Tias & Associates

Tias & Associates Personal Blog

কি করে?"চোওউউুপপ!" 🤣🥹
30/08/2025

কি করে?
"চোওউউুপপ!" 🤣🥹

"আলোয়-আলোয় ভরা চারিদিকেতবু কেন ঘরে এত আঁধার"@বিচ্ছিন্ন আবেগ-ওয়ারফেজ
25/11/2024

"আলোয়-আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার"

@বিচ্ছিন্ন আবেগ-ওয়ারফেজ

23/10/2024

ঢাকা

এ শহর খালি গায়ে গাড়ির কাচে নাক ঠেকিয়ে ফুল বিক্রির শহর, রিকশায় মধ্যবিত্ত প্রেমিকের স্বপ্ন ব্যবচ্ছেদের শহর, সত্যিকার অসহায়ের মানুষের তরে হাত পাতার শহর, সংঘবদ্ধ চক্রের অসহায়ত্বের ভান করে ভিক্ষা ব্যবসার শহর, প্রিয় মানুষগুলোর আকড়ে থাকার শহর, চৌকষ টাউট-বাটপাড়ের শহর, সরল জীবনে থামিয়ে দেওয়া সিগনালের শহর, সুস্থতার তরে অমুক হাসপাতাল তমুক ক্লিনিকে ছুটোছুটির শহর, এ শহর নিয়ন আলোয় শত ভীড়েও একাকীত্বের শহর, এ শহর কালো সানগ্লাসে ঢাকা চোখের বর্ষার শহর, এ শহর নামকরা ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতার শহর, এ শহর যাদুর শহর, মায়ার শহর!

প্রতিনিয়ত "রান ফরেস্ট, রান" এর চেয়েও দৌড়ে চলে কত তরুণ! দেখতে কি সুঠাম, সবুজ কিন্তু ভেতরে কি ভীষণ ক্লান্ত এরা!

এ শহরে অন্যান্য লক্ষ যুবকের মত প্রায়ই ফিরে ফিরে আসি স্বপ্ন কিনতে, যতটা পেরেছি, তার থেকে অনেক বেশিই হেরেছি! তবুও কাছের মানুষের ভালোবাসা, যত্নের অভাব বুঝতে পারা যায়না!

সময় হেসে ওঠে, টিপ্পনী কাটে, পরাজিতরা নতমুখে ফিরে চলে তার সাময়িক ডেরায়, প্রতীক্ষায় থাকে ফেরার, কারও মুখে হাসি ফেরাবার!

সূর্য ঘরে যাওয়ার প্রস্তুতি নেয়, আঁধার নেমে আসে,
নিয়ন নিয়ন স্বপ্ন তবু আঁধার হতে দেয়না। কালো সানগ্লাসে যত্নে মোড়ানো চোখ নেমে আসা বর্ষার প্রতীক্ষায় থাকে তোমাদের এই শহরে!

🚧

20/10/2024

"সমস্যা হলো, ফিউচার প্ল্যানে আমরা সবকিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, ক্যারিয়ার থাকে, প্রিয় মানুষ থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট মৃত্যুটা থাকে না।

কষ্ট করতে করতে নিজেরে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই কবি ইমতিয়াজ মাহমুদের লেখা দুইটা লাইন,

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,

জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

সংগৃহীত

অতঃপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল 🙂
18/09/2024

অতঃপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল 🙂

04/09/2024

খালিদ ভাইকেও মনে পড়ে। 💔

আসলেই নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় আমরা তো মামুলি মানুষ! 🙂

We will never forget 🥲Free Free Palestine 🇵🇸
27/08/2024

We will never forget 🥲

Free Free Palestine 🇵🇸

Address

Singpara
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Tias & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share