Marketing To Money Meghla

Marketing To Money Meghla Alhamdulillah ❤️😊

30/06/2025

রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে😎😑

আপনি যখন অন্যদেরকে সম্মান করবেন তখন অন্যরা আপনাকে সম্মান করবে😀 আর আপনি যখন কাউকে সম্মান করবেন না তখন কেউ আপনাকেও সম্মান করবে না,,,😐😔
ঠিক তেমনই আপনি যদি অন্যের ঘরের নারীকে সম্মান করবেন না সম্মানের চোখে দেখবেন না,,খারাপ নজরে দেখবেন আরেকটা পুরুষের মা বোনকে😔😔তখন একটা কথা মনে রাখবেন আপনার ঘরেও নারী আছে,,মা-বোন, স্ত্রী-সন্তান আছে😀😀 তাদেরকেও কিন্তু কেউ সম্মান দিবে না,😀😀
একটা বার ভাবুন তো যে খারাপ নজরে আপনি অন্য নারীর দিকে তাকান অসম্মান করেন সেই নজরে অন্য একটা পুরুষ আপনার মা-বোন-স্ত্রি-সন্তান এর দিকে যদি তাকায় আপনার কেমন লাগবে😔😔 নিশ্চয়ই খোন করে ফেলতে ইচ্ছে হবে😀
অতএব, আপনি অন্যের মা বোনদের সম্মান করুন আপনার মা-বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না😍😍
Revenge of nature 🙏🙏

27/06/2025

হাতে থাকা স্মার্টফোন দিয়ে দিনে ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে ৮০০ থেকে ১০০০ টাকা কিভাবে ইনকাম করবেন দেখে নিন

🥰 আসসালামু আলাইকুম 🥰🌺 আমাদের কোম্পানিতে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম! 🌺📢📢 চলুন জেনে নেই আমাদের কাজের বিস্তারিত 📢📢আমাদের ...
27/06/2025

🥰 আসসালামু আলাইকুম 🥰

🌺 আমাদের কোম্পানিতে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম! 🌺

📢📢 চলুন জেনে নেই আমাদের কাজের বিস্তারিত 📢📢

আমাদের প্রতিষ্ঠানে আপনি অংশ নিতে পারেন নানান ধরণের কাজে, যেমনঃ

1. ✍️ কলম ও পেন্সিল প্যাকিং কাজ

2. 👕 টি-শার্ট ডিজাইন (অনলাইন)

3. 🧵 ট্রেইলোরিং (সেলাই ও কাটিং কাজ)

4. 🎨 হ্যান্ড প্রিন্টিং (ঘরে বসে প্রিন্ট কাজ)

5. 📱 সকল প্রকার সিম অফার সেল

6. 💻 ফ্রিল্যান্সিং (বিভিন্ন অনলাইন কাজ)

7. 🖌️ গ্রাফিক্স ডিজাইন

8. 📖 কোরআন শিক্ষা (অনলাইন ক্লাসের মাধ্যমে)

9. 📧 জিমেইল মার্কেটিং

10. 📲 টেলিগ্রাম মার্কেটিং

11. 📱 টিকটক মার্কেটিং

12. ⌨️ ডেটা এন্ট্রি কাজ

13. 📝 ফরম পূরণের কাজ

14. 📷 ফটো এডিটিং

15. 🎬 ভিডিও এডিটিং

✅ ঘরে বসেই কাজ করুন
✅ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন
✅ আয় করুন নিজের সময় অনুযায়ী

যোগ দিতে চাইলে এখনই ইনবক্স করুন!

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
28/05/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!
©®

15/05/2024

একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার যাতে দিনশেষে তার নিজের একটা পরিচয় থাকে, কারো পরিচয় এ পরিচিত হওয়ার থেকে নিজের একটা নিজস্বতা থাকা দরকার, তাহলে হয়তো অনেক মেয়েই মানুষিক ভাবে ভালো থাকবে,
আর একটা কথা হলো এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই তাহলে সে অবশ্যই আপনার সরলতা কে কাজে লাগিয়ে কষ্ট দিবে.......দুনিয়াটা আসলে নিঃস্বার্থ মানুষের জন্য না,,
যারা স্বার্থপর তাদের জন্য, আপনি যতো বেশি স্বার্থপর হতে পারবেন ততো ভালো থাকতে পারবেন🥲

আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক😔😔
15/05/2024

আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক😔😔

05/03/2024

জীবন ফিরে পাইলাম🥲🥲
আর একটু হলেই স্ট্রোক করতাম😔🥲

05/03/2024

“গোসলখানার ট্যাপ টা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল...!!

তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম।

বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে...!!

মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো...!!!

আমাদের দৈনিক ছোট- ছোট, ক্ষুদ্র-ক্ষুদ্র পাপ গুলোও এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়...!!!

এই মিথ্যা বলা দুই এক কথা,
হুট করে এক কলি গান শুনে ফেলা,
অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেয়া,,

রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা...
ইত্যাদি দৈনন্দিন অল্পকিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়....!!!

নাকি হয়ে গেছে...?

মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
আমিন 🖤

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।এই গল্পের আরো ৩ টি অধ্য...
02/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।
এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই তাহলে🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

21/02/2024









03/02/2024

কেউ সখ করে নিজেকে একলা করে নেয় না,

কিছু মানুষের বিস্বাস এমন ভাবে ভাঙা হয়,

তারা মানুষকে বিস্বাস করে আর মিশতে পারে না

মানুষ ইচ্ছে করে সরিয়ে রাখে না নিজেকে মানুষের ভির থেকে।

ধাক্কা খেতে খেতে একটা সময়ের পর ভিড়কে ভয় পেতে শুরু করে মানুষ 😊😊

20/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sharifur Rahman, Mohammad Mamun, Motin Khan, Rahim Uddin, Ariful Ariful, Md Alamgir Actt Lged, Rujina Akter, MD Arshad, Shamima Khan, Afrin Hossain Afrin Hossain, Emamul Islam Jakariya, Jakir Hossain, Nazma Aziz, মোঃ শরিফ, Rakibul Hassan, Angrybird Tara, Md Ashik, Md Mahabub Islam, Jainul Hoque, Abdul Khan, Amma Jan, Ferdous Majumder, Tasik Jubayer, Md Johirul, Angel Zumur, Saddam Hossain, Irin Akter Dipty, Abdul Alim, Md Alamin, Rebeka Begum, Azizul Gazi, Momtaz Begum, Md Masud, Md Billal Sheikh, Jakirul Islam, Abdul Basith, Josim Uddin, Mokbul Hossain, Achhiraddin Mondal, Md Fayaz Pondith, Laily Akter, Sudelr Das, Soujn Soujn, ElEs Hussain, Habej Ali, Md Nur, Khalid Hossain, Mattie Case, MD Mijan, Yanur Yanur

Address

Sherpur

Telephone

+8801941254104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marketing To Money Meghla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marketing To Money Meghla:

Share