Bangladarpan News

Bangladarpan News A promising online news portal to bring the latest news and views around the world.

28/11/2025
দেশের কিছু গণমাধ্যম মালিকপক্ষ ও প্রভাবশালী মহলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেট...
28/11/2025

দেশের কিছু গণমাধ্যম মালিকপক্ষ ও প্রভাবশালী মহলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল–২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থ রক্ষা করার পরিবর্তে অনেক প্রতিষ্ঠান এখন মালিকদের পুঁজি রক্ষায় বেশি মনোযোগী। পাশাপাশি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের স্বার্থ–সুরক্ষা এবং দুর্নীতির কাঠামো অক্ষুণ্ন রাখার ক্ষেত্রেও গণমাধ্যমের একটি অংশ ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

পরওয়ার বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি সত্য তুলে ধরা। কিন্তু করপোরেট ও রাজনৈতিক চাপের কারণে অনেক সময় সাংবাদিকরা স্পষ্টভাবে বাস্তবতা প্রকাশ করতে পারেন না। তিনি মনে করেন, সত্য বলা কঠিন হয়ে পড়লে গণমাধ্যম তার সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং গণমাধ্যম—এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে তার সত্যনিষ্ঠ ও ন্যায়ভিত্তিক ঐতিহ্যে ফিরতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সাংবাদিক সমাজের বিভক্তি নিয়ে হতাশা প্রকাশ করে পরওয়ার বলেন, সংগঠনের ভেতরে দ্বন্দ্ব গণমাধ্যমের শক্তিকে দুর্বল করে দেয়। তিনি বলেন, ঐক্য বজায় থাকলে সাংবাদিকরাই জাতিকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে এগিয়ে নিতে সক্ষম।

অনুষ্ঠানে দেশ–সমাজের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্ব, স্বাধীনতা এবং পেশাগত নৈতিকতা বিষয়েও আলোচনা হয়। বক্তারা পেশাদারিত্ব রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

গুগলে কনটেন্ট অপসারণ সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। শুক্রবার...
28/11/2025

গুগলে কনটেন্ট অপসারণ সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিস্তারিত পোস্টে এই ব্যাখ্যা তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, সরকার কোনো পত্রিকার সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ পোস্ট, ভিডিও বা সমালোচনামূলক বিষয়বস্তু মুছে ফেলার জন্য কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করেনি। শুধুমাত্র মিসইনফরমেশন, প্রোপাগান্ডা বা ব্যক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য অপসারণের ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা প্রয়োজনীয় তথ্য বিটিআরসিতে পাঠায়।

সরকার আরও জানায়, বর্তমানে রাষ্ট্র কোনো ধরনের বট বাহিনী পরিচালনা করছে না এবং বিটিআরসি বা জাতীয় সাইবার মনিটরিং সংস্থা সরাসরি কনটেন্ট ডাউন করার ক্ষমতা রাখে না। ফলে যে কোনো অনুরোধ সরাসরি গুগল বা অন্যান্য প্ল্যাটফর্মকেই জানাতে হয়।

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট বিশ্লেষণে সরকার জানায়— ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ থেকে মোট ২৭৯টি অনুরোধ পাঠানো হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলে করা অনুরোধের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই অনুরোধের ৬৫ শতাংশই ‘নট এনাফ ইনফরমেশন’ ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ সেগুলোর উদ্দেশ্য ছিল স্পষ্টতই নিরাপত্তা-সংশ্লিষ্ট, রাজনৈতিক নয়।

পোস্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশ অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, সাম্প্রদায়িক উত্তেজনা, ছাত্র আন্দোলন, মব লিঞ্চিংসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের ডিজিটাল প্রোপাগান্ডাও পরিস্থিতি জটিল করেছে।

সরকার দাবি করেছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাইবার স্পেসকে নিরাপদ রাখা এবং অনলাইন জুয়া, গ্যাম্বলিং ও সন্ত্রাসবিষয়ক কনটেন্ট চিহ্নিত করতে কিছু রিকোয়েস্ট পাঠানো হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ফ্রিডম হাউসের Freedom on the Net 2025 রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের পরিবর্তনের পর বাংলাদেশ বিশ্বে সর্বাধিক অগ্রগতি অর্জন করেছে এবং স্কোর ৪০ থেকে বেড়ে ৪৫-এ উন্নীত হয়েছে।

নওগাঁর ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। স্থানীয় প্রতিবেশীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্ম নেয়া এই জমজ ...
28/11/2025

নওগাঁর ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। স্থানীয় প্রতিবেশীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্ম নেয়া এই জমজ শিশুদেরকে এক নজর দেখতে ছুটে যান শিশু দুটির কাছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলা পৌর সদরের ৩নং ওয়ার্ডের পল্লব মার্ডির স্ত্রী তৃষ্ণা বাস্কে প্রসব বেদনা উঠলে ২৮ নভেম্বর দুপুর ২ টায় পত্নীতলার নজিপুরে নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে নেয়। সেখানে সার্জারীর মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো জমজ কন্যা শিশু দুটির জন্ম হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানান, প্রসুতি মা ও জমজ শিশু দুটি সুস্থ্য আছে, তাদেরকে রাজশাহী মেডিকেলে শিশু বিষেশজ্ঞের নিকট নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

তৃষ্ণা বাস্কের বাবা মোশেস বাস্কে মুঠোফোনে (০১৭৮৮-০১২১৭৫) জানান, ‘আমার মেয়ের গ্রামের বিয়ে হয়েছে, জামাই একজন বেকার শ্রমিক মানুষ, এই সন্তানের অপারেশন করা জামাই বা আমাদের দ্বারা কষ্টসাধ্য, তাই আমি সমাজের বিত্যবানদের নিকট আমার নাতনির অপারেশনের জন্য আর্থিক সহায়তা কামনা করছি।

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

ধামইরহাট উপজেলায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ ৪ জ...
28/11/2025

ধামইরহাট উপজেলায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

২৭ নভেম্বর বৃহস্পতিবার গভির রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়)এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা পুলিশ সুত্র জানায়, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারস্থ শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশী মদ সেবনের আড্ডা চলছে।

এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ডিবির এস.আই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এ সময় ৩ বোতল বিদেশী মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি) সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২),কাজল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে আটক করে। ২৮ নভেম্বর ধামইরহাট থানায় ডিবি’র এস/আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।

ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি- যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘ আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে  মাটি খননের কাজ করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলি...
28/11/2025

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে মাটি খননের কাজ করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবাদী জমি হতে এ মর্টার শেলটি উদ্ধার করা । ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন আবাদী জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি খনন করতে গেলে মাটির প্রায় ২ ফিট নিচে চাপা থাকা অবিস্ফোরিত ও মরিচা ধরা অবস্থায় একটি লোহার তৈরি মর্টার শেল পাওয়া যায়। যার দৈর্ঘ ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। ওজন ৩.৫ কেজি। এটির গায়ে এমকে ১৭ লেখা রয়েছে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতীবান্ধা থানার-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এ মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী বলেন উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালত যেভাবে নির্দেশনা দেবে, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এস এম আলতাফ হোসাইন , লালমনিরহাট জেলা প্রতিবিধি।।

বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে তাড়াহুড়ো...
28/11/2025

বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে তাড়াহুড়ো করে দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করানোর চেষ্টা করছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং একটি এনজিও বিষয়ক আইন দ্রুত পাস করাতে চাইছে।

ফখরুল বলেন, “বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, নির্বাচনের পূর্বে এই আইনের পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এমন আইন প্রণয়ন করা গ্রহণযোগ্য নয়।

বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়গুলো জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে যুক্তিতর্কের মাধ্যমে প্রণয়ন করা উচিত। তিনি সরকারকে সতর্ক করে জানান, এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকা উচিত যাতে নির্বাচনের সময় রাজনৈতিক পরিবেশ সুস্থ ও স্বচ্ছ থাকে।

ফখরুলের এই মন্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে আইন প্রণয়নের চেষ্টা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং সমঝোতার পরিবেশে প্রভাব ফেলতে পারে।

রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা নির্বাচনের পূর্বে আইন প্রণয়নের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা মনে করছেন, জনগণের স্বচ্ছ ও ন্যায্য ভোট নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী তৃতীয়বারের মতো ডা. শফিকুর রহমানকে আমীর হ...
28/11/2025

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী তৃতীয়বারের মতো ডা. শফিকুর রহমানকে আমীর হিসেবে শপথ গ্রহণ করায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা।

ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালের ১২ নভেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াতের আমীর নির্বাচিত হয়েছিলেন। এবার টানা তৃতীয়বারের নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে। গত ২ নভেম্বর জামায়াতে ইসলামী এই তথ্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে। এর আগে দলের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ডা. শফিকুর রহমান একজন চিকিৎসক হলেও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য আমীর নির্বাচন করেন। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন করতে হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়। দলীয় নেতারা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের কার্যক্রম আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন। এছাড়া উপস্থিত সদস্যরা দলীয় ঐক্য এবং আগামী সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমানের তৃতীয়বারের নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও নিশ্চিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার নেতৃত্বে দল সামনের নির্বাচনি প্রস্তুতি ও রাজনৈতিক কৌশল আরও সুসংহতভাবে বাস্তবায়ন করতে পারবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল আবুল সরকারের মুক্তি ও মাজারে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিচারগানে...
28/11/2025

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল আবুল সরকারের মুক্তি ও মাজারে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিচারগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনীভাবে গ্রেফতার বাউল আবুল সম্রাটের লেখা একটি গান পরিবেশিত হয়, যা আল্লাহকে স্মরণ করে এবং সংস্কৃতির সাথে ধর্মীয় ঐক্যকে তুলে ধরে। এরপর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, “সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে। যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা দেশের স্বার্থ ও জাতীয় চেতনার বিরুদ্ধে কাজ করছেন। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নের জন্ম দিয়েছে।”

ফরহাদ মজহার আরও উল্লেখ করেন, নির্বাচনের প্রাক্কালে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থের জন্য সুবিধা লুটতে চাচ্ছে। “এ ধরনের কার্যকলাপ দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করছে। যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তাদের প্রতিরোধ করা জরুরি, তবে হিংসা বা প্রতিহিংসার মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে। সামাজিক ও সাংস্কৃতিক সংহতি রক্ষা করতে সবার সচেতন হওয়া প্রয়োজন।”

প্রতিবাদ সমাবেশে বাউল আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম অংশগ্রহণ করেন। তিনি আবেদন করেন, বাউল শিল্পী ও মাজারকে কোনোভাবেই শত্রুভাবাপন্ন কার্যক্রমের লক্ষ্য বানানো যাবে না। তিনি বলেন, “মাজার ভক্ত ও বাউল শিল্পীদের শত্রু মনে করার মতো মনোভাব দেশের শান্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ক্ষতিকর।”

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বাউল শিল্পীরা জানান, এই সমাবেশ কেবল বাউল শিল্পীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান নয়, বরং দেশের সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার একটি প্রতীক। তারা বলেন, বাউল সংস্কৃতি, গান ও মাজারকে সুরক্ষা দেয়া সকলের দায়িত্ব।

ফরহাদ মজহার ও বাউল শিল্পীদের এই প্রতিবাদী সমাবেশ দেশের সাংস্কৃতিক সংহতি ও ধর্মীয় সহমর্যাদার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করেছে। বক্তৃতা ও বিচারগানের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণকারীরা বাউল শিল্পীদের প্রতি সহিংসতা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার প্রতিবাদ জানিয়েছেন।

Address

Bus Stand
Sherpur
5840

Alerts

Be the first to know and let us send you an email when Bangladarpan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladarpan News:

Share