18/10/2025
চরআত্রায় ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ করে কচুরিপানায় চাপা : ঘটনাটি ধামাচাপার চেষ্টা স্থানীয় প্রভাবশালীদের
আজ (১৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছরের এক মাদ্রাসাছাত্রীকে সোবাহান দাড়িয়া নামের এক বৃদ্ধ ধ/র্ষ/ণ করে কচুরিপানার নিচে ফেলে রাখে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি মাদ্রাসা থেকে ফিরে গোসল করতে যায়। এ সময় সোবাহান দাড়িয়া তার পিছু নেয় এবং ধনিচা ক্ষেতের মাঝখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করে। পরে শিশুটি চিৎকার না করতে পারে সেজন্য তার মুখে কাপড় গুঁজে দেয় এবং মৃ/ত ভেবে কচুরিপানার নিচে চাপা দেয়।
এরপর স্থানীয় কয়েকজন মহিলা গোসল করতে গিয়ে শিশুটিকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোবাহান দাড়িয়াকে আটক করে ভুট্টো মালতের বাড়িতে বেঁধে রাখে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে।
তবে অভিযোগ উঠেছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা শিশুটির পরিবারকে থানায় অভিযোগ না করতে চাপ দিচ্ছেন এবং অভিযুক্তকে রাজন মুন্সীর জিম্মায় ছেড়ে দিয়েছেন। প্রভাবশালীরা দাবি করেন, “মেডিকেল রিপোর্ট ছাড়া মামলা করা যাবে না।”
পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ভুক্তভোগী পরিবার ভয় ও সামাজিক চাপে পুলিশের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না বলে জানা গেছে।