14/06/2024
আজকাল জীবন নিয়ে খুব বেশি ভাবি বলেই হয়তো এই প্রশ্ন গুলো আমাকে খুব টানছে। করোনা ভাইরাসে হঠাৎ বদলে যাওয়া পৃথিবী দেখে সবাই কম বেশি ভাবছে। এখন পর্যন্ত যা কিছু দেখেছি তাতে, আমার কাছে জীবনের তিক্ত কয়েকটি সত্য হচ্ছে :
# দুনিয়ায় সবচেয়ে ভয়ংকর প্রাণী হচ্ছে মানুষ।
# সুন্দর মুখওয়ালা মানুষ মানেই সুন্দর মনের অধিকারী নয়।
# সব শিক্ষকই আদর্শ মানুষ নয়।
# যে নিজের সমালোচনা করতে পারে, সে-ই সবচেয়ে বুদ্ধিমান।
# নিজেকে জানতে হবে। নিজের দোষ ত্রুটি গুলো খুঁজে বের করে আত্ম উন্নয়ন করতে হবে, যা অন্যকে বুঝতে সাহায্য করবে। জীবনও সহজ হয়ে আসবে।
# পৃথিবীতে প্রতিটি মানুষ যেমন একা জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করে , তেমনি সে আসলে একা-ই। একটা নির্দিষ্ট সময়ের পর তার নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, বাবা-মাও একসময় মারা যায়। নিজের ভাবনাটা নিজেই ভাবতে হয়। তাই আমার মনে হয়, জীবনের প্রয়োজনে আমরা কিছু মানুষের সংস্পর্শে কিছুদিন থাকি। তারপর আস্তে আস্তে আবার সেই একা পথে এগিয়ে যেতে থাকি মৃত্যুর দিকে।