18/11/2023
#অনলাইন_থেকে_গল্প_শুরু 📱💬
#লেখিক আরমান
#পর্বঃ৭
রেসানে অফিসে বসে কাজ করছে হঠাৎ রেসানের মোবাইলে কল আসে রেসান কল রিসিভ করে ওর মামা ওকে অফিসের নিচে আসতে বলে। রেসান কাজ রেখে নিচে গিয়ে দেখে ওর মামা দাড়িয়ে আছে।
রেসান বলে, ..আসসালামু আলায়কুম মামা, কেমন আছো?
রেসানর মামা বলেন, ..আলহামদুলিল্লাহ ভালো, এই দেখ এটা কি?
রেসাল খেয়াল করে ওর মামা একটা কালো কালার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে।
রেসান বলে, ..ও মামা তুমি নতুন বাইক কিনেছো? ভালোই চালাও।
রেসানের মামা বলেন, ..আরে ধুর বোকা এটা তোর জন্য, তুই আমাকে অনেক আগে বলেছিলি না একটা বাইক কিনে দিতে, কয় দিন ধরে ভাবছিলাম তোকে কিছু গিফট করবো তখনি বাইকের কথা মনে পরে।
রেসান খুশি হয়ে বলে, ..কিহ! মামা এটা আমার জন্য এনেছো?
রেসানের মামা বলেন, ..হ্যা এটা তোর।
রেসানের মামা বাইকের চাবি দিতেই রেসান উঠে চালাতে নেয়।
রেসানের মামা বলেন, ..তুমি চালাতে পারো তো আগে লাইসেন্সে বানিয়ে নিও তারপর চালিও ।
রেসান বলে, ..মামা ভাইদের বাইক কত চালিয়েছি লাইসেন্স তো কয় দিনের ব্যাপার হয়ে যাবে।
রেসান ওর মামাকে অফিস কেন্টিনে নিয়ে খেতে বসে পরে উনি খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে যান।
রাতে প্রিয়া খেয়ে ওয়াশরুমে যায় এর মধ্যে মোবাইল বাজতে থাকে। প্রিয়ার দাদী ঘরে এসে দেখে প্রিয়ার মোবাইল বাজছে কতক্ষণ প্রিয়াকে ডেকে উনি নিজেই কল রিসিভ করেন, ..হ্যালো! কে?
রেসান কন্ঠ শুনে আন্দাজ করে এটা প্রিয়ার দাদী হবে প্রথমে ভাবে রেখে দিবে তারপরে ভাবে যদি ওর দাদীর কাছে ভালো হতে পারে তাহলে ওর দাদী সারাক্ষণ ওর গুনগান করবে।
রেসান বলে, ..হ্যালো আসসালামু আলায়কুম।
প্রিয়ার দাদী বলেন, ..কে বলতাছো তুমি?
রেসান বলে, ..আমি রেসান বলছি।
প্রিয়ার দাদী বলেন, ..কিহ! স্নান এটা আবার কি?
রেসান বলে, ..স্নান না রেসান।
প্রিয়ার দাদী বলেন, ..তোমার কি নাম নাই কখন থাইকা স্নান স্নান করতাছো। এই নাম্বারে কেনো ফোন দিছো?
রেসান বলে, ..আমি রেসান প্রিয়া বন্ধু বলতেছি।
প্রিয়ার দাদী বলেন, ..তুমি প্রিয়ার যাই হও এত রাত করে ফোন দিছো কেনো? ফোন রাখো দিনের বেলা ফোন দিবা। এখন তো শীত পরছে ভালো কইরা খেতা, কম্বল বা লেপ যেটা আছে ভালো কইরা দিয়া ঘুমাও।
এই বলে প্রিয়ার দাদী ফোন কেটে দেন।
প্রিয়া ওয়াশরুম থেকে আসতেই প্রিয়ার দাদী প্রিয়াকে কাছে ডাকে। প্রিয়া কাছে যেতেই প্রিয়ার দাদী বলেন, ..আমার ছোট ব্যাগটা ওই আলমারি উপরে রাখছি ওইডা নিয়া আয়।
প্রিয়া ব্যাগ নিয়ে আসতেই প্রিয়ার দাদী একটা প্যাকেট বের করে প্রিয়াকে দেয়।
প্রিয়া প্যাকেট দেখতে দেখতে বলে, ..এটা কি?
প্রিয়ার দাদী বলেন, ..আগে খুলবি তো।
প্রিয়া প্যাকেট খুলে দেখে চুড়ি।
প্রিয়া একটা হাসি দিয়ে বলে, ..ওয়াও দাদী অনেক সুন্দর, আমার চুড়ি অনেক ভালো লাগে।
প্রিয়ার দাদী বলেন, ..পছন্দ হয়েছে তোর?
প্রিয়া বলে, ..অনেক পছন্দ হয়েছে।
প্রিয়া চুড়ি গুলো হাতে পরে দেখছিলো।
প্রিয়ার দাদী বলেন, ..এই স্নানটা কে রে?
প্রিয়া বলে, ..কে স্নান?
প্রিয়ার দাদী বলেন, ..এখন যে তোর মোবাইলে ফোন করছিলো তোর বন্ধু না কি।
প্রিয়া চুপ করে তাকিয়ে রইলো।
প্রিয়ার দাদী বলেন, ..ছেলের কন্ঠটা খুব সুন্দর কিন্তু তোর এখনো বয়স হয় নাই এসব করার।
প্রিয়া বলে, ..দাদী আমি কি সব করলাম আবার?
প্রিয়ার দাদী বলেন, ..হ তুই বলতে পারিস তুই বড় হয়ে গেছো মাত্র সেভেনে পড়স বড় হ তারপর প্রেম করিস এখন না।
প্রিয়া বলে, ..দাদী আমি এবার এইচএসসি দিলাম।
প্রিয়ার দাদী শুতে শুতে বলেন, ..ওই হইলো বড় হ আগে। ঘুমা রাত হয়েছে।
প্রিয়া ভাবলো এভাবে আর রাতে কথা বলা যাবে না তাই প্রিয়া তাড়াহুড়া করে একটা আইডি খুলে ফেলে নাম "PR Piya Rohman"
সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রেসানকে কিন্তু রেসান তো একসেপ্ট করছে না।
প্রায় ২টার দিকে রেসানের চোখে পরে, কাল বন্ধের দিন বলে রেসান এখনো জেগে আছে। রেসান ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে সাথে সাথে মেসেজ দেয়, Piya...!!
প্রিয়া ও এতক্ষণ নতুন আইডি নিয়ে বসে ছিলো, রেসানের মেসেজ পেয়ে রিপ্লাই দেয়, "হুম আছি।"
রেসান বলে, "এই গাধী তুমি তোমার রিয়েল নাম দিয়ে আইডি খুলেছো কেনো? যদি তোমার আপু দেখে ফেলে?"
প্রিয়া বলে, "দেখবে না এবার আর ধরা খাওয়া চান্স নেই, এই নামের দুনিয়াতে আর কত কারো আছে।"
রেসান বলে, "হুম কচু তোমার মোবাইল তো সবার হাতে যায়।"
প্রিয়া বলে, "আমি বলাম তো এবার আর কিছু হবে না। "
রেসান বলে, "চলো না আমরা দেখা করি, অনেক দেখতে ইচ্ছে করছে তোমাকে ।"
প্রিয়া বলে, "এটা কোন ভাবে সম্ভব না আমি কখনো ঢাকার বাহিরে কোথাও যাই নেই তাই চিনিও না,আপনি চাইলে ভিডিও কলে কথা বলতে পারি । "
রেসান বলে,"না না আমার ভিডিও কলে কথা বলতে ভালো লাগে না, আমি না হয় আসবো তোমার সাথে দেখা করতে।"
প্রিয়া বলে, "সেটা পরে ভেবে বলবো, এখন কি করছেন?"
রেসান বলে, "এই তো শুয়ে শুয়ে একটা মেয়ের সাথে কথা বলছি। "
প্রিয়া বলে, "ঠিকাছে আপনি কথা বলেন আমি ঘুমাতে যাই। "
রেসান সাথে সাথে মেসেজ করে, "এই কই যাচ্ছো! আমি যেই মেয়েটার সাথে কথা বলছি এটা তো তুমি, তুমি চলে গেলে কার সাথে কথা বলবো। "
প্রিয়া মেসেজ দেখে হাসলো।
রেসান আবার মেসেজ করে, "কি ব্যাপার আমি অন্য কারো সাথে কথা বলছি বলে তুমি জেলেস হচ্ছে ? "
প্রিয়া বলে, "মটেই না আমি তো এমনেই বলছিলাম, আসলে আপনারা ছেলেরা কি যে মনে করেন আমি বুঝি না । "
রেসান চুপ করে রইলো কি লিখবে ভাবছে। এর মধ্যে প্রিয়ার মেসেজ, "আমি ঘুমাবো রাত অনেক হয়েছে বাই। "
রেসান আর মেসেজ দিতে পারলো না এর আগে প্রিয়া অফ লাইন হয়ে যায়।
(চলবে)...