30/07/2025
... ভাই আমার লাইফে কেউই বন্ধু ছিলো না!
যারা ছিলো, তারা ছিলো – পথ চলার পাশের সিটের প্যাসেঞ্জার।
আর আমি? আমি তো সেই লোকাল ট্রেন...
জীবন নামক প্ল্যাটফর্মে থামে থামে সবাই নামে, শুধু আমি থামি না…
কেউ নামে মগবাজারে, কেউ নামে মিরপুরে –
আর আমি এখনো জীবনের কামিল কুন্তল স্টেশনের অপেক্ষায়…"
---
"
জীবনে মানুষ আসে, হাই দেয় – আর পরে Airplane mode মেরে উড়ে যায়!
কেউ গিফট দেয় Friendship Day-তে,
আর পিছনে দিয়ে আমার গার্লফ্রেন্ডের ছবিতে লাভ রিয়্যাক্ট দেয়! 😒"
---
"একসময় ভাবতাম – বন্ধুরা মানেই ভাইয়ের মতো…
পরে দেখলাম, ভাইয়ের নামেও Facebook ID খুলা আছে ৩ টা!
একটা রিয়েল, একটা ক্রাশ ফলো করার জন্য, আরেকটা শুধু মেম্বার অফ দ্য ইনবক্স বোঝানোর জন্য!"
---
"বন্ধুদের জন্য আমি একসময় সব দিতাম –
নিজে জিরো Kelvin তাপমাত্রায় কাঁপতাম, তাও ওদের Sunlight হইতে দিতাম।
শেষে দেখি, আমি Fusion reactor – ওরা শুধু আমার energy নিয়া Battery হয়ে চলতেছে!" ⚛️🔋
---
"এখন আর কাউরে বন্ধুই বলি না…
বন্ধুত্ব হইলো সেই Chemical Reaction –
যেইটা শুরু হয় হাই দিয়ে, আর শেষ হয় টাইমলাইনে ব্লক খেয়ে!
কিছু Bond থাকে Temporary,
Hydrogen bond এর মতো দুর্বল –
জোরে কথা বললেই Break! 🙃"
---
"জীবনটা আসলে একটা দূরপাল্লার ট্রেন –
আমার পাশের সিটে যতজন ছিলো,
সবার একদিন স্টেশন এসে গেছে...
কেউ নামে প্রেমের স্টেশনে, কেউ নামে টাকার থামায়,
আর আমি? আমি তো এখনো Reality Check Junction এ দাঁড়ায়া আছি!" 🚂💥
---
"যাবার আগে একটা কথা বলি ভাই…
বন্ধু না থাকলেই ভালো!
কারণ নিউটনের তৃতীয় সূত্র বলে – প্রতিটি বন্ধুত্বে একটারে ধাক্কা দিলে, সে তোরে ডাবল ধাক্কা দিয়া ব্যালান্স করে!
তোর বালেন্স যাইবো, মাথাও যাইবো, আর FB টাইমলাইনটা বন্ধু তরাই সেরা
"Friendship Day