09/10/2023
ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক শাহ আলমের ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার।
[০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ]
গত ০৭/১০/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় ডিসিস্ট শাহ আলম, শ্রীবরদী থানাধীন মাটিয়াকুড়া সাকিনস্থ জনৈক আবু রায়হান মেম্বার এর অটোরিকশা রাখার গ্যারেজ হতে অটোরিকশা নিয়ে ভাড়া মারার জন্য বের হয়।
পরবর্তীতে রাত গভীর হলেও ডিসিস্ট শাহ আলম (৪১) বাড়ীতে না ফেরায় পরের দিন তার স্ত্রী মোছাঃ মোরশেদা বেগম ঘুম থেকে উঠে ডিসিস্ট শাহ আলম রাতে বাড়ীতে আসে নাই বলে বিষয়টি জানিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার গন্তব্যস্থল জনৈক আবু রায়হান মেম্বার এর অটোরিকশা গ্যারেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং ডিসিস্ট শাহ আলম এর বাড়ীর অন্য লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।
খোঁজাখুজি করার সময় ডিসিস্ট শাহ আলম এর ভাই মোঃ ফেরুজ মাজন (২০) গত ০৮/১০/২০২৩ তারিখ সকাল অনুমানিক ০৮:০০ ঘটিকার সময় লোকমুখে জানতে পারে যে, ঝিনাইগাতী থানাধীন কুচনীপাড়া সাকিনস্থ কুচনীপাড়া টু কুরুয়াগমী পাকা রাস্তার পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান জনৈক সামছুল হকের ধান ক্ষেতের পূর্ব পাশে রাস্তার ধারে পানিতে একটি লাশ পাওয়া গিয়েছে। তাৎক্ষনিক ডিসিস্ট শাহ আলম এর স্ত্রী ও ভাই বর্ণিত স্থানে গিয়ে লাশটি শাহ আলম এর বলে সনাক্ত করে।
পরে ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় এজাহার দায়ের করলে ঝিনাইগাতী থানার মামলা নং-০৯, তাং-০৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলাটি রুজু হওয়ার পূর্বে হত্যাকাণ্ডের মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামি গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়
জেলা পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাকে দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইগাতী থ