দৈনিক শেরপুর

দৈনিক শেরপুর দৈনিক শেরপুর এর পাতায় চোখ রাখুন

সাম্প্রতিক ঘটনার খবর, জনদুর্ভোগ নিয়ে প্রতিবেদন, দূর্নীতি ও অনিয়ম, কৃষি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার সব খবর নিয়ে আমরা আছি আপনার পাশে।

🚫 মনোনয়ন নিয়ে সহিংসতা — বিএনপির চার নেতা বহিষ্কার মনোনয়ন ঘিরে সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ...
04/11/2025

🚫 মনোনয়ন নিয়ে সহিংসতা — বিএনপির চার নেতা বহিষ্কার

মনোনয়ন ঘিরে সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

📄 সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন —
🔹 সেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি
🔹 সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর
🔹 সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন
🔹 যুবদলের সোনাইছড়ী ইউনিটের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু

দলীয় সূত্রে জানা গেছে, এরা সবাই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে— দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

#দৈনিকশেরপুর

🗳️ একই আসনে দুই ভাই বিএনপি ও জামায়াতের প্রার্থী! — কুড়িগ্রাম-৪ এ জমজমাট আলোচনাকুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী) আসনে এক বিরল...
04/11/2025

🗳️ একই আসনে দুই ভাই বিএনপি ও জামায়াতের প্রার্থী! — কুড়িগ্রাম-৪ এ জমজমাট আলোচনা

কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী) আসনে এক বিরল রাজনৈতিক চিত্র— একই পরিবারের দুই ভাই হচ্ছেন বড় দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী!

🔹 বিএনপির ঘোষিত ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় এই আসনে মনোনয়ন পেয়েছেন আজিজুর রহমান।
🔹 অন্যদিকে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মোস্তাফিজুর রহমান মোস্তাককে, যিনি আজিজুর রহমানের আপন ছোট ভাই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াত উভয় দলই দীর্ঘদিন ধরে এই আসনে শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে। তাই দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকাব্যাপী নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা এনেছে।

কুড়িগ্রাম-৪ এখন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে— ভাই বনাম ভাই, ভোটযুদ্ধের রঙে! 🗳️🔥

#দৈনিকশেরপুর

🗳️ ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি — নাম নেই বেশ কজন হেভিওয়েট নেতারত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাব...
03/11/2025

🗳️ ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি — নাম নেই বেশ কজন হেভিওয়েট নেতার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এই তালিকায় দলটির একাধিক শীর্ষস্থানীয় ও পরিচিত মুখ অনুপস্থিত।

👉 তালিকায় নেই—
🔹 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
🔹 স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান
🔹 সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
🔹 যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল
🔹 যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর
🔹 চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন
🔹 ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন
🔹 এবং আলোচিত নেত্রী রুমিন ফারহানা

উল্লেখ্য বিএনপি সমর্থিত জোট নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ সাতটি দল নিয়ে গঠন হয়েছে গণতন্ত্র মঞ্চ। ২০ দলীয় জোট ভেঙে গঠিত হয়েছে ১২ দলীয় জোট। আর জাতীয়তাবাদী সমমনা জোটে রয়েছে ১১টি রাজনৈতিক দল। এ ছাড়াও বাম গণতান্ত্রিক জোট ও সিপিবি এখন বিএনপির পাশে দৃঢ় অবস্থান নিয়েছে। এই দলগুলোর জন্য বিএনপি আসন ছেড়ে দিয়েছে বলে আলোচিত হচ্ছে।

৬৩ টি ফাঁকা আসনের মধ্যে ঢাকায় সাতটি আসন ফাঁকা রেখেছে বিএনপি। এসবের যে কোনো একটিতে লড়তে পারেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এছাড়াও
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩
সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪
মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭
আসনে লড়তে পারেন। এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

#দৈনিকশেরপুর #রাজনীতি #নির্বাচন২০২৫ #বাংলাদেশ #ত্রয়োদশজাতীয়সংসদনির্বাচন

BNP মনোনয়ন পেলেন যারা
03/11/2025

BNP মনোনয়ন পেলেন যারা

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণাকরা হয়েছে। দেখুন শেরপুরে মনোনয়ন পেলেন যারা—আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএ...
03/11/2025

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা
করা হয়েছে। দেখুন শেরপুরে মনোনয়ন পেলেন যারা—
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

02/11/2025

“ইতিহাসের পাতা থেকে | খান বাড়ি মসজিদ: শেরপুরের মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী”
---
📖 শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যে লুকিয়ে আছে অনেক অজানা অধ্যায়।
দৈনিক শেরপুর নিয়ে আসছে নতুন ডকুমেন্টারি সিরিজ — “ইতিহাসের পাতা থেকে”।
এর প্রথম পর্বে থাকছে মোঘল আমলের খান বাড়ি মসজিদ—
একটি স্থাপনা, যা শুধু উপাসনালয় নয়, ব্রিটিশ শাসন ও জমিদারী শোষণবিরোধী বহু আন্দোলনেরও নীরব সাক্ষী।
শেরপুরের অতীতের গৌরব আর প্রতিরোধের ইতিহাস জানতে চোখ রাখুন দৈনিক শেরপুর ফেসবুক পেজে।
--
🔖
#দৈনিকশেরপুর #ইতিহাসেরপাতাথেকে #শেরপুর

31/10/2025
✨ঢাকায় বিজ্ঞাপন প্রচারে নতুনত্ব!✨মানুষের ভিড়ের মাঝে অভিনব প্রচারণায় নজর কাড়ছে স্মার্ট স্ক্রিন ডিজিটালঢাকার ব্যস্ততম সড়ক ...
27/10/2025

✨ঢাকায় বিজ্ঞাপন প্রচারে নতুনত্ব!✨

মানুষের ভিড়ের মাঝে অভিনব প্রচারণায় নজর কাড়ছে স্মার্ট স্ক্রিন ডিজিটাল

ঢাকার ব্যস্ততম সড়ক ও শপিংমলের সামনে এখন দেখা যাচ্ছে একদল যুবককে, যাদের শরীরে ঝুলছে ডিজিটাল স্ক্রিন! 🖥️🚶‍♂️
এই ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন। উন্নত বিশ্বে জনপ্রিয় এই প্রযুক্তি এবার বাংলাদেশেও আলোচনায়—এটি বাস্তবায়ন করছে ‘Smart Screen Digital’ নামের একটি প্রতিষ্ঠান।

যেখানে বড় বড় বিলবোর্ডে চোখ যায় কম মানুষের—সেখানে চলমান এই ডিজিটাল বিলবোর্ড সবারই চোখে পড়ছে সহজে।
শহরের বিজ্ঞাপন প্রচারণায় যুক্ত হলো নতুন মাত্রা! 🎯📢

📌 আপনার মতামত কমেন্টে জানান —
বাংলাদেশে এই নতুন বিজ্ঞাপন পদ্ধতি কতটা কার্যকর হবে বলে মনে করছেন?

#দৈনিকশেরপুর

ঢাকায় বিজ্ঞাপন প্রচারে নতুনত্ব
অভিনব প্রচারণায় নজর কাড়ছে স্মার্ট স্ক্রিন ডিজিটাল

নিজের জীবন বাজি রেখে ছিনতাই হওয়া সিএনজি রক্ষার চেষ্টা!
24/10/2025

নিজের জীবন বাজি রেখে ছিনতাই হওয়া সিএনজি রক্ষার চেষ্টা!

21/10/2025

📰 ঝিনাইগাতীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, আহত ৬ জন

নিজস্ব প্রতিনিধি, শেরপুরঃ
ছয় মাস আগের তুচ্ছ বিরোধের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে মোছাঃ মরিচ ফুল (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিচ ফুল ওই গ্রামের মৃত হাসেম আলীর স্ত্রী।

এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. জসমত আলী (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং হুজুরা খাতুন (৩০), শুকুর আলী (২২), সুজন (১৮), সোহাগ মিয়া (২০) ও লাল মিয়া (৪০) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কেরাম খেলাকে কেন্দ্র করে সুজনের সঙ্গে প্রতিবেশী শরীফ মিয়ার বিরোধ হয়। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে মো. কালাম (৪৫) ও তার ছেলে ফরিদ (২৫), আরিফ (২২), শরীফ (১৯) এবং আরিফের স্ত্রী আকলিমা বেগমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মরিচ ফুলের বাড়িতে হামলা চালায়।
এসময় ফরিদ ছুরি দিয়ে মরিচ ফুলের বুক ও শরীরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ও নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকলিমা বেগমকে আটক করেছে।

🔹 পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
🔹 এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

📍 ঘটনাস্থল: বানিয়াপাড়া, ঝিনাইগাতী, শেরপুর
📅 তারিখ: ২১ অক্টোবর ২০২৫

#দৈনিকশেরপুর #ঝিনাইগাতী #শেরপুর #বাংলাদেশ

🕯 শেরপুরে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যুনিজস্ব প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুর...
20/10/2025

🕯 শেরপুরে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুল শিক্ষার্থী। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় আশরাফুল নানাবাড়িতে থেকেই পড়াশোনা করত। প্রতিদিনের মতো সেদিনও স্কুল থেকে ফিরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে গোসল করতে পুকুরে নামে। অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় সে।

প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেন — আামিন।

#দুঃখজনক #দৈনিকশেরপুর #সংবাদ #বাংলাদেশ

20/10/2025

Facebook-এ আমার 5ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। সবসময় আপনাদের পাশে চাই।🙏🤗🎉

Address

নিউমার্কেট, শেরপুর সদর
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক শেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক শেরপুর:

Share