Programming Shikhbo

Programming Shikhbo "Programming Shikhbo" is your hub for mastering programming, web development, and web design.

This page offers tutorials and tips to help you code and build websites. Join us to sharpen your skills and stay updated with the latest trends!

আমি vibe coding- এর পক্ষে নাকি বিপক্ষে?আমি vibe coding–এর পক্ষে, তবে কিছু শর্তে!যখন আমি ভালোভাবে বুঝি যে কোডের পিছনে আসল...
03/05/2025

আমি vibe coding- এর পক্ষে নাকি বিপক্ষে?

আমি vibe coding–এর পক্ষে, তবে কিছু শর্তে!

যখন আমি ভালোভাবে বুঝি যে কোডের পিছনে আসলে কী হচ্ছে, কোন ফাংশন কীভাবে কাজ করে, ব্রাউজার বা রানটাইম কিভাবে জিনিসগুলো প্রসেস করে— তখন আমি নির্দ্বিধায় vibe coding করি।

এই পর্যায়ে এসে vibe coding আমাকে ১০ গুণ দ্রুত কাজ করতে সাহায্য করে।

কিন্তু যদি আমি নিজেই না বুঝি—behind the scene-এ কী চলছে, তাহলে আমি কখনোই vibe code করবো না। কারণ অন্ধভাবে কোড লেখা মানে ভবিষ্যতে নিজেই নিজের ফাঁদে পড়া!

তাই আগে বুঝি, পরে vibe করি!

Davin Software Engineer – এই ভয়ংকর বস্তুটি যখন আসছিলো তখনের কাহিনী!যখন Davin AI প্রথম বের হইলো, সবাই বলতেছিলো – “Softwar...
01/05/2025

Davin Software Engineer – এই ভয়ংকর বস্তুটি যখন আসছিলো তখনের কাহিনী!

যখন Davin AI প্রথম বের হইলো, সবাই বলতেছিলো – “Software Engineer দের দিন শেষ!” চাকরি যাবে, কোড লেখা শেষ, কফি খাওয়ার দরকারও নাই! ঝাল মুড়ি খাও বসে।

কিন্তু কিছুদিন পর দেখা গেলো – Davin নিজেই বলে: “SyntaxError: Unexpected human emotion detected!”

একটা if condition ঠিক করতে ৩ পৃষ্ঠা explanation চায়, আর JavaScript এর this বুঝে ফেলতেই recursion এ ঢুইকা পড়ে!

এখন Davin নিজেই internship খুঁজতেছে... “Looking for junior human to assist in debugging.”

তাই ভাই ভাইরা, ভাবিরা আর ভাইরাল coder রা – Software Engineer রা এখনো টিকে আছে, এবং থাকবে, কারণ Davin তো পারে নাই আমাদের মতো midnight bug fix করার সময় ৩ কাপ চা খেয়ে, মনের দুঃখে meme শেয়ার করতে!

একই ভাবে: Modern AI Engineer – এর আরেক ভয়ংকর অধ্যায় চলতেছে!

ChatGPT, Copilot, Gemini – এইসব AI আসলো, আবার সবাই কইলো – “Coder দের গেম ওভার! AI সব করে দিবে!”

Copilot দেখে মনে হয় coding এর Google Maps – কোথায় যাবে বুঝে উঠে না, তাও direction দেয়! আর ChatGPT – “এই কোডটা optimize করো” বললেই বলে: “Of course! Here's a beautifully wrong solution with 100% confidence!”

Gemini তো আরেক লেভেল – একবার C এর কোড চাইলাম, দিলো Python আর HTML combo! বললাম, “ব্রাদার, এগুলা তো চলবেই না…” সে বলে, “Try again in safe mode.” কি জ্বালা।

AI এখন এমন অবস্থা যে, নিজেরা বলে: "Please verify with a human developer before using this code in production."

তাই developer রা এখনো বীরদর্পে টিকে আছে – কারণ AI পারে না:

* Deadline এর আগের রাতের সেই হাহাকার
* Git merge conflict এর রাগ ঝাড়তে
* keyboard টিপা
* আর সবচেয়ে বড় কথা,
client এর বলা ‘simple feature’ এর পেছনে ৪ দিন পাগলের মতো ঘুরতে!

সর্বশেষ কথা হইলো Programmer, Developer সবাই থাকবে শুধু ঝড়ে যাবে ৬ মাস/ ১বছর এর কোর্স করে যারা Developer ও Programmer.

10/04/2025

যা, এবার বাংলাদেশ নামটা ও নাকি পরিবর্তন চাই কিছু লোক।

এতো উন্মাদের মধ্যে সুস্থ থাকাটাই এখন হাইলি চ্যালেন্জিং।😥

09/04/2025

"প্রোগ্রামারদের বন্ধুত্ব: GitHub-এ Fork, StackOverflow-এ Like!"

আমাদের বন্ধুদের Bonding খুব Strong, কিন্তু একদম আলাদা ও বটে। কারও কোডে যদি কেউ একটা ভালো Comment দেয়—"This helped me bro!" তাতেই তো অর্ধেক depression চলে যায়!

কেউ Debug করতে করতে পাগল? যখন বন্ধু বলে—"Send your repo link." এই Bonding-টা শুধু Coder রা বুঝবে। আমরা party করি না জনাব, আমরা Pull Request করি! বুঝতে হবে😎

08/04/2025

প্রোগ্রামারের ঘুমানোর নিয়ম:

if (bug == fixed) {
sleep();
} else {
debug();
}

--- প্রোগ্রামিং শিখার আগে ঘুমানোর নিয়ম শিখো।🙃

06/04/2025

প্রোগ্রামিং ভাষা শেখার নিয়ম:

১. Syntax শেখো
২. ভুল করো
৩. ভুল ঠিক করো
৪. আবার ভুল করো
৫. Coffee খাও
৬. Repeat!

05/04/2025

"বিয়ে করা আর নতুন প্রজেক্ট শুরু করা এক জিনিস।

শুরুতে সবাই excited থাকে, পরে শুধু bug আর debugging!"😍

Only Understand

04/04/2025

কম্পিউটার চালাতে চালাতে কি যে, একটা অবস্থা হইছে।

কোন কিছু খুজে না পেলেই বার বার শুধু ctrl+F এর কথা মাথায় আসে🥱

একটু আগে ইয়ারফোন খুজে পাচ্ছিলাম না, তখন মাথায় চিন্তা আসছে ctrl+F এর কথা🙃। কি জ্বালা

02/04/2025

যখন একটা প্রজেক্ট মোটামুটি বড় হয়ে যায় এবং সকল ফাংশনালিটি ঠিকঠাক ভাবে কাজ করে

লে-আমি: উহুু প্রজেক্টে কোন ভাবেই হাত দেওয়া যাবে না। নতুন ফাংশনালিটি করার সময় হাজারো চিন্তুা, নতুন কিছু এডড করবো নাকি করবো না। কোড করতেও ভয় লাগে কোথায় জানি তালগোল বাধায় ফেলি।। যদিও git & github ভাই আছে তারপরে ও।

কি যে বিপদ, আবার কোথায় জানি অজান্তে ”কি-বোর্ডে” চাপ লেগে দাড়ি, কমা, সেমিকোলন বসে পড়ে। ১০ নম্বর বিপদ সংকেতের মতো।

30/03/2025

ঈদ মোবারক 🌙

30/03/2025

আহা গো, AI সব শেষ করে দিলো, কাজ নাই, চাকুরী নাই, Developer দের ভাত নাই।

AI তো নিজে নিজেই ওয়েবসাইট বানাই ফেলতাছে, শুধু Promptদিলেই হয়।

তো বলি কি, যাও না একটা ফুল ওয়েবসাইট বানাও দেখি। না না এডভান্স ওয়েবসাইট বানাতে বলি নাই ভয় পাই ও না। মোটামুটি একটা রিজনেবল ওয়েবসাইট বানাও AI দিয়া দেখি। তোমার যেমনে ইচ্ছা Prompt দাও, শুয়ে, বসে, দাড়ায়ে, উল্টায়ে পাল্টায়ে।

মাগাড় কাম হইবো না। তোমার মাথার মধ্যে যদি কিছু না থাকে, তাহলে জীবনেও পারবা না একটা Full Stack সাইট বানাতে। উপরের সুন্দর চেহারাটা বানাতে পারবা AI দিয়ে। কিন্তু ভিতরের জিনিসগুলা কাম হইবো না, খুব উল্টাই পাল্টাই দেখলাম এতোদিনে।

AI শুধু একটা হেল্পার হিসাবে নাও, সব জায়গায় হেল্প করবে। কিন্তু তুমি যদি ভাবো যে, AI দিয়েই সব উল্টাই ফেলবা তাহলে তুমি নিজেই উল্টে যাইবা।

নিজেই এতোদিন খুব চিল্লাইলাম AI নিয়ে, কিন্তু কিছুদিন হলো একটা ইন্টারমিডিয়েট লেভেলের ওয়েবসাইটে কাজ করতেছি, ভাবলাম সাথে আছে পাওয়ারফুল AI আমারে ঠেকাইবো কেডা, ও মাগো AI ইউজ করে কিছু দুর এগ্গাইছি, কিন্তু একটু গভীরে ‍গিয়ে AI ও উল্টে যায় আর সাথে আমি ও উল্টে যাচ্ছি।

আসলে AI ভালো জিনিস সে সবই জানে, কিন্তু সাথে তোমার ও জানতে হবে। তুমি যদি না জানো তাহলে ৫% ও কাজ হবে না। একজন নন-টেক ও ইন্টারমিডিয়েট লেভেলের মানুষ বলে দিলো যে, আমি AI ইউজ করে করে ফেলতে পারবো, আরে পারবা না দাঁত ভেঙ্গে যাবে। কোথায় গিয়ে কোনটা গিট্টু দিতে হবে, কোথায় গিয়ে কোনটা পেচাইতে হবে কিছুই বুঝবা ও না, কাজ ও হবে না। তুমি ভাবতাছো না বুঝলে AI রেই জিজ্ঞাসা করবো কিন্তু লাভ হবে না ব্রো। AI ঠিকউ কোড দিবে কিন্তু কোনটা কোথায় পেচাবা, কোথায় যুক্ত করবা কিছুই বুঝবা না মাথার উপর ‍দিয়ে যাবে।

AI অনেক হেল্পফুল একটি টুল কিন্তু শুধুমাত্র একজন প্রফেশনালের জন্য।.. Mind it. আমি আমার অভিজ্ঞতা থেকে ও AI পাওয়ার ইউজ করেই আজকে বল্লাম। It's a good assistant or tool, but the main power is your own brain.

"Build your future one line of code at a time. With creativity, YouTube, and the right tools like Firebase, there are no...
22/08/2024

"Build your future one line of code at a time. With creativity, YouTube, and the right tools like Firebase, there are no limits to what you can achieve."

This highlights the use of YouTube as a resource, alongside powerful tools like Firebase, in your journey.

Address

Sherpur
2120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Programming Shikhbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share