30/03/2025
আহা গো, AI সব শেষ করে দিলো, কাজ নাই, চাকুরী নাই, Developer দের ভাত নাই।
AI তো নিজে নিজেই ওয়েবসাইট বানাই ফেলতাছে, শুধু Promptদিলেই হয়।
তো বলি কি, যাও না একটা ফুল ওয়েবসাইট বানাও দেখি। না না এডভান্স ওয়েবসাইট বানাতে বলি নাই ভয় পাই ও না। মোটামুটি একটা রিজনেবল ওয়েবসাইট বানাও AI দিয়া দেখি। তোমার যেমনে ইচ্ছা Prompt দাও, শুয়ে, বসে, দাড়ায়ে, উল্টায়ে পাল্টায়ে।
মাগাড় কাম হইবো না। তোমার মাথার মধ্যে যদি কিছু না থাকে, তাহলে জীবনেও পারবা না একটা Full Stack সাইট বানাতে। উপরের সুন্দর চেহারাটা বানাতে পারবা AI দিয়ে। কিন্তু ভিতরের জিনিসগুলা কাম হইবো না, খুব উল্টাই পাল্টাই দেখলাম এতোদিনে।
AI শুধু একটা হেল্পার হিসাবে নাও, সব জায়গায় হেল্প করবে। কিন্তু তুমি যদি ভাবো যে, AI দিয়েই সব উল্টাই ফেলবা তাহলে তুমি নিজেই উল্টে যাইবা।
নিজেই এতোদিন খুব চিল্লাইলাম AI নিয়ে, কিন্তু কিছুদিন হলো একটা ইন্টারমিডিয়েট লেভেলের ওয়েবসাইটে কাজ করতেছি, ভাবলাম সাথে আছে পাওয়ারফুল AI আমারে ঠেকাইবো কেডা, ও মাগো AI ইউজ করে কিছু দুর এগ্গাইছি, কিন্তু একটু গভীরে গিয়ে AI ও উল্টে যায় আর সাথে আমি ও উল্টে যাচ্ছি।
আসলে AI ভালো জিনিস সে সবই জানে, কিন্তু সাথে তোমার ও জানতে হবে। তুমি যদি না জানো তাহলে ৫% ও কাজ হবে না। একজন নন-টেক ও ইন্টারমিডিয়েট লেভেলের মানুষ বলে দিলো যে, আমি AI ইউজ করে করে ফেলতে পারবো, আরে পারবা না দাঁত ভেঙ্গে যাবে। কোথায় গিয়ে কোনটা গিট্টু দিতে হবে, কোথায় গিয়ে কোনটা পেচাইতে হবে কিছুই বুঝবা ও না, কাজ ও হবে না। তুমি ভাবতাছো না বুঝলে AI রেই জিজ্ঞাসা করবো কিন্তু লাভ হবে না ব্রো। AI ঠিকউ কোড দিবে কিন্তু কোনটা কোথায় পেচাবা, কোথায় যুক্ত করবা কিছুই বুঝবা না মাথার উপর দিয়ে যাবে।
AI অনেক হেল্পফুল একটি টুল কিন্তু শুধুমাত্র একজন প্রফেশনালের জন্য।.. Mind it. আমি আমার অভিজ্ঞতা থেকে ও AI পাওয়ার ইউজ করেই আজকে বল্লাম। It's a good assistant or tool, but the main power is your own brain.