01/03/2024
বিপিএল এর ইতিহাসে হয়তো সবচেয়ে হতভাগা দল হলো বরিশাল।
২০১২ সালে প্রথম আসরের ফাইনালিস্ট দল ছিলো
বরিশাল বার্নার্স। দলে দারুণ ফর্মে ছিলেন ক্রিস গেইল, আহম্মেদ শেহজাদ, শাহরিয়ার নাফিজরা, মিঠুনরা...
কিন্তু পুরো আসরে ডোমিনেট করা বরিশাল বার্নার্স ফাইনালে ঢাকা গ্লাডিয়েটর্স এর কাছে ৮ উইকেট হেরে স্বপ্ন ভঙ্গ হয়।
২০১৫ সালে আবার নতুন ফ্র্যাঞ্চাইজিদের আগমন, যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ এর নেতৃত্ব বরিশাল বুলস তৃতীয় আসরের ফাইনালিস্ট। দলে ক্রিস গেইল, এভিন লুইস,সাব্বির রহমান, রনি তালুকদার,আল-আমিনরা দলকে ফাইনালে নিয়ে যায়। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তখন দরকার ৪ বলে ১২ রান, অলোক কাপালি পরপর তিনটি চার মেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে তাদের প্রথম শিরোপা এনে দেন এবং আবারো স্বপ্ন ভঙ্গ হয় বরিশালের।
এরপর ২০১৬, ২০১৭, ২০১৮-১৯, ২০২০-২১ আসরে বরিশাল ফ্রাঞ্চাইজি অংশ নেয় নি। ২০২২ সালে অষ্টম আসরে আবারো অংশ নেয় বরিশালের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে, ক্রিস গেইল, ব্রাভো, মুজিব, শান্ত, সোহান, তৌহিদ হৃদয়রা দলকে ফাইনালে নিয়ে যায়। আবারো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে স্বপ্ন ভঙ্গ। ২১ বলে ১৮ রান প্রয়োজন ছিলো, স্ট্রাইকে ছিলেন শান্ত, সোহান, ব্রাভো, তৌহিদ হৃদয়। মাত্র ১ রানে হারলো ফরচুন বরিশাল।
বরিশাল তিনটি ভিন্ন ফ্রাঞ্চাইজির অধিনে তিনবার ফাইনাল খেলেছে, তিনবারই শেষ মুহূর্তে শিরোপা জয়ের হাতছানিতে আশাহত।
২০২৪ বিপিএল দ্বশম আসরের ফাইনালিস্ট
আবারো ফরচুন বরিশাল, প্রতিপক্ষ আবারও
কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফরচুন বরিশালের সাপোর্টাররা আজকেও কিছু টা চিন্তিত ছিলো
অবশেষে জয় দিয়ে সেই চিন্তা দূর হলো।💪🏆💓
অভিনন্দন ফরচুন বরিশাল।🏆
Fortune Barishal