MI Hasan official

MI Hasan official আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহু
(***ভালো থাকবেন ভালো রাখবেন***)
💕❤️💕
(1)

জিরো রিটার্ন’ নামে বিধান নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম...
10/08/2025

জিরো রিটার্ন’ নামে বিধান নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তা ভুয়া। এমন ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।

একই সঙ্গে আয়কর রিটার্নে তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে এনবিআর।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সব পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

এতে আরো বলা হয়েছে, করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।
Mi Hasan
সংগৃহীত জাতীয় পত্রিকা

মানুষের জীবনে সবচেয়ে বড়ো একটা ক্ষতি কী, জানেন?জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবা...
26/07/2025

মানুষের জীবনে সবচেয়ে বড়ো একটা ক্ষতি কী, জানেন?
জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন।তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো ক্ষতি কোনটা, জানেন?
জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে- মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।
যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে- আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো, সে আপনাকে এখন আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসে এমন কাউকে হারিয়েছেন
, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসতো, এমন কাউকে হারিয়েছেন
, এই আফসোসে আপনি একদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর কোনও ব্যথা ছাড়াই জ্বালাপোড়া করবে। পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন।কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জনও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতে দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো মানুষের জীবনে সবচেয়ে বড়ো একটা লস কী, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে- মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত। যেদিন বুঝবেন,আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে- আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত,সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি একদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে. (এম আই হাসান).

21/07/2025
কে কে জিব্বা দিয়ে এমন চেক করছেন
21/07/2025

কে কে জিব্বা দিয়ে এমন চেক করছেন

19/07/2025

একদিন আপনি আমিও হবো লাশ

18/07/2025

জুলাই মাস উপলক্ষে ফ্রি ১জীবি
গ্রামীণফোন: *121*1807 # রবি: *4*1807 # বাংলালিংক: *121*1807 # টেলিটক: *111*1807 #
#ফ্রি #ফ্রি #অফার #১জীবি
#গ্রামীণফোন #বাংলালিংক #রবি #টেলিটক

Big shout out to my newest top fans! 💎 MD Abu SayedDrop a comment to welcome them to our community,
15/07/2025

Big shout out to my newest top fans! 💎 MD Abu Sayed

Drop a comment to welcome them to our community,

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MI Hasan official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category