06/09/2025
নতুন সভাপতি মুহাম্মদ ইউসুফ ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সহ ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
শেরপুরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উপজেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দধিয়ারচর চরমুধুয়া নামাপাড়া সাংগঠনিক উপজেলা কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা। জুমুআর নামাজ ও খুতবা সফরের পর বাদ আসর শুরু হওয়া এই অধিবেশন দারসুল কুরআন ও দারসুল হাদীসের মাধ্যমে এক আত্মার খোরাক জাগানো পরিবেশে সৃষ্টি হয়।
স্বাগত বক্তব্য
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শাকিল মাহমুদ শুষম। তিনি স্বাগত বক্তব্যে কর্মীদের উচ্ছ্বাস ও ত্যাগের প্রশংসা করে আগামীর পথচলায় দৃঢ় প্রত্যয়ের আহ্বান জানান।
প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্য
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জমঈয়তের সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ মাজহারুল আলম হাফিজাহুল্লাহ। তিনি তাঁর প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বক্তব্যে নবীন-প্রবীণ সবাইকে আল্লাহর দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন,
“দাওয়াতি কাজে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ স্বীকার করা। শুদ্ধ আকীদা ও আমলের মাধ্যমে সমাজে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে।”
তাঁর এ বক্তব্য উপস্থিত সবার হৃদয়ে নতুন উদ্দীপনা যোগায়।
বিশেষ অতিথিবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জমঈয়তের সহ-সভাপতি অধ্যাপক মুজাম্মেল হক স্যার, তা’লিম ও তারবিয়াত বিষয়ক সম্পাদক শাইখ মুকসেদ আলী, এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল হাসান সালাফী।
এছাড়াও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতিদ্বয়, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ একাধিক নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
কমিটি ঘোষণা
অধিবেশনের শেষ পর্বে ঘোষণা করা হয় ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।
এতে নতুন সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তানভীর আহমেদ।
এই ঘোষণার সাথে সাথেই উপস্থিত কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ ও উৎসাহের জোয়ার বয়ে যায়।
সমাপ্তি
অতঃপর সভাপতির সমাপনী বক্তব্য ও এলাকাবাসীর আন্তরিক আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পুরো আয়োজন জুড়ে ছিলো ভ্রাতৃত্ব, ঐক্য ও প্রেরণার এক অনন্য আবহ, যা শেরপুরের ইসলামী দাওয়াতি কার্যক্রম আরো বেগবান করাবে ইন শা আল্লাহ।