DARUS SALAM MODEL MADRASHA,Sherpur

DARUS SALAM MODEL MADRASHA,Sherpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DARUS SALAM MODEL MADRASHA,Sherpur, Digital creator, Gouripur, Sherpur.

26/07/2025

আপনার সন্তানকেও এভাবে প্র‍্যাক্টিস করাতে পারেন।

 #শেরপুর_জেলায়_১ম_স্থান। [প্রাইভেট মাদ্রাসা]আলহামদুলিল্লাহ! 🌟📚আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দারুস সালাম মডেল মাদরাসা এবারের প...
11/07/2025

#শেরপুর_জেলায়_১ম_স্থান। [প্রাইভেট মাদ্রাসা]

আলহামদুলিল্লাহ! 🌟📚
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দারুস সালাম মডেল মাদরাসা এবারের পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে! শতভাগ পাশ এবং ১৪ জনের মধ্যে ১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আমাদের শিক্ষার মান এবং শিক্ষকদের পরিশ্রমের প্রমাণ।

এই অর্জন আমাদের সকলের, বিশেষ করে আমাদের মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং দোয়া ও সমর্থনের জন্য অভিভাবকদের প্রতি জানাই অন্তরভরা কৃতজ্ঞতা।

دعاؤكم و دعمكم هو سر نجاحنا
(আপনাদের দোয়া ও সহযোগিতা-ই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি)
চলুন একসাথে এগিয়ে যাই—দ্বীন ও দুনিয়ার জ্ঞান অর্জনের পথে।

বি:দ্র: অত্র প্রতিষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের একাডিম কোচিং এ ভর্তি চলছে।

হে আমাদের রব আপনি  আদিলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।বাংলাদেশ জামাতে ইসলাম শেরপুর জেলা শাখার সম্মানিত  আমির...
29/04/2025

হে আমাদের রব আপনি আদিলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

বাংলাদেশ জামাতে ইসলাম শেরপুর জেলা শাখার সম্মানিত আমির হযরত মাওঃ হাফিজুর রহমানের ছোট ভাই মাওঃ হাসেম এর ছেলে হাফেজ আদিল (১৫)। অসুস্থ অবাস্থায় গতকাল ইন্তিকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

12/04/2025
11/04/2025

দারুস সালাম মডেল মাদরাসা গৌরিপুর, শেরপুর।
ছাত্র শিক্ষক ভাইরাল খেলা,,,,,,,,,,
Numan Kazi

17/01/2025

দারুস সালাম মডেল মাদরাসার হিফজুল কোর-আন বিভাগের ক্ষুদে শিক্ষার্থী
মো: রাজু।
আল্লাহ আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীকে তার দ্বীনের পথে কবুল করুক।
আমিন।

28/11/2024

- ভর্তি চলছে.!! ভর্তি চলছে.!! ভর্তি চলছে.!! দারুস সালাম মডেল মাদরাসা 'য় (সীমিত আসনে) ভর্তি চলছে.!! আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার এ ভর্তি চলছে.!!

- #আমাদের_বিভাগ_সমুহঃ-

১/ নূরানী বিভাগ {রওজাতুল আতফাল (প্লে/শিশু শ্রেনী) থেকে আস্ সফ্ফুস ছানী (দ্বিতীয় শ্রেণী) পর্যন্ত}
২/ মডেল বিভাগ {আস্ সফ্ফুস ছালিছ (তৃতীয় শ্রেণী) থেকে আস্ সফ্ফুত তাসে (নবম শ্রেণী) পর্যন্ত}
৩/ হিফজুল কিরআন বিভাগ (নাজারা, হিফ্জ, তাসমী ও মুসাবাক্বাহ)

- রয়েছে আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ারের সুবিধা। অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে, দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত.!

- #আমাদের_বৈশিষ্ট্য_সমূহঃ-

** আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান।

** অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী এবং দক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত।

** সুষ্ঠ বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ।

** মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তেলাওয়াত শ্রবণ ও প্রয়োজনীয় হাদিস, দোয়া ও তাসবীহ মুখস্ত করার ব্যবস্থা।

** আরবি ও ইংরেজি কথোপকথন, কম্পিউটার প্রশিক্ষণের দক্ষতা অর্জন।

** এতিম, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বিশেষ সুবিধা প্রদান।

** বাৎসরিক শিক্ষা সফর ও বনভোজনের আয়োজন।

** হিফ্জের পাশাপাশি শ্রেণী ভিত্তিক বাংলা, গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে শিক্ষা প্রদান এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

- #যোগাযোগের_ঠিকানাঃ- গৌরিপুর, শেরপুর, শহর, শেরপুর।

- #মোবাইলঃ- ০১৯১১০৮০০৪৪, ০১৭৯৩ ৩৫ ৩৭ ৬৭, ০১৯৭১৪৬৪৯১১

আসসালামু আলাইকুম।  সম্মানিত  অভিভাভবক। আপনার সন্তানের মেধা যাচাই করার জন্য আজই রেজিষ্ট্রেশন করুন৷ অনলাইন রেজিষ্ট্রেশনের ...
04/11/2024

আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাভবক।
আপনার সন্তানের মেধা যাচাই করার জন্য আজই রেজিষ্ট্রেশন করুন৷
অনলাইন রেজিষ্ট্রেশনের লিংক কমেন্টে দেওয়া আছে।
ধন্যবাদ।
#পোস্টটি_বেশি_বেশি শেয়ার করে সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিন।

Address

Gouripur
Sherpur
2100

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801793353767

Website

Alerts

Be the first to know and let us send you an email when DARUS SALAM MODEL MADRASHA,Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DARUS SALAM MODEL MADRASHA,Sherpur:

Share