Mohaiminul Islam Azhari

Mohaiminul Islam Azhari Hi,This is Mohaiminul Islam, I'm a student of Al Azhar University,Cairo,Egypt
(1)

08/05/2025

"এমন সম্মানিত নারীরাই আমাদের উম্মাহর গর্ব ও সম্পদ। মানবাধিকার ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও তাঁদের অবদান প্রশংসার দাবিদার।

বর্তমান সমাজে কিছু গোষ্ঠী নারীর স্বাধীনতার নামে এমন কিছু আদর্শ প্রচার করছে, যা আমাদের পারিবারিক ও সামাজিক কাঠামোকে ভাঙনের মুখে ফেলতে পারে। নারীবাদ নামধারী কিছু চরমপন্থী ভাবধারা নারীদের প্রকৃত সম্মান না দিয়ে, তাদেরকে ভোগ্যপণ্যে পরিণত করতে চাচ্ছে—যা আমাদের সংস্কৃতি, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী।

আমরা চাই, আমাদের নারীরা যেন মর্যাদা, সম্মান ও নিরাপত্তার সঙ্গে সমাজে তাঁদের ভূমিকা পালন করতে পারেন—ইসলামী আদর্শ ও মানবিক মূল্যবোধের আলোকে।"

বাংলাদেশ থেকে মিশর আসার পথে এক হৃদয়ছোঁয়া সাক্ষাৎ।বাংলাদেশ এয়ারপোর্টে হঠাৎ দেখা হয়ে গেল মানিকগঞ্জের পীর সাহেব, হযরত মাওলা...
08/05/2025

বাংলাদেশ থেকে মিশর আসার পথে এক হৃদয়ছোঁয়া সাক্ষাৎ।

বাংলাদেশ এয়ারপোর্টে হঠাৎ দেখা হয়ে গেল মানিকগঞ্জের পীর সাহেব, হযরত মাওলানা ড. মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী হাফিযাহুল্লাহর সঙ্গে।সৌভাগ্য হলো,বাংলাদেশ থেকে বাহরাইন এয়ারপোর্ট পর্যন্ত দীর্ঘ সময় সঙ্গে কাটানোর। এই সময়টুকুতে তাঁর গভীর চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও আলেমদের প্রতি অগাধ সম্মানবোধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

উনি খুবই বিনয়ের সাথে উনার বিষয়ে চালানো বিভিন্ন অপপ্রচার নিয়ে দুঃখ প্রকাশ করলেন।উনার কথা-বার্তায় যেমন গভীরতা ছিল, তেমনি ছিল মনের ঔদার্য। আমাদের মধ্যকার মতপার্থক্যগুলোকে তিনি একেবারে সৌহার্দ্যের সাথে গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে আসার কথা বললেন, যা সত্যিই প্রশংসনীয়।

আল্লাহ তাআলা যেন সামান্য এখতেলাফগুলো এখতেলাফের জায়গায় রেখেই আমাদের সবাইকে এক ছায়ার নিচে বসার তাওফিক দান করেন। আমিন।

ভর্তি শুরু হয়েছে-আজই ভর্তি নিশ্চিত করুন!আরবি ভাষা অনুরাগী ও আল-আযহার, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুকদের জন্য সুবর্ণ সু...
10/02/2025

ভর্তি শুরু হয়েছে-আজই ভর্তি নিশ্চিত করুন!

আরবি ভাষা অনুরাগী ও আল-আযহার, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুকদের জন্য সুবর্ণ সুযোগ!

কোর্সের বৈশিষ্ট্য:

✅ অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে সাবলীল আরবি ভাষা প্রশিক্ষণ
✅ আরবদের প্রকৃত উচ্চারণ ও ব্যবহারের অনুসরণে ক্লাস পরিচালনা
✅ আল-আযহার ও মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাষা কোর্সের অনুকরণে পাঠদান
✅আরব বিশ্বের শায়েখদের সাথে বিশেষ অনলাইন সেমিনার
✅ দৈনিক ৬ ঘণ্টা মূল ক্লাস ও ৬ ঘণ্টা অনুশীলন ক্লাস
✅ কোর্স শেষে সনদ প্রদান

📌 বিশেষ সুবিধা:
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা।

📞 সার্বিক তত্বাবধানে:
জাফর আহমদ
01911900085

🌍 স্থান:মাদরাসাতুল আতফাল আল ইসলামিয়া-উত্তর নবীনগর,শেরপুর টাউন,শেরপুর।

📢 অত্যন্ত সীমিত আসন –আজই ভর্তি নিশ্চিত করুন!

26/01/2025

উত্তর লংগরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে আমার আলোচনার শুরুর অংশ।

26/01/2025

মহব্বতের ভাই মাওলানা মুহাম্মদ রহমতুল্লাহ নূরী (হাফিজাহুল্লাহ) তরুণ আলোচকদের মধ্যে একজন অনন্য প্রতিভাবান বক্তা। তাঁর চমৎকার আলোচনা ও হৃদয়গ্রাহী উপস্থাপনা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

আল্লাহ তায়ালা ভাইকে দ্বীনের খেদমতে কবুল করুন এবং আরও বরকত দান করুন।

22/01/2025

Al Insaan Foundation Bangladesh❤️

07/01/2025

শব্দে শব্দে নবীপ্রেমের কী আকুতি! কণ্ঠে কী দরদ!!
অনুভব নিয়ে শুনুন, হৃদয় ভরে উঠবে;
চোখের কোনা ভিজে উঠবে ভালোবাসার আবেগে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💚

প্রিয় নবীর প্রতি ভালোবাসা ও দরদের এই চিরন্তন আহ্বান আমাদের অন্তরে আরো নিবিড় করে নবীপ্রেমের শিখা জ্বালিয়ে তোলে। আসুন, নবীজির সুন্নাহ মেনে জীবনকে সাজাই।

04/01/2025

মিশরে আসার পর অনেক ভাই প্রোগ্রামের জন্য যোগাযোগ করেছিলেন।দেশে যাচ্ছি খুব শীগ্রই দেখা হবে দাওয়াতের ময়দানে ইনশাআল্লাহ।

প্রোগ্রামের জন্য এই নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
+8801715952588

17/12/2024

মাদরাসায় যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে,আলেম সমাজ মুখ খোলেন না এবং উপযুক্ত পদক্ষেপও নেন না কারণ আলেম সমাজ এবং মাদরাসার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাবে,প্রতিষ্ঠানের ক্ষতি হবে!

কোনো ইমাম অন্যায় করলে গোপনে মিমাংসা করে বিদায় করা হয় কারণ মানুষ জানলে আলেমদের প্রতি আস্থা কমে যাবে ইসলাম বিদ্বেষীরা সুযোগ পাবে!

নিজেদের আস্থা টিকিয়ে রাখতে,এমন সব জঘন্য অন্যায় ধামাচাপা দিতে থাকলে,আল্লাহর গজব আসতে বেশী দেরি হবে না!

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohaiminul Islam Azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share