15/03/2025
ড. ইউনুস স্যার অন্তত আরও তিনটা বছর থাকুন। যদি রাজনীতি ছেড়ে দিয়ে একথা বলতে হয় তাও আমি বলবো। প্রয়োজনে গণভোট করুন। জনগণ সিদ্ধান্ত দিবে।
সামনে তিনি চীন সফর করবেন, তারপরেই আবার বৈশ্বিক পরাশক্তি জাপানে যাবেন। বিশাল বিনিয়োগ না নিয়ে তিনি অন্তত দেশে ফিরবেন না। তারমধ্যে আবার এলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কও স্থাপিত হবে।
বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশ ও এদেশের নাগরিকদের সম্মান আপনি যেভাবে একের পর এক সমুন্নত করছেন সেটা করার মতো বর্তমান আর কেউ নাই। আপনার কারণেই প্রতিবেশীর আধিপত্যবাদ থেকে বের হয়ে মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
অথচ এই লোকটাকে রাজনৈতিক দলগুলো উঠতে বসতে বলতে বাধ্য করতেসে যে, অল্প সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যান। আপনাকে বিদায় করতে দিল্লিও দ্রুত নির্বাচন চায়।
রাজনৈতিক দলগুলো চাইলেও এই লোকটাকে আমরা এভাবে অসম্মানিত করতে পারি না। ড. ইউনূস, আপনি রাজনৈতিক দলগুলোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আপনি একটা গোটা জেনারেশনকে স্বপ্ন দেখাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আপনি হেরে যেতে পারেন না।
দ্রুত গতিতে জাস্ট দুইটা জিনিস করুন। এক. নতুন করে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা এক লক্ষ তরুণকে পুলিশে নিয়োগ দিন। আপনার আইনশৃঙ্খলা স্ট্যাবল হতে সর্বোচ্চ দুইমাস লাগবে। দুই. বাজারমূল্য ও বিদ্যুৎ এর বর্তমান পরিস্থিতিটা ধরে রাখুন। পাশাপাশি চাকরির পরিক্ষাগুলো দ্রুত সচল করুন।
রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবার আগেই নিয়োগের নিয়ম শিথিল করে ডিগ্রি পাশ করা থার্ড গ্রেড পাওয়া একজনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে, তখন এদেশের লাখো বেকার তরুণের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। তারা আর এদেশে ভবিষ্যৎ দেখে না।
আপনি এই দুইটা কাজের শীঘ্রই প্ল্যান করুন স্যার।
তাহলেই এদেশের মানুষ আপনাকে রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নত না করতে ঢাল হয়ে দাঁড়াবে। জাস্ট এই দুইটা জিনিস বাস্তবায়ন করে দেখুন স্যার। দেখবেন সবার খাই খাই স্বভাব বন্ধ হয়ে যাবে।
© মোঃ মিরাজ মিয়া