শাওন আহাম্মেদ

শাওন আহাম্মেদ Message me with any social media issues and I will help everyone🖤
(1)

23/09/2025

নিজের কষ্ট নিজের মাঝে চেপে রাখতে পারাটাই, Strong Personality!

17/09/2025

নিজের দিক থেকে সৎ থাকুন! ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম, আসলেই সত্য শান্তি দেয়!

16/09/2025

আমি সৎ থাকবো!
আপনি আমারে ঠকাইবেন!
আমার মহান আল্লাহ আমাকে জিতায় দিবে! পারলে আপনি আমাকে ঠেকাইয়েন!

আজ সন্ধ্যার পর শ্রীবরদী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উঠতি বয়সী তরুণদের অনলাইন জুয়া, মোবাইল গেম আসক্তি ও পড়ালেখা ...
15/09/2025

আজ সন্ধ্যার পর শ্রীবরদী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উঠতি বয়সী তরুণদের অনলাইন জুয়া, মোবাইল গেম আসক্তি ও পড়ালেখা বাদ দিয়ে আড্ডা দেওয়ার প্রবণতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ।

অভিযানে সহযোগিতা করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার জাহিদ এর নেতৃত্বে পুলিশ টিম এবং সেনাবাহিনী সদস্যরা।

👉 মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে সঠিক পথে ফেরানো ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা।

Posted by- শাওন আহাম্মেদ

02/09/2025

অনেকের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট ল'কে যাচ্ছে এবং সা'সপে'ন্ড হচ্ছে। আপিল করলে পার্মানেন্টলি ডি'জে'বল হচ্ছে! যারা এইধরনের সমস্যায় পরেছেন ইনবক্স করতে পারেন।
Posted by- শাওন আহাম্মেদ

সোশ্যাল মিডিয়ার যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Posted by শাওন আহাম্মেদ
02/09/2025

সোশ্যাল মিডিয়ার যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Posted by শাওন আহাম্মেদ

30/08/2025

মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরণের কাজ করতে পারে আমার জানা নেই।

একজন ব্যক্তি মা*রা গেছে কিছুদিন আগে, উনার আইডি থেকে বিব্রতকর পোস্ট করা হচ্ছিল নিয়মিত। আমার সাথে যোগাযোগ করার পর একাউন্টটি রিমুভ করে দেই। আল্লাহ হেদায়েত দিক এমন মানষিকতার মানুষকে।

30/08/2025

ইদানিং কারণ ছাড়া অনেকের একাউন্ট সাসপেন্ড হচ্ছে। নিজে নিজে আপিল না করে দক্ষ কাউকে দেখান নয়তোবা আপনার একাউন্ট হারাতে পারেন। ধন্যবাদ।

28/08/2025

অনেক দিন মন ভালো নেই। শান্তি ব্যতিত কিচ্ছু চাইনা আর! পারলে সবাই মোনাজাতে রাইখেন।

27/08/2025

এক বোনের ছবি ব্যবহার করে ফেক একাউন্ট খুলে নানা ধরণের পোস্ট এবং পরিচিতদের ম্যাসেজ করে হয়রানি করতেছিল। থানায় সাধারণ ডায়েরি করেও সমাধান মিলেনি। আমার সাথে যোগাযোগ করার ২ ঘন্টার মধ্যে ফেক একাউন্টটি রিমুভ করে দিতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ।

26/08/2025

কথা জমিয়ে রাখলে আত্মার ক্যান্সার হয়।

24/08/2025

আমার জেগে উঠার মধ্য দিয়ে,
স্বপ্নের মৃত্যু ঘটে; কিন্তু বেঁচে থাকে, স্বপ্নের মানুষটি!

Address

Sherpur
2100

Website

https://www.sangbaderalo.com/archives/44610

Alerts

Be the first to know and let us send you an email when শাওন আহাম্মেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাওন আহাম্মেদ:

Share