
25/07/2025
নুপুর - মাত্র ১২ বছরের এক আদরের নাতনি। মা বাবা নেই, নানা ভাইয়ের কাছেই সে বড় হচ্ছিল! নিখোঁজ হবার খবরটা যেন আকাশ ভেঙে পড়লো নানাভাইয়ের মাথায় ! চোখের সামনে ভেসে উঠলো নুপুরের হাসি, স্কুলের ব্যাগ, আর হাত ধরা সেই ছোট ছোট পথচলা…
শুনেই হার্ট অ্যাটাক
আজ তিনি আইসিইউতে, লাইফ সাপোর্টে — চুপচাপ, নিঃশব্দ। আলহামদুলিল্লাহ, নুপুরকে পাওয়া গেছে…কিন্তু সে ফিরে এলেও, তার প্রিয় নানাভাইয়ের মুখে নেই সেই চেনা হাসি, চোখে নেই সাড়া। ডাক্তাররা বলেন, আল্লাহকে ডাকুন,
কিন্তু আমরা জানি — আশা যেখানে ফুরায়, সেখানেই আল্লাহর রহমত শুরু হয়।
হে আল্লাহ, তুমি নানাভাইকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। নুপুরের ছোট্ট হাত যেন আবার শক্ত করে ধরতে পারেন তিনি (আমিন)