Kanai Koch

Kanai Koch please like this page

সাম্প্রতিক মোবাইল ফ্লাশ এর ওপর গ্লাস বসিয়ে হলুটের গুড়া দিয়ে এক্সপেরিমেন্ট করা facebook, instagram, youtube ভিডিওটি ঘু...
23/06/2025

সাম্প্রতিক মোবাইল ফ্লাশ এর ওপর গ্লাস বসিয়ে হলুটের গুড়া দিয়ে এক্সপেরিমেন্ট করা facebook, instagram, youtube ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে।

প্রয়োজনীয় উপকরণ:

স্বচ্ছ কাচের গ্লাস

পানি

তেল (রান্নার তেল)

হলুদের গুঁড়া (turmeric powder)

একটি চামচ

বেকিং সোডা (যেমন: ENO)

প্রক্রিয়া:

1. গ্লাসে পানি দিন – গ্লাসের অর্ধেক পর্যন্ত পরিষ্কার পানি নিন।

2. তেল যোগ করুন – পানির উপরে আস্তে আস্তে কিছু তেল ঢালুন। তেল পানির উপর ভেসে থাকবে।

3. হলুদের গুঁড়া দিন – এখন একটু হলুদের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিন। এটি ধীরে ধীরে তেলের স্তরে ভেসে থাকবে বা নিচে নেমে আসবে।

4. প্রতিক্রিয়া শুরু করুন – এখন এক চামচ বেকিং সোডা বা ENO দিয়ে দিন। কিছুক্ষণ পর ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করবে।

কি হচ্ছে এখানে?

তেল পানির ওপরে ভেসে থাকে কারণ এর ঘনত্ব কম।

হলুদ গুঁড়া ধীরে ধীরে পানিতে যায়।
বেকিং সোডা বা ENO পানির সাথে প্রতিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড গ্যাস তৈরি করে, যা বুদবুদের আকারে উপরের দিকে উঠে আসে – একে বলা হয় effervescence।

07/05/2025

অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ বেধেই গেল

নতুন সূর্যের আলোয় আসুক নতুন আশার বার্তা। পুরনো সব ক্লান্তি, দুঃখ আর গ্লানি ভুলে এবার শুরু হোক নতুন এক যাত্রা। হৃদয়ে থা...
14/04/2025

নতুন সূর্যের আলোয় আসুক নতুন আশার বার্তা। পুরনো সব ক্লান্তি, দুঃখ আর গ্লানি ভুলে এবার শুরু হোক নতুন এক যাত্রা। হৃদয়ে থাকুক ভালোবাসা, সম্পর্ক হোক আরও গভীর। প্রতিটি দিন হোক আনন্দে ভরা, সাফল্যে রাঙানো।
নতুন বছরের প্রথম প্রহরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

রাত অনেকের জন্য উষ্ণ কম্বলে আরাম নয়, বরং কঠিন এক পরীক্ষা। যারা পথের ধারে শীতল বাতাসের সঙ্গে লড়াই করে, তাদের কষ্ট আমরা ...
22/12/2024

রাত অনেকের জন্য উষ্ণ কম্বলে আরাম নয়, বরং কঠিন এক পরীক্ষা। যারা পথের ধারে শীতল বাতাসের সঙ্গে লড়াই করে, তাদের কষ্ট আমরা ক'জনই বা অনুভব করি? গরম কাপড়ের অভাবে, খাবারের অভাবে শীতের রাত তাদের জন্য হয়ে ওঠে বেদনায় ভরা।
নিঃশব্দ এই রাতে তারা হয়তো আকাশের তারা গুনে সময় কাটায়, আর অপেক্ষা করে একটি উষ্ণ সকালের।

শীতের এই কষ্ট কারও জীবনে স্থায়ী না হয়—এটাই হোক আমাদের প্রত্যাশা।

05/02/2023

Nowkuchi koch para kirton

25/08/2022

দেশের যে অবস্থা 🙂🙂

24/08/2022

Good morning,,🙂🙂🙂

22/08/2022

Address

Sherpur

Telephone

+8801743034061

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanai Koch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanai Koch:

Share