Shahin Safwan Blogs

Shahin Safwan Blogs আস-সালামু আলাইকুম।

আল্লাহ্ তো নিজেই বলেছেন:----
'ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ
তোমার অতীতের চেয়ে সুন্দর হবে।"
(11)

09/09/2025
08/09/2025

আল্লাহ বলেন,
-'আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু।'
(সূরা আল হিজর-৪৯)

এরপর.....এরপর শেষ বিকেলের ---ক্ষয়ে যাওয়া অস্তমিত সূর্যের মতো আস্তে আস্তে ধীরে-ধীরে, চুপিসারে শখের, আহলাদের সবকিছুই -----...
07/09/2025

এরপর.....
এরপর শেষ বিকেলের ---
ক্ষয়ে যাওয়া অস্তমিত সূর্যের মতো
আস্তে আস্তে ধীরে-ধীরে, চুপিসারে
শখের, আহলাদের সবকিছুই -------
জীবন থেকে বাদ দিতে থাকলাম,
--- যেমন: 'তুমি'!!

07/09/2025

নিজের একান্ত কিছু বিষয় নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন? মনে রেখো, ---এই স্বার্থের পৃথিবীতে স্বা...
06/09/2025

নিজের একান্ত কিছু বিষয়
নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন? মনে রেখো, ---এই স্বার্থের পৃথিবীতে স্বার্থে সামান্য আঘাত লাগলেই কাছের থেকে খুব কাছের মানুষগুলোও রূপ এবং রং বদলাতে একটুও দেরি করে না।। --- এটাই বাস্তবতা!

জীবন বদলে দেবার মতো আলোকপাত:🔳জীবনে কখনো কাউকে পরোয়া না করে নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো কা...
06/09/2025

জীবন বদলে দেবার মতো আলোকপাত:

🔳জীবনে কখনো কাউকে পরোয়া না করে নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো কাছেই কোনকিছুই প্রত্যাশা করো না।তোমার হয়ে কেউ তোমাকে --এগিয়ে নিয়ে যাবে না। মনে রেখো, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে।

🔳কখনো অন্য কারো যোগ্য হতে যেয়োনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো।

🔳অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না।

🔳তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গো। দেখবে, দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গো এবং গড়ো।

🔳নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ, যাই করো আর নাই করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না, নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না।

🔳জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টেনশন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।

🔳একটা কথা মনে রাখা অতীব জরুরি,
জীবনের কঠিন সময় গুলো তোমাকে একাই কাটাতে হবে, তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা একেবারেই ছেড়ে দাও,
------ তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না।
------ তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে।
------ তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, ------ তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে।
মনে রেখো, দিনশেষে এই স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়, না তুমি কারো, না অন্য কেউ তোমার।।
--- এটাই সহজসরল বাস্তবতা!!

জীবন আমাকে দুটি জিনিস শিখিয়ে দিয়েছে ----প্রথমতঃ নিজেকে নিয়ে সবসময় খুশি থাকা আর দ্বিতীয়টি হলো সৃষ্টিকর্তা ছাড়া --আর কারো ...
05/09/2025

জীবন আমাকে দুটি জিনিস শিখিয়ে দিয়েছে ----
প্রথমতঃ নিজেকে নিয়ে সবসময় খুশি থাকা আর দ্বিতীয়টি হলো সৃষ্টিকর্তা ছাড়া --আর কারো কাছে কোনকিছু আশা না করা।

Address

Gazipur

Website

http://Facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Safwan Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Safwan Blogs:

Share