Social Concept

Social Concept Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Concept, Video Creator, Sherpur.

15/07/2025

কার দিকে ইঙ্গিত করলেন রিজভী ?

কিছু হলেই "শুল্ক বাড়িয়ে দেবো" 😂🤣🤣
15/07/2025

কিছু হলেই "শুল্ক বাড়িয়ে দেবো" 😂🤣🤣

ই উক্রে ন কে আরও অ’/., স্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করবেন বলে হু /ম /কি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই পদক্ষেপ রাশিয়ার প্রতি মার্কিন নীতির কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

15/07/2025

এইটারে বলে ডিম পাড়ে হাসে খায় বাগডাসে

ব্যাক্তির দায় সংগঠন নেবে না
15/07/2025

ব্যাক্তির দায় সংগঠন নেবে না

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন সিকদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে মারা যান বলে জানায় তার পরিবার।

এর আগে, রোববার দিবাগত রাতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার আপন ভাইদের মারধর করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে আনলে রহিম সিকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়।

নিহত রহিম উদ্দিন ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

চলুক রিমান্ড, যতক্ষন না সবকিছু বিস্তারিত বলে
15/07/2025

চলুক রিমান্ড, যতক্ষন না সবকিছু বিস্তারিত বলে

ডিএমপি মিডিয়া সেন্টারে আগামীকাল চাঞ্চল্যকর সোহাগ হ'/.ত্যা মামলার অগ্রগতি বিষয়ে সংবাদ ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯)‌কে প্রকাশ্যে পি টিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁ তলে হ'/.,ত্যার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার তদন্তে এখন পর্যন্ত যেসব অগ্রগতি হয়েছে, তা তুলে ধরা হবে এ ব্রিফিংয়ে।

ব্রিফিংটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬ জুলাই ২০২৫, বেলা ১১টা ৪৫ মিনিটে, ডিএমপি মিডিয়া সেন্টারে।

এই লোকটা আসলেই কমেডিয়ান
15/07/2025

এই লোকটা আসলেই কমেডিয়ান

হঠাৎ করেই সাংবাদিকদের ফোন করাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অভ্যাসে পরিণত করেছেন। আর তিনি সম্ভবত ক্যামেরার সামনে সাক্ষাৎকারের চেয়ে সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলাটাই বেশি পছন্দ করেন। গতকাল সোমবার সন্ধ্যায় ছিল আমার পালা। সত্যি বলতে, হোয়াইট হাউস থেকে যখন ফোন এল, তখন আমি ঘুমাচ্ছিলাম।

ছুটি ছাড়া কয়েক সপ্তাহ ধরে রাস্তায় রাস্তায় থাকার কারণে ক্লান্তও ছিলাম। তাই ঘুমিয়ে পড়েছিলাম। তখনই ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনটা ধরলাম। ওপারে ছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি বললেন, ‘এই যে গ্যারি। আমি প্রেসিডেন্টের সঙ্গে রয়েছি। এই নিন, কথা বলুন।’

আমি ছুটে গেলাম বসার ঘরে। আমার ডিজিটাল রেকর্ডারের খোঁজে হাতড়াতে শুরু করলাম। তখন লাইনটা কেটে গেল। মনে হলো, সুযোগটা কি হাতছাড়া হয়ে গেল?
তারপরই আবার ফোন এল। প্রায় ২০ মিনিট ধরে ট্রাম্পের সঙ্গে কথা বললাম। বাটলারের সেই ভয়াবহ ঘটনা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ট্রাম্পের হতাশা, ন্যাটো নিয়ে তাঁর নয়া চিন্তাভাবনা—সবকিছু নিয়েই আলাপ হলো।

এটা কোনো কথা !!
15/07/2025

এটা কোনো কথা !!

কুমিল্লায় এক মাছ ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁ দা দাবি করে না পেয়ে তার স্ত্রীর বড় বোনকে ধ’র্ষ’ণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৪৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন জেলার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। তিনি শ্রীরামপুর এলাকার রোশন আলীর ছেলে। বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ই আগস্ট বাদ! নতুন শোক ১৬ই জুলাই।
15/07/2025

১৫ই আগস্ট বাদ!
নতুন শোক ১৬ই জুলাই।

আগামীকাল ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে মন্ত্রিসভায় এ দিনটিকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামীকাল বুধবার প্রথমবারের মতো 'জুলাই শহীদ দিবস' পালন হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে পতাকা অর্ধনমিত রাখতে হবে।

এরকম সন্তান থাকার চেয়ে নি:সন্তান থাকা ভালো। জন্মদাতা মায়ের সাথে একমাত্র ছেলের এই আচরন মেনে নেওয়ার মত নয়।
15/07/2025

এরকম সন্তান থাকার চেয়ে নি:সন্তান থাকা ভালো।

জন্মদাতা মায়ের সাথে একমাত্র ছেলের এই আচরন মেনে নেওয়ার মত নয়।

বিলকিস আক্তার (৭০)। নওগাঁ শহরের কাজীর মোড়ে নিজ বাসায় ফিরতে গিয়ে দেখতে পান লোহার গেটে তালা। ছেলেকে ফোন করতেই ছেলে মোস্তাফিজুল ইসলাম সোহাগ সাফ জানিয়ে দেয় ‘তুই তো দুই আনার মালিক, রাস্তায় গিয়ে থাক।’
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নওগাঁ সদর থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গিয়ে এসব কথা বলেন ভুক্তভোগী ওই বৃদ্ধ মা। পরে রাতেই ছেলে মোস্তাফিজুল ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

বৃদ্ধা বিলকিস আক্তারের অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে তার একমাত্র ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না।

বিলকিস বেগম বলেন, ‘স্বামীর সঙ্গে হাতে-হাত রেখে ঘর বানিয়েছি। অথচ আজ ছেলে বলে, আমি যেন রাস্তায় গিয়ে থাকি! মেয়েরা আমার কষ্ট দেখে তাদের অংশ আমায় দিয়ে দিয়েছে। আমি এখন ৭০ শতাংশের মালিক হয়েও ঘরে ঢুকতে পারি না!’

নিজের গড়া ঘর, স্বামীর স্মৃতি, সন্তানের শৈশব—সব মিলিয়ে যেখানে তার জীবনের রন্দ্রে রন্দ্রে জড়িয়ে আছে ভালোবাসা ও ত্যাগের ইতিহাস, সেই ঘরেই আজ তিনি অবাঞ্ছিত!

জানা যায়, একটানা ৬ ঘণ্টা গ্যারেজে বসে ছিলেন এই বৃদ্ধা মা। শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। চোখে অশ্রু, মুখে অপমানের ভার। সহ্য করতে না পেরে সন্ধ্যায় থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাজীর মোড়ে ১০ শতক জমির ওপর এই বাড়ি নির্মাণ করেছিলেন বিলকিস আক্তার ও তার স্বামী। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে ভাগ হয়ে যায় সম্পত্তি। কিন্তু ছেলে মোস্তাফিজুল ধীরে ধীরে একচ্ছত্র মালিকানা দাবি করতে থাকেন। শুরু হয় মানসিক নির্যাতন।

বিষয়টি জানাজানি হলে বিকেলে স্থানীয় মানবাধিকার কর্মীরা বাড়িতে উপস্থিত হন। সেখানেও মোস্তাফিজুল তাদের সামনে মাকে ধাক্কা দিয়ে বের করে দেয়ার চেষ্টা করেন এবং প্রতিবাদকারীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, বৃদ্ধা মায়ের লিখিত অভিযোগ এবং থানায় অসদাচরণের কারণে মোস্তাফিজুলকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নওগাঁর মানবাধিকার সংগঠনের সদস্য নাইস পারভিন বলেন, ‘বিলকিস আক্তার চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমন ঘটনা একটিবারের জন্যও বরদাস্ত করা যায় না।’

না জনাব, এই বিভক্তি হাসিনা করে নাই, এইটা ৭১ সালেই হইছে, কিছু লোক দেশের মানুষের সাথে বেঈমানি করে পাকবাহিনীর দালাল হয়েছিলো...
15/07/2025

না জনাব, এই বিভক্তি হাসিনা করে নাই, এইটা ৭১ সালেই হইছে, কিছু লোক দেশের মানুষের সাথে বেঈমানি করে পাকবাহিনীর দালাল হয়েছিলো, বিভাজন তখনই হয়েছিলো।

হাসিনা কিছু করে থাকলে এটাকে আরো পাকাপোক্ত (বা অন্যকিছু চাইলেও বলতে পারেন) করেছে। কিন্তু রাজাকাররা নিজেই দেশের মানুষের থেকে বিভক্ত হয়েছিলো ৭১ এ।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিন মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দ্বীপজেলা ভোলায় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এ বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪ এর গণঅভ্যুত্থানে এ বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম।’

15/07/2025

Address

Sherpur

Telephone

+8801634264447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Concept posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Concept:

Share

Category