ বলতেই সফলতা প্রত্যাশী। ব্যর্থতা কেউই চায় না। কিন্তু তাদের বেশিরভাগই জানে না, সফলতা ও ব্যর্থতা কী? ব্যর্থতা কাটিয়ে সফলতা অর্জনের পথই-বা কী? তাই কম মানুষই সফল হয়।

বেশিরভাগ ব্যর্থ মানুষই নিজেকে সফল মনে করতে পছন্দ করে। তাই ব্যর্থতার কথা তারা স্বীকার করতে চায় না। পছন্দ করে না অন্যের সফলতাও। এরা সমাজের জন্য ক্ষতিকর।

স্বপ্ন আর লক্ষ্যকে আলাদা করা জরুরি। আমরা স্বপ্নকে লক্ষ্য মনে করি। তাই সফলতা আমাদের অধরা রয়ে যায়। মূলত কর্মের মাধ্যমেই সফলতা অর্জন হয়। কিন্তু আমরা কাজ না করেই সফলতা প্রত্যাশা করি। সফলতার পথে হাঁটা শুরু করি না।

আমাদের ব্যর্থতার কারণ হয়ে থাকে—অযোগ্যতা, অকর্মণ্যতা, ভীরুতা ইত্যাদি। কিন্তু আমরা এগুলো স্বীকার করি না। দায় চাপিয়ে দিই প্রতিকূলতা, সুযোগের অভাব ইত্যাদির ওপর। প্রতিকূলতা ছাড়া সাধারণত সফলতা অর্জন অসম্ভব।

মানুষ মূলত সফল হয় কিছু করার মাধ্যমেই। কিন্তু আমরা মনে করি, কিছু হয়ে যাওয়া বা পেয়ে যাওয়ার নামই সফলতা। তাই কর্ম ছেড়ে পদপদবির পিছনে দৌড়াই।

সফলতার গল্পগুলো দুঃখেরই হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে সুখ ও ভোগের পথে সফলতা খুঁজি। তাই আমাদের পথচলা শেষমেশ পর্যবসিত হয় ব্যর্থতার গল্পে।

এমন নানা আঙ্গিকে সফলতা ও ব্যর্থতার আলোচনা করা হয়েছে বক্ষ্যমাণ বইটিতে। সেই সাথে উঠে এসেছে এমন কিছু কার্যকরী দিকনির্দেশনা, যা আমাদেরকে সহায়তা করবে সফলতার সন্ধানে এগিয়ে যেতে, ইনশাআল্লাহ।
🔰বই : সফলতার সন্ধানে
রচনা : তাফাজ্জুল হক
সম্পাদনা : শাকির মাহমুদ সাফাত
পৃষ্ঠা সংখ্যা : ১২০
মুদ্রিত মূল্য : ২১৪ টাকা
বাঁধাইয়ের ধরন : পেপারব্যাক

অসাধারণ দুটি বই
29/01/2025

অসাধারণ দুটি বই

আলহামদুলিল্লাহ, বর্তমানে সাধারণ শিক্ষিত তরুণ-যুবকরা ব্যাপকভাবে দ্বীনমুখী হচ্ছে। তাদের মাঝে দ্বীনের বিভিন্ন বিষয় জানার ব্...
25/01/2025

আলহামদুলিল্লাহ, বর্তমানে সাধারণ শিক্ষিত তরুণ-যুবকরা ব্যাপকভাবে দ্বীনমুখী হচ্ছে। তাদের মাঝে দ্বীনের বিভিন্ন বিষয় জানার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এই নতুন প্রজন্মের রুচি ও চাহিদায় অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে ভাষা-উপস্থাপনার ক্ষেত্রেও। সবাই এখন প্রতিটি বিষয় দলীল ও রেফারেন্সসহ জানতে চায়। আধুনিক পৃথিবীতে দ্বীনের ওপর চলার সহজ ও সঠিক নির্দেশনা প্রত্যাশা করে। এ ছাড়া নিত্যনতুন আবিষ্কার ও পরিবর্তিত পৃথিবীর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন নতুন সমস্যাও তৈরি হয়েছে অনেক।

আলহামদুলিল্লাহ, সচেতন উলামায়ে কেরাম তার উপযুক্ত সমাধানও দিয়েছেন। কিন্তু বিষয়গুলো অসংখ্য কিতাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। একজন সাধারণ পাঠকের পক্ষে তা খুঁজে বের করে আয়ত্ত করা বেশ কঠিন।

এসব কারণে এমন একটি কিতাব রচনার প্রয়োজন দেখা দিয়েছে, যার ভাষা ও উপস্থাপনা হবে এ প্রজন্মের উপযোগী। সবগুলো মাসআলা লেখা হবে দলীল ও রেফারেন্সসহ। যেখানে যুগসচেতন উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রদত্ত নতুন সমস্যার সমাধান থাকবে এক মলাটে।

উমেদ প্রকাশ ও দারুল ফিকরের নতুন ৬ টি বই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বইগুলো সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক...
23/01/2025

উমেদ প্রকাশ ও দারুল ফিকরের নতুন ৬ টি বই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বইগুলো সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

৬ টি বই একসাথে সংগ্রহ করলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।

বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন নিচের লিংকগুলো:

১. ইসলামী জীবনবিধান:
https://suprovathboighor.com/website/bookDetails/109585

২. ইসলামে জীবিকার সমাধান:
https://suprovathboighor.com/website/bookDetails/109595

৩. রাতের সাধক দিনের ঘোড়সওয়ার:
https://suprovathboighor.com/website/bookDetails/109455

৪. নবীজীর ওযীফাহ:
https://suprovathboighor.com/website/bookDetails/109452

৫. মুনাজাত:
https://suprovathboighor.com/website/bookDetails/109602

৬. সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর দাওয়াতী চিন্তাধারা:
https://suprovathboighor.com/website/bookDetails/109577

উমেদ প্রকাশ এর নতুন বই: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর দাওয়াতী চিন্তাধারাসংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।অথবা কল...
23/01/2025

উমেদ প্রকাশ এর নতুন বই:
সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর দাওয়াতী চিন্তাধারা

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/109577

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when সুপ্রভাত বইঘর - Suprovath Boighor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুপ্রভাত বইঘর - Suprovath Boighor:

Share