
14/06/2025
নিখোঁজ সংবাদ : আব্দুর রহিম (৬৫) (সাবেক সহকারী শিক্ষক) নামে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (১৩ জুন) বিকেলে বাড়ি থেকে বাইরে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।বয়সের কারণে তার স্মৃতি শক্তি কিছুটা কমে গেছে বলে জানিয়েছেন আত্মীয়রা। তার গ্রামের বাড়ি শেরপুর সদরের মুন্সীর চর গ্রামে (বর্তমানে সে ঢাকায় বসবাস করে)। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
ধারণা করা হচ্ছে উনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ।বাউনিয়া হাজিমার্কেট যদি পৌঁছে থাকেন ,উনাকে দেখে থাকলে কেউ প্লিজ যোগাযোগ করুন ।
#(শেয়ার দিয়ে খুঁজে পেতে সহযোগিতা করুন)
যোগাযোগ:
০১৬১৮৯১৮৪৯৯(নোমান আহমেদ)
০১৯৬২৪৬২১৪৭(মাসুদ রানা)