Masud Rana Official site MRM

Masud Rana Official site MRM B.Sc in Computer Science and Engineering,
Studies at Green University of Bangladesh.

প্রশ্ন (২৪/৬৪) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা অথবা সেখানে অংশগ্রহণ করা জায়েয হবে কি?উত্তর : অমুসলিমদে...
02/10/2024

প্রশ্ন (২৪/৬৪) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা অথবা সেখানে অংশগ্রহণ করা জায়েয হবে কি?
উত্তর : অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও তাতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য নিষিদ্ধ। এর মাধ্যমে তাদের বাতিল ধর্মবিশ্বাসকে সমর্থন করা হয়, যা হারাম। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন তালাশ করে, তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না এবং এমন ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’ (আলে ইমরান ৩/৮৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি (কিয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে’ (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)। তিনি বলেন, যে আমাদের ব্যতীত অন্যদের রীতি- নীতির অনুসরণ করে, সে আমাদের দলভুক্ত নয় (তিরমিযী হা/২৬৯৫, মিশকাত হা/৪৬৪৯)। তিনি আরো বলেন, শীঘ্রই আমার উম্মতের কিছু দল মূর্তিপূজা করবে এবং মুশরিকদের সাথে মিশে যাবে (ইবনু মাজাহ হা/৩৯৫২, আবুদাঊদ হা/৪২৫২; মিশকাত হা/৫৪০৬)। ওছায়মীন (রহঃ) বলেন, কাফেরদের বিভিন্ন উৎসব উপলক্ষে উপহার বিনিময়, মিষ্টান্ন বিতরণ, রকমারি খাদ্য তৈরী করা, কাজ বন্ধ রাখা ইত্যাদির মাধ্যমে তাদের সাদৃশ্য অবলম্বন করা মুসলমানদের জন্য হারাম (মাজমূ‘ ফাতাওয়া ৩/৪৬)।
সূত্রঃ মাসিক আত-তাহরীক, জুলাই-২০১৩

17/06/2024

সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

16/06/2024
Gaza Before vs Gaza After                                                    ❤️
14/06/2024

Gaza Before vs Gaza After








❤️

আর মাত্র ২ দিন বাকিআগামী শুক্রবার মাগরিবের পূর্বেই চুল ও নখ কেটে নিন!⚔️ যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী সম্পন্ন ...
04/06/2024

আর মাত্র ২ দিন বাকি
আগামী শুক্রবার মাগরিবের পূর্বেই চুল ও নখ কেটে নিন!
⚔️ যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হ’তে বিরত থাকুন।
🔰🖋️প্রফেসর ড.মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼️হযরত উম্মে সালামাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার এরাদা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হ’তে বিরত থাকে’। কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর খালেছ নিয়তে এটা করলে ‘আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানী’ হিসাবে গৃহীত হবে।
◼️মুসলিম, মিশকাত হা/১৪৫৯
◼️আহমাদ হা/৬৫৭৫
🔰❓ প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর বাণী ‘তুমি (কুরবানীর দিনে) তোমার চুল ও নখ কাটবে, তোমার গোঁফ খাট করবে এবং নাভীর নীচের লোম ছাফ করবে। এটাই তোমার জন্য আল্লাহর নিকট পূর্ণ কুরবানী হিসাবে গৃহীত হবে’।
অত্র হাদীছটির ব্যাপারে শু‘আইব আরনাউত্ব সনদ হাসান এবং আলবানী সনদ যঈফ বলেছেন। উপরোক্ত মতামতগুলির মধ্যে কোনটি অগ্রাধিকারযোগ্য হিসাবে বিবেচিত হবে।

যেমন প্রশ্ন তেমনই উত্তর?হারাম সব জায়গায় হারাম হবেই! হারাম কখনো হালাল হবে না।
03/05/2024

যেমন প্রশ্ন তেমনই উত্তর?
হারাম সব জায়গায় হারাম হবেই! হারাম কখনো হালাল হবে না।

02/05/2024

আলহামদুলিল্লাহ অবশেষে পূর্বাচল , রুপগঞ্জে আল্লাহ রহমতে বৃষ্টি দিয়েছেন ।
🌧️🌧️🌧️

02/05/2024

অতীত দিয়ে কখোনই মানুষকে বিচার করতে নেই
মানুষ প্রতিনিয়তই শিখে বদলায়
এবং এগিয়ে যায়😐

28/04/2024

মৃত‍্যুর পর মানুষের নয়টি আফসোস!!১ ''হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"-(সূরা -নাবা:৪০)২ "হায়! যদি পরকালের জন‍্য কিছু করতাম।"-...
28/04/2024

মৃত‍্যুর পর মানুষের নয়টি আফসোস!!
১ ''হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
-(সূরা -নাবা:৪০)
২ "হায়! যদি পরকালের জন‍্য কিছু করতাম।"
-(সূরা - ফজর:২৪)
৩ "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"
-(সূরা-আল হাক্কাহ:২৫)
৪ "হায়! আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম।"
-(সূরা - ফুরকান :২৮)
৫ "হায়! আমি যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করতাম"।
-(সূরা-আহযাব :৬৬)
৬ "হায়! আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম"।
-(সূরা- ফুরকান:২৭)
৭ "হায়! আমি যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা অর্জন করতাম"।
-(সূরা-আন নিসা:৭৩)
৮ "হায়! আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম"।
-(সূরা-কাহাফ:৪২)
৯ "হায়! এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হতো। আমরা আমাদের প্রভুকে মিথ‍্যা প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ঈমানদারের শামিল"।
-(সূরা-আনআম:২৭)
আল্লাহ সুবনাহু'ওয়া তা'য়ালা, আমাদের দুনিয়াতে কুরআন সুন্নাহর অনুসারী হয়ে জীবন যাপনের তাওফিক দান করুন, বন্ধু নির্বাচনে সাহায্য করুন, আ-মীন।

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
27/04/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।
১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।
আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

Address

Sherpur Sadar
Sherpur
2100

Telephone

+8801793403439

Website

https://www.facebook.com/1masudrana90687

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana Official site MRM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rana Official site MRM:

Share