29/10/2025
মধ্যরাতের বাবা মেয়ের ব্যাবসা...
ঢাকায় গেলেই নাজিরা বাজারে ডু দেয়া আমার রোজকার ব্যাপার।
বঙ্গবাজার মার্কেটের অপজিটে অনেক বছর যাবত এই কাবাব ব্যাবসায়ীকে দেখতাম , তার কাবাবের চুলার দোয়া সব সময় দৃষ্টি আকর্ষণ করতো, কিন্তু খাওয়া হয়নি কখনো।
হঠাৎ এইবার মনে হলো একটু ট্রাই করি, অল্প প্রাইজে কয়লার দোয়া যুক্ত কাবাব মজার ছিল।
সুন্দর লগছিলো সাথে তার ছোট্ট মেয়েটাও বাবাকে সাহায্য করছে।
অনেক্ক্ষণ গল্প হলো অনেক কথা শুনলাম।
সবটা শেয়ার করলাম না উনি বিশ্বাস করে অনেক অজানা গল্প বলেছেন।
চিকেন, বিফ, কলিজা, তিল্লি ও আলুর কাবাব পেয়াজ দিয়ে সার্ভ করে ট্রাই করতে পারেন এই লোকেশনে গেলে, শুধু এটা খাওয়ার জন্য যেতে হবে এমনটা নয়।
শেয়ার করার কারণ ,
খাবার টেস্ট ভালো তাই আপনি ঠকবেন না,প্রাইজ কম কিন্তু ওনার কাছ থেকে খেলে উনিও উপকৃত হবেন।
কে কে এই লোকেশনে যান? কখনো উনার কাছ থেকে খেয়েছেন বা চেনেন কি না যানাবেন।
শুভরাত্রি 🥀