Ruhan

Ruhan just for entertainment.

মাইরা খাই তেইল্লা চোরা, বাতলুমের পানি পিও ড্রিংক,জাইংগে সাদা হলেও আমার নুংকু কিন্তু পিংক! 🥴cp
04/07/2025

মাইরা খাই তেইল্লা চোরা, বাতলুমের পানি পিও ড্রিংক,
জাইংগে সাদা হলেও আমার নুংকু কিন্তু পিংক! 🥴

cp

ডিজিটাল কচ্ছপ বাংলাদেশের।
03/07/2025

ডিজিটাল কচ্ছপ বাংলাদেশের।

অবশ্যই ফার্ম। আপনি কোনটা 😉😉😊
29/06/2025

অবশ্যই ফার্ম। আপনি কোনটা 😉😉😊

চিনতে পারলে আপনি লিজেন্ড 😁😁
29/06/2025

চিনতে পারলে আপনি লিজেন্ড 😁😁

কাল আমার ঘরে আসছিলো, বাসার মালিক না মেরে তাড়িয়ে দিয়েছে। আমি আর আমার ছেলে খুব ভয় পেয়েছি।সাপ চলে যাওয়ার পর, আমার ছেলে এই স...
29/06/2025

কাল আমার ঘরে আসছিলো, বাসার মালিক না মেরে তাড়িয়ে দিয়েছে। আমি আর আমার ছেলে খুব ভয় পেয়েছি।সাপ চলে যাওয়ার পর, আমার ছেলে এই সাপের নাম দিয়েছে লাল গোলাপি😁😁। লোকেশনঃরামু,কক্সবাজার।

এইভাবে sorry বলতে না পারলে কিসের ভালোবাসা???
29/06/2025

এইভাবে sorry বলতে না পারলে কিসের ভালোবাসা???

হ বইন তুই আরও বেশি সাহসী 😁😁
27/06/2025

হ বইন তুই আরও বেশি সাহসী 😁😁

একটা সুন্দর সংসার এমনি এমনি গড়ে উঠে  নাহ। ২ পক্ষে ভালো হতে হয় মানিয়ে নিতে হয়।কিছু কিছু  মা আছে  যারা ছেলেদের বিয়ে করানোর...
07/05/2025

একটা সুন্দর সংসার এমনি এমনি গড়ে উঠে নাহ। ২ পক্ষে ভালো হতে হয় মানিয়ে নিতে হয়।

কিছু কিছু মা আছে যারা ছেলেদের বিয়ে করানোর পরে ও নিজের আঁচলে রাখতে চাই। তারা ভাবে তাদের ছেলে বউকে স্বর্ন দিয়ে মুড়িয়ে রাখে। তাদের ছেলে সবসময় বউকে গোশত মাছ খাওয়ায়। কিন্তু এটা চিন্তা করে নাহ। একটা মেয়ে শুধু মাএ তার ছেলের জন্য সবকিছু ছেড়ে চলে আসে।তখন কিছু ছেলেদের মা আছে যারা ছেলেদের কে একা বউয়ের সাথে ছাড়তে চাই নাহ। আরে তাহলে ছেলেকে বিয়ে করানোর দরকার কিহ ছিল?
ছেলের বউকে যদি দেখে ভালো কাপড় পড়তে তাহলে মনে করে বউয়ের পিছনে সব খরচ করে দিচ্ছে । আরে বউয়ের পিছনে খরচ করার ত আর লোক নাই জামাই খরচ করবে না ত কে করবে?

আর এমন কিছু বউ রা আছে যার বিয়ের পর দিনই শ্বশুর বাড়ি এসে খবর দারি শুরু করে। নিজের শো আপ দেখানোর জন্য কত কিছু করে। কিন্তু জামাই কই থেকে আনবে সেটা চিন্তা করে নাহ।

এই ভাই টা জীবন দিল মা বউদের টানা পোড়নে। না পারলো মাকে সুখী করতে না পারলো বউকে।

মায়েরা যদি কিছু সেক্রিফাইজ করে যদি বুঝতে চাই আমার ছেলে কিসে ভালো থাকবে তাহলে সংসার এ অশান্তি অনেক কমে যাবে।

আর বউরা ও যদি স্বামী কি চাই বুঝতে চেষ্টা করে তাহলে সংসার টা সুন্দর হবে।
কিন্তু একপাক্ষিক কোন কিছু ভালো হয় নাহ। তার ফল এই তার ফলাফল 💔💔💔💔💔

আল্লাহ সকল মা ও বউদের বোঝার তৌফিক দিক।
ছেলেরা কত কষ্ট করে ইনকাম করে, শুধু তারাই জানে।

চাইলে আমিও এমন ছবি তুলতে পারতাম, কিন্তু আমার কালো ছাতি নাই!🙂
05/05/2025

চাইলে আমিও এমন ছবি তুলতে পারতাম, কিন্তু আমার কালো ছাতি নাই!🙂

অনুপ্রাণিত হলে আরো আঁকতে চাই😁😂
29/01/2025

অনুপ্রাণিত হলে আরো আঁকতে চাই😁😂

এমন জীবন বড় ভাবায় আমাকে।এক একটা এমন বাড়ী দেখি আর ভাবি , চোখ ভেসে যায়। ভাবতে পারেন এই বাড়িতে একসময় হইচই এ মেতে থাকতো পুরো...
10/12/2024

এমন জীবন বড় ভাবায় আমাকে।এক একটা এমন বাড়ী দেখি আর ভাবি , চোখ ভেসে যায়।
ভাবতে পারেন এই বাড়িতে একসময় হইচই এ মেতে থাকতো পুরো পরিবার। তারপর ছেলেমেয়েরা বড় হয়ে চলে যায় যে যার মতো প্রতিষ্ঠিত হতে। থেকে যায় বাবা মা অথবা পরিবারের ব্যয়োজৈষ্ঠরা। ছেলেমেয়েরা প্রথমে প্রতি সপ্তাহে আসতো তাদের সঙ্গে দেখা করতে। তারপর সেটা বেড়ে গিয়ে হলো মাসে একবার। তারপর সংসার আর কর্ম জীবনে প্রবেশ করে সেটা গড়ায় বছরে একবার সেটা শুধু ঈদের দিন দেখতে আসা । এক ঈদ বাবার বাড়ী এক ঈদ শশুর বাড়ী।এভাবেই বাড়তে থাকে দুরত্ব।এই আসা যাওয়ার অপেক্ষায় একসময় বাবা মায়ের সময় শেষ হয়ে যায়। বাবা মা জীবিত থাকতে এই হলো আসা যাওয়ার গল্প। আর যখন তারা মারা গেলো তখন সেখানে ঝড়া পাতা আর পোকামাকড়ের বসতি এখন আর কয়েকবছরে ও হয়তো আসেনা। জীবন বড় অদ্ভুত।।। এমন জীবন দিয়ে কি হয়?
©©

12/11/2024

একজন দায়িত্বশীল পুরুষ যেমন পরিবারের মধ্যমনি তেমনি ভরসার জায়গা।

Address

Sherpur

Telephone

+8801986829121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhan:

Share