05/04/2025
যারা নিজের ছবি দিয়ে কার্টুন বানিয়েছেন বানানো বন্ধ করুন এবং যারা ফেইসবুকে পোস্ট করেছেন তা রিমুভ করুন
কেননা এটা চেহারার আকৃতি পরিবর্তন করে,আর আকৃতি পরিবর্তন করা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ
সুরা নিসা আয়াত( ১১৮-১১৯)
[৪:১১৮] আন নিসা:
لَعَنَهُ اللَّهُ وَقالَ لَأَتَّخِذَنَّ مِن عِبادِكَ نَصيبًا مَفروضًا
আল্লাহ ইবলিশকে লা‘নত করেছেন এবং সে বলেছে, ‘অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে (অনুসারী হিসেবে) গ্রহণ করব’।
[৪:১১৯] আন নিসা:
وَلَأُضِلَّنَّهُم وَلَأُمَنِّيَنَّهُم وَلَآمُرَنَّهُم فَلَيُبَتِّكُنَّ آذانَ الأَنعامِ وَلَآمُرَنَّهُم فَلَيُغَيِّرُنَّ خَلقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيطانَ وَلِيًّا مِن دونِ اللَّهِ فَقَد خَسِرَ خُسرانًا مُبينًا
‘আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল।
যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আল্লাহ ও রাসুল সঃ যা হালাল অথবা হারাম করেছেন তা মান্তে বাধ্য, কেননা বেঁচে থাকার জন্য যেমন মাথা জরুরি ঠিক তেমনি মুসলিম হয়ে থাকার জন্য আল্লাহ ও রাসুল সঃ এর হুকুম মানা জরুরি
[৪২:৪৮] আশ্-শূরা:
فَإِن أَعرَضوا فَما أَرسَلناكَ عَلَيهِم حَفيظًا إِن عَلَيكَ إِلَّا البَلاغُ وَإِنّا إِذا أَذَقنَا الإِنسانَ مِنّا رَحمَةً فَرِحَ بِها وَإِن تُصِبهُم سَيِّئَةٌ بِما قَدَّمَت أَيديهِم فَإِنَّ الإِنسانَ كَفورٌ
আর যদি তারা বিমুখ হয়, তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি। বাণী পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব। আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয়। আর যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোন বিপদ আসে তখন মানুষ বড়ই অকৃতজ্ঞ হয়।
আমার দায়িত্ব এই পর্যন্তই, (অর্থাৎ শুধু পৌছানো)
আল্লাহ তায়ালা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন