Mi2's Wishes

Mi2's Wishes সুখ কিংবা দুঃখ জীবনেরই অংশ৷ সুখের সময় স্রষ্টাকে ভোলা অথবা দুঃখের সময় হতাশা; দুটোই পাপ। Confused One

26/09/2025

আমি চেষ্টা করবো বাচ্চাদের কখনো মিথ্যে না বলার 🙂
তাদের শেখাবো, "টাকা সকল সূখের মূল নয়। কিন্তু ৯৯সুখের মূল টাকা। ১টার জন্য ৯৯টা সেক্রিফাইস করার মানে হয় না।" 😑😁

 #রান্না_০৯ছোটোবেলা পার্টটাইম টুকাই ছিলাম 🙂যেই বাড়িতে(মজিবরের বাড়ি) ভাড়া থাকতাম ওই বাড়িটা অনেক বড়ো ছিলো 🙂🙂 ওই বাড়িতে চিপ...
25/09/2025

#রান্না_০৯

ছোটোবেলা পার্টটাইম টুকাই ছিলাম 🙂

যেই বাড়িতে(মজিবরের বাড়ি) ভাড়া থাকতাম ওই বাড়িটা অনেক বড়ো ছিলো 🙂🙂

ওই বাড়িতে চিপায়চাপায় প্রচুর লোহা পইড়া থাকতো 🙂

লোহা দিয়া ভাঙ্গারি দাদার থেকে কটকটি কিনে খেতাম 🙂🙃

আর বোতলগুলো ব্যাগে জমাইয়া রাখতাম 🙂🙂 ওগুলো দিয়েও কটকটি খাইতাম 🙂

ওহ আরেকটা সাইকেল আংকেল থাকতো। ওই সাইকেল আংকেলের জন্য আবার চুল টুকাইতাম 🙂

৩০+ ঘর ছিলো। সুতরাং পুরা বাড়ি চক্কর দিয়ে যেই চুল পাইতাম তাতে ১টা বা ২টা বেলুন পাওয়া যাইতো 🙂🙂🙂 বলতে ভুলে গেছি অনেক সময় এতো বেশি চুল পাইতাম যে খেলনাও কিনতে পারতাম 🙂🤝

আবার খেলনা কেনার জন্য আম্মুর থেকে টাকাও নিতাম । যা বুঝলাম ছোটো থেকেই আমি বাটপার ছিলাম 🙂

ধন্যবাদ 🤝🤝??🤝

#স্মৃতিচারণ(শৈশব)
#আমার_কথা।

হাইরা গেছি 😒😒😒🔪🔪🔪নতুন নতুন শিখছি দেইখা 🙂
24/09/2025

হাইরা গেছি 😒😒😒🔪🔪🔪

নতুন নতুন শিখছি দেইখা 🙂

23/09/2025

বাঙ্গি হালা
চেইতা গেলে উল্টাপাল্টা এক্সপ্রেশন দিব। ১৪টা দাঁত বের করবে হাসবে। দেখাদেখি আমিও হাইসা দিব।

তখন বলবে, "রাগ করলে ভালো মতো রাগ করো আবার হাসো ক্যান?"

Hypocrite 😠😠🔪🔪

এই আফসোসগুলো যেন বউয়ের না থাকে সেজন্য In laws দের উচির হবু পুত্রবধুকে সাথে নিয়ে শপিং করা এবং তার ইচ্ছে/পছন্দ অনুযায়ী কেন...
23/09/2025

এই আফসোসগুলো যেন বউয়ের না থাকে সেজন্য In laws দের উচির হবু পুত্রবধুকে সাথে নিয়ে শপিং করা এবং তার ইচ্ছে/পছন্দ অনুযায়ী কেনাকাটা করা (আরও ভালো হয় যদি পাত্র নিজে শপিং করতে নিয়ে যায়)। এবং তার ইচ্ছে অনুযায়ী তাকে সাজতে দেয়া।

নিজের একটা বিশেষ দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। আর এই দিনকে ঘিরে এমন আফসোস থেকে যাবে ভাবতেই তো মন খারাপ হয়ে যায়!
মেয়েরা বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড থাকে তার চেয়ে বেশি এক্সাইটেড থাকে বউ সাজা নিয়ে।

[Note: সামর্থ্য অনুযায়ী বাজেট পুত্রবধুকে/হবু বউকে আগেই জানিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না।]

23/09/2025

Silence hurts less than being ignored 💚💞🤍

22/09/2025

নিজের বউ বা প্রেমিকারে হানিয়া আমিরের মত সুন্দর চকচকে টানটান স্কিনে দেখতে চাইলে স্কিন কেয়ারের প্রডাক্ট কিনে দেন। সবাই এমন টানটান স্কিন নিয়ে জন্মায় না, যত্ন নেয়। যত্ন নিতে গিয়ে স্কিনের পিছনে লাখ লাখ টাকা খরচ করে। তারপর যখন আপনে এদের দেখেন তখন বলেন ইশশ মেয়েটা কত সুন্দর।

এই আফসুস বাদ দিয়ে বিয়ের পর বউরে এমন সুন্দর বানাইয়েন। শুধু পানি খাইলেই স্কিন গ্লো করবেনা। রাস্তার পাশে হুদাই স্কিন কেয়ারের প্রডাক্ট নিয়ে সুপার ড্রাগ, বুটস এসব শপ খুলে বসেনি। থাকি সাদাদের দেশে তাও দুই মিনিট পর পর একেকটা স্কীন কেয়ার প্রডাক্টের শপ। কারণ স্কিনের রঙ সৌন্দর্য বাড়ায় না, বাড়ায় হেলদি স্কিন। কিছু মানুষ তো এক ডিগ্রি সরেস স্কিনে কিছু দিলেই ভাবে মেকাপ করতেছে। এদের বুঝানো যাবেনা যে মেকাপ আর স্কিন কেয়ার টোটালি আলাদা জিনিস।

©ইয়ামেতে কুদাসাই

জুতা ধো। খাটের নিচে ঝাড়ু দে 🙂
21/09/2025

জুতা ধো।
খাটের নিচে ঝাড়ু দে 🙂

20/09/2025
Rofiqul Islam Rimon
19/09/2025

Rofiqul Islam Rimon

ক্যাপশনহীন পোস্ট 🥺🥺🥺
15/09/2025

ক্যাপশনহীন পোস্ট 🥺🥺🥺

১০০০ বছর পরে মেহেদি দিলাম। এখন ভালো অনুভব করছি। সতেজ মনে হচ্ছে। ফুড়ফুড়া মন। শান্তি শান্তি 🥰😍ভালোবাসা আমার জন্য😍💞❤️💙💚💛🧡
15/09/2025

১০০০ বছর পরে মেহেদি দিলাম।
এখন ভালো অনুভব করছি। সতেজ মনে হচ্ছে। ফুড়ফুড়া মন।
শান্তি শান্তি 🥰😍
ভালোবাসা আমার জন্য😍💞❤️💙💚💛🧡

Address

Ramerkura
Sherpur
2120

Alerts

Be the first to know and let us send you an email when Mi2's Wishes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mi2's Wishes:

Share