Md Kanon Ahmed

Md Kanon Ahmed Assalamualaikum
সবাই পেজে লাইক, ফলো করে আমাকে সাপোর্ট করবেন। 🖤🖤🥀🥀

অনেক দিন পর সবাই  কেমন
02/02/2025

অনেক দিন পর সবাই কেমন

18/12/2024
22/01/2024
30/09/2023

অনেক দিন হলো পোস্ট করা হয়না।

 #পাসপোর্ট ইসুআসুন ঘুষ কে না বলি।   বর্ত্মানে ই-পাসপোর্ট করা একদম সহজ এবং ১০ বছর মেয়াদে পাওয়া যাচ্ছে।  নির্দেশনা https:/...
18/07/2023

#পাসপোর্ট ইসু
আসুন ঘুষ কে না বলি।
বর্ত্মানে ই-পাসপোর্ট করা একদম সহজ এবং ১০ বছর মেয়াদে পাওয়া যাচ্ছে। নির্দেশনা https://www.epassport.gov.bd/
১)আজকে কিছু অসাধু চাকুরিজীবি আর ঘুষখোর দালালদের জন্যে মানুষ বিরম্বনায় পড়তে হচ্ছে আমরা চাই এটার থেকে পরিত্রাণ চাই।
২) #ঘুষদেয়ানেয়া এখানে আমরা শুধু তাদের উপর দায় চাপিয়ে দিলেই শেষ নয়, আমরা কিছু হতে না হতেই নিজের কাজটা আগে করার জন্যে ঘুশ দিয়ে দেয় কিন্তু কেন? নিজের কাজটা নিজে করতে শিখুন একটু দেরি হলেও নিজের কাজ নিজে করুন নিজের বিতরে একটা শান্তি পাবেন।

৩) #পুলিশ বেরিফিকেশনঃ আপনাদের বাবা মামা কি শিক্ষা নিয়ে আপনাদের পড়াশুনা শিখিয়ে চাকুরিতে দিয়েছে...!? যাদের টাকায় আপনাদের সেলারি আসে বউ, পরিবার চলে তাদের একটা পাসপোর্ট ভেরিফাই করার জন্যে কেন আপনাকে ৫০০/১০০০টাকা নিতে হবে....? আজকে আপনাদের মত পুলিশদের জন্যে রেমিট্যান্স এর বেহাল দশা....!!

৪)প্রবাসে মানুষ পাসপোর্ট করতে যায় এম্বাসিতে। এম্বাসিতে কিছু চাকরি জীবি যারা রয়েছেন উনাদের উচিৎ বাংলার রেমিট্যান্স যুদ্ধাদের সাথে ভাল আচারন করা আজকে কিছু খারাপ আচারনের জন্যে সবাই কিন্তু এর দ্বায় নিতে হচ্ছে, মানুষ ভুল বুজে ক্ষিপ্ত হয়ে হুন্ডি চ্যানেলে টাকা পাটাচ্ছে। আপনাদের একটু বুজা উচিত আপনাদের সেলারি কোথা হতে আসে....!?

৫) #জন্মনিবন্ধন #আইডি কার্ড সমস্যাঃ সমস্যার জন্যে তাদের অফিস থেকে তাড়িয়ে দিয়ে আবার পিছনের ধরজা দিয়ে জিম্মি করে এই অবুজ মানুষ গুলা থেকে কেন আপনারা ঘুষ নিচ্ছেন। ঘুষ চাড়া কি আপনাদের পেট চলার মত পারিশ্রমিক সরকার আপনাদের দেয়না???
৬)আপনারা যাদের কিছু অল্প ভুল আর সমস্যার জন্যে ফিরিয়ে দিচ্ছেন হবেনা হবেনা বলে, আল্ট্রা চ্যানেলের মাধ্যমে ঘুষ নিয়ে তারপর কিভাবে কাজ করে দিচ্ছেন আপনারা।
৭) আপনারা যারা মিশনে(এম্বাসিতে) কাজ করেন তাদের ডাবল সেলারি সহ অন্যান্য সুজুগ সুধিধা দেয়া হয় তারপরেও কেন আপনাদের এই বাংলার সোনার ছেলেদের সাথে খারাপ ব্যাবহার করতে হবে....??

৮) #উদ্যোগ আমাদের নিজেদের কাজ নিজেদের করতে নিজের ভিতর থেকে উদ্যোগ নিতে হবে। শিখতে হবে জানতে হবে, আর শিখতে জানতে হলে একটু দৌড়াতেও হবে তাহলেই আপনি রাস্থা চিনবেন আর পরবর্তিতে আপনার নিজের কাজ নিজে নিরদ্বিধায় করতে পারবেন। একটু কিছু হলেই ঘুষ কেন অফার করবেন, ঘুশকোর যেমন অপরাধী তেমনি সমান অনুপাতে অপরাধী যে ঘুষ দেয়।

ইরাক বাসীর জন্য  একটি ঘোষণা...
18/07/2023

ইরাক বাসীর জন্য একটি ঘোষণা...

18/07/2023

সিঙ্গাপুর যেতে যান? জানুন সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা, কি কি ভিসা পাওয়া যায়, বেতন কত, কিভাবে আবেদন করবেন ও অনুমোদিত এজেন্টের তালিকা সহ বিস্তারিত তথ্য।

বাংলাদেশর সুন্দর 🖤🖤🥀
18/07/2023

বাংলাদেশর সুন্দর 🖤🖤🥀

মালয়েশিয়া-সিঙ্গাপুর দ্বিতীয় সংযোগ সেতু (মালয়: লালুণ কেদুয়া মালয়েশিয়া-সিঙ্গাপুর, চীনা,মালয়েশিয়ার জোহরের সঙ্গে সি...
17/07/2023

মালয়েশিয়া-সিঙ্গাপুর দ্বিতীয় সংযোগ সেতু (মালয়: লালুণ কেদুয়া মালয়েশিয়া-সিঙ্গাপুর, চীনা,মালয়েশিয়ার জোহরের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী একটি সেতু। সিঙ্গাপুরে, এটি আনুষ্ঠানিকভাবে তুয়স দ্বিতীয় লিঙ্ক হিসাবে পরিচিত হয়। জোহর-সিঙ্গাপুর কসওয়েতে যানজট কমাতে এই সেতুটি নির্মিত হয়েছিল এবং ২ জানুয়ারি ১৯৯৮ সালে যানবাহন চলাচল শুরু করে।[১] এটি আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের তৎকালীন প্রধানমন্ত্রী গওহ চোক টং এর সাথে তার সমকক্ষ রাষ্ট্রপতি ডঃ মাহাথির মোহাম্মদ, যিনি তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ব্রিজ তানজুন কুপ্যাং, জোহর থেকে সিঙ্গাপুরের তুয়াতে জালান আহমদ ইব্রাহিমের কাম্পং লাদংকে দ্বৈত তিনটি লেন ক্যারিয়ারের সাথে যুক্ত করে। জলের উপর সেতুর মোট দৈর্ঘ্য ১,৯২০ মিটার (৬,৩০০ ফুট)।

Md Kanon Ahmed
#সিঙ্গাপুর #মালয়েশিয়া

16/07/2023

সবাই কেমন আছেন৷ আজকে রবিবার আমার ছুটির দিন৷ এই দিনে আমি একটু বাহিরে ঘুরতে যায়।🖤🥀

16/07/2023

Welcome to my page Md Kanon Ahmed

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Kanon Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Kanon Ahmed:

Share