Rezual Karim 0.2

Rezual Karim 0.2 অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী তেল মারা পছন্দ করি না,, অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি✊

এদেরকে ধরে ধরে গরম ডিম দেওয়া দরকার।
10/01/2025

এদেরকে ধরে ধরে গরম ডিম দেওয়া দরকার।

10/01/2025

তুমি দেশনেত্রী কে বাসা থেকে বের করে দিয়েছিলা। আমরা তুমাকে দেশ থেকে বের করে দিয়েছি।

01/01/2025
23/12/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন।

এইটা কোন কথা হলো😊
23/12/2024

এইটা কোন কথা হলো😊

12/10/2024

সৌদি আরব, আরামকো প্রজেক্ট।

আমার 400 ফলোয়ার হয়েছে! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉
12/10/2024

আমার 400 ফলোয়ার হয়েছে! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

06/08/2024

নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
সুরা বাকারা - ২:১৮৮,১৯০।
আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন।

২ লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি ৩০% কোটা থাকে, তাহলে ১কোটি ২০ লক্ষ প্রবাসী রেমিট্যানস যোদ্ধার জন্য ৫০% কোটা চাই.✊✊
12/07/2024

২ লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি ৩০% কোটা থাকে, তাহলে ১কোটি ২০ লক্ষ প্রবাসী রেমিট্যানস যোদ্ধার জন্য ৫০% কোটা চাই.✊✊

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
03/07/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন🙏💕 ধন্যবাদ

25/06/2024
আপোষহীন নেত্রী 💖💝👍
23/06/2024

আপোষহীন নেত্রী 💖💝👍

ঈদ মোবারক, বাংলাদেশ ও প্রবাসী সকল আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধ বান্ধব, পরিবার পরিজন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সকলকেই পবি...
16/06/2024

ঈদ মোবারক, বাংলাদেশ ও প্রবাসী সকল আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধ বান্ধব, পরিবার পরিজন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সকলকেই পবিত্র আযহার শুভেচ্ছা রইলো। জীবনের প্রথম প্রবাসে ঈদ করলাম, খুবই কষ্টের একটা দিন। সবাই দোয়া করবেন আমার জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক।

কচুর ডগা 🎋যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা।তবে স্থান বদলের মধ্যে আপনি ও রাস্তার পা...
02/06/2024

কচুর ডগা 🎋
যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা।তবে স্থান বদলের মধ্যে আপনি ও রাস্তার পাশে পড়ে থাকা কচুর ডগার মতো মূল্যহীন।
বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূলহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কচুর ডগার মতো বেড়ে যাবে।স্থান,কাল,পাত্র বেধে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি!

যাইলামগা আপনাদের সোনার বাংলাদেশ ছাইড়া ✋
29/05/2024

যাইলামগা আপনাদের সোনার বাংলাদেশ ছাইড়া ✋

১০ টাকা কেজি চাউল খাওয়াইতে চাইছিলো আমলীগ এখন হাগতেই ১০ টাকা লাগে। উন্নয়ন😄😀☺️                        "সাংবাদিক ইলিয়াস ভাই...
14/05/2024

১০ টাকা কেজি চাউল খাওয়াইতে চাইছিলো আমলীগ এখন হাগতেই ১০ টাকা লাগে।
উন্নয়ন😄😀☺️

"সাংবাদিক ইলিয়াস ভাই "

Address

Sherpur

Telephone

+8801710804179

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rezual Karim 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rezual Karim 0.2:

Videos

Share