নালিতাবাড়ী মুক্ত খবর

নালিতাবাড়ী মুক্ত খবর সাহসিকতার সাথে সত্যতা প্রকাশ করাই আমাদের মূল লক্ষ্য।

নালিতাবাড়ী আড়াইআনি বাজারে গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যাক্ত ঘরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
12/07/2025

নালিতাবাড়ী আড়াইআনি বাজারে গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যাক্ত ঘরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

সর্বশেষ:শেরপুর জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জে...
08/07/2025

সর্বশেষ:শেরপুর জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

07/07/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র
নালিতাবাড়ী উপজেলার প্রধান অফিস উদ্বোধন ও সদস্য ফরম নবায়ন ও বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলীয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জননেতা
জনাব ফজলুল হক দেলোয়ার।

07/07/2025

ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী নালিতাবাড়ী আগমন উপলক্ষে,
৫নং রামচন্দ্রকুড়া মন্ডলীয়াপাড়া ইউনিয়ন থেকে
জনাব ফজলুল হক দেলোয়ার নেতৃত্বে
নালিতাবাড়ীর উদ্দেশ্যে মোটরসাইকেল বহর।

07/07/2025

আওয়ামী লীগের দোসর ও ড্যামি নির্বাচনের প্রার্থী,প্রতারক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুরের নিবন্ধনবিহীন ফেসবুকভিত্তিক 'এসকে টেলিভিশন' এ মিথ্যাচার এবং মানহানিকর সংবাদের প্রতিবাদে ও আঙ্গুরকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।

নিবন্ধনহীন নাম সর্বস্ব এসকে টিভি নামক ফেসবুক পেইজে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নয়াবিল ইউপি চেয়ারম্যান ও বিএ...
06/07/2025

নিবন্ধনহীন নাম সর্বস্ব এসকে টিভি নামক ফেসবুক পেইজে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নয়াবিল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: মিজানুর রহমান।

05/07/2025

সীমান্তে আবার হাতির মৃ/ত্যু

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা দাওধারা কাটাবাড়ি বনাঞ্চলে বন্যহাতির মৃ/ত্যুর খবর পাওয়া গেছে! বন্যহাতির মৃ/ত্যুর তালিকায় যোগ হলো আরো একটি বৃহৎ বন্যহাতি। গতকাল ০৪-০৭-২০২৫ তারিখ গভীররাতে দাওধারা কাটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হাতি হত্যা ? এখনো ক্লিয়ার করে জানা যায়নি। কিভাবে মা/রা গেলোএমন প্রশ্ন সাধারণ জনগণের। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ দেওয়ান আলীসহ বন বিভাগের কর্মী ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনতারা।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নে সন্যাসীভিটা গ্রামে এক অসহায় পরিবারকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন উপজ...
04/07/2025

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নে সন্যাসীভিটা গ্রামে এক অসহায় পরিবারকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজনা আক্তার ববি।

আজ (৪/৭/২০২৫) তারিখ রাত ১২ টা হতে সকাল ৯.৩০ টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার, কালাকুমা ...
04/07/2025

আজ (৪/৭/২০২৫) তারিখ রাত ১২ টা হতে সকাল ৯.৩০ টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার, কালাকুমা এলাকায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে
√ ৯ ব্যক্তিকে ৭-১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়
√ ৯ টি ট্রাক আটক করা হয়

সাজাপ্রাপ্তরা হলেন:
১. জামির হোসেন (৩২) পিতা মগর আলী সাং- কালাকুমা
২. মো: গাজী শেখ(২৮) পিং আজিজুল শেখ সাং চুরখাই, ময়মনসিংহ
৩. আরিফুল ইসলাম সোহাগ(২২) পিং আব্দুল কাদির জিলানী সাং- মধ্যকটিচরপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ -
৪. মো: রাকিব হোসেন (২২) পিং মো: হাফেজ আলী সাং চুরখাই, ময়মনসিংহ
৫. আব্দুল রাসেল (২৫) পিং আব্দুল লতিফ সাং চুরখাই, ময়মনসিংহ
৬. মো: মমিন মিয়া (২০) পিং মঞ্জুরুল মিয়া, সাং পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
৭.জহুরুল ইসলাম খোকন (৪২) পিং মৃত জিন্নত আলী, সাং কালাকুমা, নালিতাবাড়ী
৮. মো: আব্দুল কাদির (৩৩) পিং আমজাত আলী সাং উত্তর আন্ধারুপাড়া, নালিতাবাড়ী
৯. মো: রুকন (২৭) পিং মৃত আজিজুল হক সাং বাগানগ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ

জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একটি নিখোঁজ সংবাদ,সুহেল নামের ছেলেটি গত রবিবার ২৯/৬/২০২৫ইং তারিখে বৈশাখী বাজার থেকে হারিয়ে যায়, যদি কারো সন্ধানে বা সা...
03/07/2025

একটি নিখোঁজ সংবাদ,
সুহেল নামের ছেলেটি গত রবিবার ২৯/৬/২০২৫ইং তারিখে বৈশাখী বাজার থেকে হারিয়ে যায়, যদি কারো সন্ধানে বা সামনে পড়ে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন,
০১৭৭৭৮৭৫৭৬০ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি, বৈশাখী বাজার ,নালিতাবাড়ী শেরপুর।
মানবিকতা জন্য অবশ্যই শেয়ার করে দিবেন।

30/06/2025

নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে পরিকল্পিতভাবে আজকে এক মহিলার গলা থেকে চেইন ছিনতাই করতে গিয়ে ধরা খেয়ে গেলো এই মহিলাটি
পোস্টটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন যাতে আর এরকম ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে।

নালিতাবাড়ী উপজেলা কমিটিতে মোঃ ফজলুল হক দেলোয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা,,শেরপুরের নালিতাবাড়ী উপজেলা...
29/06/2025

নালিতাবাড়ী উপজেলা কমিটিতে মোঃ ফজলুল হক দেলোয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা,,

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী দল বি এন পির কমিটিতে মোঃ ফজলুল হক দেলোয়ারকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। তারা জানান, দেলোয়ারের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সৎ ও দক্ষ নেতৃত্ব কমিটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে তৃণমূলের জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করা হলে দল আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে, আর সেই জায়গা থেকে মোঃ ফজলুল হক দেলোয়ার যোগ্য প্রার্থী হিসেবে এগিয়ে আছেন।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when নালিতাবাড়ী মুক্ত খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নালিতাবাড়ী মুক্ত খবর:

Share