The Young Journal

The Young Journal Voice of the youth, committed to truth. The Young Journal — your trusted source for news, views, and awareness.

08/07/2025

রান্না করা ভাতটাও খেতে পারলো না মা-ছেলে…
চোখের পলকে ভাতের হাঁড়ি, খাট, স্মৃতি—সব গিলে নিল নদী!
“বালি মানে টাকা” বলেই কারা আজ আমাদের ভিটে-মাটি গিলে খাচ্ছে…?

এখনই থামান বালুখেকোদের।
ভিডিওটি ছড়িয়ে দিন, সচেতন হোন, নড়িয়া-সখিপুর বাঁচাতে এটা আপনার দায়িত্ব।

#নদীভাঙন #নড়িয়াবাঁচাও #বালুখেকো #জাজিরা #মানবতা #ভিটেমাটিবাঁচান #বাস্তবতা

 #নদীভাঙ্গন  #শরীয়তপুর  #পদ্মা
07/07/2025

#নদীভাঙ্গন
#শরীয়তপুর #পদ্মা

07/07/2025

শরীয়তপুরে পদ্মার তীব্র ভাঙ্গনে দিশেহারা মাঝিরঘাট এলাকার মানুষ। পদ্মাসেতু সংলগ্ন এলাকায় ধসে পড়েছে ঘর বাড়ি

07/07/2025

স/ন্ত্রা/স চাঁ/দা/বা.জ ও মাদকের বিরুদ্ধে ঘড়িষার ইউনিয়ন বিএনপি'র বি/ক্ষো/ভ মিছিল।

শরীয়তপুরে নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নের বাংলাবাজারে রবিবার (৬ জুন) বেলা ৫ টায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বি/ক্ষো/ভ মিছিল অনুষ্ঠিত হয়।

06/07/2025

স/ন্ত্রা/স চাঁ/দা/বা.জ ও মাদকের বিরুদ্ধে ঘড়িষার ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ মিছিল।

শরীয়তপুরে নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নের বাংলাবাজারে রবিবার (৬ জুন) বেলা ৫ টায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

06/07/2025
06/07/2025

নড়িয়া থেকে সরাসরি সম্প্রচার :
বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান রিপন পেদার নড়িয়ায় আগমন উপলক্ষে নড়িয়া বাসির সংবর্ধনা

04/07/2025

ঘড়িষার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ | The Young Journal

দীর্ঘ প্রতীক্ষার পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন কমিটির ঘোষণার পর, শুক্রবার বিকেলে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি বাংলাবাজার থেকে শুরু হয়ে সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে ছিল শ্লোগান, বাদ্যযন্ত্র ও উচ্ছ্বাস।

নতুন নেতৃত্ব পেয়ে তরুণ কর্মীদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক উদ্দীপনা। মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক জসিম ঢালী এবং সদস্য সচিব মো. ইমরান চৌকিদার। তারা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন—“এই কমিটি হবে তৃণমূল পর্যায়ের আওয়াজ। সকলকে নিয়ে আমরা গঠনমূলক রাজনীতির পথে হাঁটতে চাই।”

নেতৃবৃন্দ আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

04/07/2025

ঘড়িষার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিল | The Young Journal

দীর্ঘ প্রতীক্ষার পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন কমিটির ঘোষণার পর, শুক্রবার বিকেলে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি বাংলাবাজার থেকে শুরু হয়ে সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে ছিল শ্লোগান, বাদ্যযন্ত্র ও উচ্ছ্বাস।

নতুন নেতৃত্ব পেয়ে তরুণ কর্মীদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক উদ্দীপনা। মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক জসিম ঢালী এবং সদস্য সচিব মো. ইমরান চৌকিদার। তারা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন—“এই কমিটি হবে তৃণমূল পর্যায়ের আওয়াজ। সকলকে নিয়ে আমরা গঠনমূলক রাজনীতির পথে হাঁটতে চাই।”

নেতৃবৃন্দ আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

04/07/2025

এবার পাগলা মসজিদে বিকাশ, নগদ ও অনলাইনে দান করা যাবে | The Young Journal


#অনলাইন_দান
#ইসলামী_সেবা
#সদকাহ
#দান_করুন
#পবিত্রতা_বিকাশে_নতুন_যুগ

04/07/2025

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা!

Address

Shariatpur
Shariatpur
DHAKA,

Telephone

+8801785894923

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Young Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share