সংক্ষিপ্ত জীবনের গল্প

সংক্ষিপ্ত জীবনের গল্প তুমি নাট্যমঞ্চে এর সেরা অভিনেত্রী "
আমি দর্শকের ভিড়ে হারিয়ে যাওয়া অপরিচিত এক মানুষ!!!

06/07/2023

তুমি যাও চলে যাও

29/06/2023

মানুষ বরই স্বার্থপর রে

||.......🥰🥰🦋🦋😍😍🤗🤗😚😚......||☆★☆---তুমি যদি হাজার মানুষের মধ্যে আমাকে পছন্দ করো!,,,,,,,💖🌿~তবে বিশ্বাস রাখো আমি কোটি মানুষে...
11/02/2023

||.......🥰🥰🦋🦋😍😍🤗🤗😚😚......||
☆★☆---তুমি যদি হাজার মানুষের মধ্যে আমাকে পছন্দ করো!,,,,,,,💖🌿

~তবে বিশ্বাস রাখো আমি কোটি মানুষের ভীড়ে ও তোমাকে ছেড়ে যাবোনা।.....🥀🥀

02/02/2023

এইতো আমাদের জীবন

জীবনে কেউ কারও জন্য অপরিহার্য নয়........ #সংক্ষিপ্ত  #জীবনের  #গল্প
28/01/2023

জীবনে কেউ কারও জন্য অপরিহার্য নয়........
#সংক্ষিপ্ত #জীবনের #গল্প

তুমি যখন আমাকে চাইলে ............  #সংক্ষিপ্ত  #জীবনের  #গল্প
28/01/2023

তুমি যখন আমাকে চাইলে ............
#সংক্ষিপ্ত #জীবনের #গল্প

রেখে দিলেই কেউ থেকে যায় না............ #সংক্ষিপ্ত  #জীবনের  #গল্প
28/01/2023

রেখে দিলেই কেউ থেকে যায় না............
#সংক্ষিপ্ত #জীবনের #গল্প

মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়া,  আমরা অবশেষে শূন্যটাকে  খুঁজে পাই।  #সংক্ষিপ্ত  #জীবনের  #গল্প
28/01/2023

মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়া,
আমরা অবশেষে শূন্যটাকে খুঁজে পাই।
#সংক্ষিপ্ত
#জীবনের
#গল্প

25/01/2023

জানি পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
ফিরে আর আসা হবে না।
প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে।
একদিন চলেই যাবো সবকিছু ছেড়ে।
কেউ যাবে না আমার সাথে,
আমি একাই চলে যাবো একদিন,
তুমি সমস্ত পৃথিবী জুড়েও খুঁজে পাবে না,
হয়তো ভুলে যাবে কয়েক মিনিট বা কিছু দিন পর।
আমি রেখে যাবো কিছু স্মৃতি তোমার জন্য,
ভাবতে পারো আমার অসমাপ্ত ভালোবাসা এটা,🌹
আমি থাকবো না তবুও,
আমার স্পর্শ টুকু অনুভব করে নিও ,
জানি না সেদিনও কি আমার এই ভালোবাসা টুকু
অবহেলিত থাকবে তোমার কাছে.?
জানি সেদিন আমায় কেউ রাখবে না মনে,
ভুলে যাবে আমার কথা খুব গোপনে।
দূর হতে দেখবো আমি সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে,
বর্ণিল স্মৃতি গুলো গেছে অতীতে হারিয়ে।
ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে
জানি হারিয়ে যাবো আমি চিরতরে।
হয়তো থাকবো না সেদিন প্রিয় কোন বন্ধুদের আড্ডায়,
কিংবা স্বজনদের পারিবারিক আলাপচারিতায়
বা তোমার আনমনে ভাবনায়,
হয়তো সেদিন আমার ছবি দেয়ালের কোনে পাবে শোভা,
বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা।
তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে
হারিয়ে যাবো মন থেকে চিরতরে।
অধরা স্বপ্নটা বুকে নিয়েই
আমি হারিয়ে যাবো চিরতরে।
আমি হারিয়ে যাবো,
সত্যিই আমি হারিয়ে যাবো। 😢

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when সংক্ষিপ্ত জীবনের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংক্ষিপ্ত জীবনের গল্প:

Share