
30/03/2025
কারও নোংরা অতীত থাকতেই পারে। পুরাতন ভুল শুধরে আলোর পথে না আসা যেমন বোকামি; কেউ ভুল শুধরে আলোর পথে এলে, পুরাতন ভুল মনে করিয়ে খোঁচা দেওয়া তেমন ছ্যাঁচড়ামি।
আপনি অতীতে কতটা খারাপ ছিলেন তার উপর আল্লাহ আপনার বিচার করবেন না বরং আপনি এখন কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন তার উপর।"~অতীতে কি করছেন
ভুলে যান এবং তওবা করে ফিরে আসুন রবের পথে.
❝তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে "মহান আল্লাহ"
তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।
"মহান আল্লাহ" অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।❞
(সুরা ফুরকান: আয়াত ৭০)🌸🥰
যে ব্যাক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা'য়ালা তার পূর্বের গুনাহ্ গুলোকে নেকী দারা পূর্ণ করে দেন।"
––[সূরা:ফুরকান-৭০]