The Young Journal

The Young Journal Voice of the youth, committed to truth. The Young Journal — your trusted source for news, views, and awareness.

সুরেশ্বর দরবারের নিখোঁজ হওয়া মুরিদের বস্তাবন্দি লা/শ উদ্ধা
24/10/2025

সুরেশ্বর দরবারের নিখোঁজ হওয়া মুরিদের বস্তাবন্দি লা/শ উদ্ধা

23/10/2025

নড়িয়ার কীর্তিনাশা নদীতে নির্মানাধীন ব্রীজের কাছে নদীর নিচে থাকা পুরোনো ব্রীজের পিলারের রডের সাথে লেগে ছিদ্র হয়ে যায় সিমেন্ট ভর্তি একটি বলগেট ।

20/10/2025

ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের জোরপূর্বক ধানের শীষে ভোটের প্রচারণা ছাত্রদলের, ফেসবুকে নিন্দার ঝড়!

শরীয়পুরের নড়িয়া সরকারি কলেজে ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের জোরপূর্বক ধানের শীষের ভোটের প্রচারণার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে পদত্যাগ করেছেন শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার...
19/10/2025

দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে পদত্যাগ করেছেন শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন বাবু বকাউল || The Young Journal

পদত্যাগের বিষয়ে বিএনপি নেতা বাবু বকাউল বলেন, আমি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দলের নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু নেতিবাচক কর্মকাণ্ডে আমি হতাশ হয়েছি। যাই হোক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি পদত্যাগ করছি এটাই ফাইনাল।এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি পদত্যাগ করছেন। অফিসিয়ালি এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সোর্স: জাগো নিউজ২৪

19/10/2025
চরআত্রায় ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ করে কচুরিপানায় চাপা : ঘটনাটি ধামাচাপার চেষ্টা স্থানীয় প্রভাবশালীদেরআজ (১৮ অক্টোবর) সকালে...
18/10/2025

চরআত্রায় ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ করে কচুরিপানায় চাপা : ঘটনাটি ধামাচাপার চেষ্টা স্থানীয় প্রভাবশালীদের

আজ (১৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছরের এক মাদ্রাসাছাত্রীকে সোবাহান দাড়িয়া নামের এক বৃদ্ধ ধ/র্ষ/ণ করে কচুরিপানার নিচে ফেলে রাখে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি মাদ্রাসা থেকে ফিরে গোসল করতে যায়। এ সময় সোবাহান দাড়িয়া তার পিছু নেয় এবং ধনিচা ক্ষেতের মাঝখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করে। পরে শিশুটি চিৎকার না করতে পারে সেজন্য তার মুখে কাপড় গুঁজে দেয় এবং মৃ/ত ভেবে কচুরিপানার নিচে চাপা দেয়।

এরপর স্থানীয় কয়েকজন মহিলা গোসল করতে গিয়ে শিশুটিকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোবাহান দাড়িয়াকে আটক করে ভুট্টো মালতের বাড়িতে বেঁধে রাখে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে।

তবে অভিযোগ উঠেছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা শিশুটির পরিবারকে থানায় অভিযোগ না করতে চাপ দিচ্ছেন এবং অভিযুক্তকে রাজন মুন্সীর জিম্মায় ছেড়ে দিয়েছেন। প্রভাবশালীরা দাবি করেন, “মেডিকেল রিপোর্ট ছাড়া মামলা করা যাবে না।”

পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ভুক্তভোগী পরিবার ভয় ও সামাজিক চাপে পুলিশের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না বলে জানা গেছে।

17/10/2025

🔴 সরাসরি>>> জামায়াতে ইসলামী ডিংগামানিক ইউনিয়ন "ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫" প্রধান অতিথি -অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল

16/10/2025

শরীয়তপুরের সখিপুরের পুকুরে ডুব প্রতিযোগিতা করতে যেয়ে সরকার কান্দি এক যুবকের মৃ''ত্যু

কিছুদিন আগে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের এক ফেইসবুক পোস্টের পর থেকেই এই ওসির বিরুদ্ধে আ.লীগের আশ্রয়দাতা হিসেবে অভিযোগ...
14/10/2025

কিছুদিন আগে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের এক ফেইসবুক পোস্টের পর থেকেই এই ওসির বিরুদ্ধে আ.লীগের আশ্রয়দাতা হিসেবে অভিযোগ উঠে।
যার প্রেক্ষিতে সোমবার (১৩ অক্টোবর) তাকে বদলি করা হয়।

13/10/2025

নড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি

11/10/2025

এভাবেই মেলা বসিয়ে বিক্রি হচ্ছে মা ইলিশ...

২২ দিন মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালীন সময়ে আজ শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নের খলিফা কান্দি ও ছৈয়াল কান্দি এলাকার মাঝামাঝি পদ্মানদীর পাড়ে হরদম চলছে মা ইলিশ বেচাকেনা!

#ইলিশ

Address

Shariatpur
Shariatpur
DHAKA,

Telephone

+8801785894923

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Young Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share