11/05/2025
আপনাকে তীব্র অপমানের পরেও আপনি যদি একই মানুষের কাছে বারে বারে ফিরে আসেন, তার পা ধরে পড়ে থাকেন,হাতটা ধরে অনুরোধ করেন প্লিজ আমার সঙ্গেই থাকো,এর চেয়ে বড় অপমানের আর কিছু হইতে পারে না ব্রাদার, ওই মানুষটা আপনাকে নিয়ে মজা করবে, তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে বইলা বেড়াবে জানেন, জানিস ও তো আমার জন্য এই করছে, এতটা ছোট নিজেরে কইরেন না।