Afsana Officials

Afsana Officials I love to be with common people, my religion is Islam, I believe in one God,
There is nothing but Gd,

কারও নোংরা অতীত থাকতেই পারে। পুরাতন ভুল শুধরে আলোর পথে না আসা যেমন বোকামি; কেউ ভুল শুধরে আলোর পথে এলে, পুরাতন ভুল মনে কর...
30/03/2025

কারও নোংরা অতীত থাকতেই পারে। পুরাতন ভুল শুধরে আলোর পথে না আসা যেমন বোকামি; কেউ ভুল শুধরে আলোর পথে এলে, পুরাতন ভুল মনে করিয়ে খোঁচা দেওয়া তেমন ছ্যাঁচড়ামি।
আপনি অতীতে কতটা খারাপ ছিলেন তার উপর আল্লাহ আপনার বিচার করবেন না বরং আপনি এখন কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন তার উপর।"~অতীতে কি করছেন

ভুলে যান এবং তওবা করে ফিরে আসুন রবের পথে.

❝তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে "মহান আল্লাহ"

তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।
"মহান আল্লাহ" অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।❞
(সুরা ফুরকান: আয়াত ৭০)🌸🥰

যে ব্যাক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা'য়ালা তার পূর্বের গুনাহ্ গুলোকে নেকী দারা পূর্ণ করে দেন।"

––[সূরা:ফুরকান-৭০]

28/03/2025
বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দুটো হাঁড়িপাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় মোটেই। বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল। এক...
24/02/2025

বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দুটো হাঁড়িপাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় মোটেই। বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল। একসাথে এক হয়ে সুখে দুঃখে চিরদিন পথচলার অঙ্গিকার করা। সবার মতো জ্ঞান না দিয়ে সঙ্গ দেয়া। দোষ না দিয়ে সান্ত্বনা দেয়া।

বিশ্বাস করুন, আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি, কত ভরি গয়না দিতে পারছেন, তার চাইতেও বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারেন বা তার সাথে কতটা সময় কাটাতে পারবেন। কীভাবে তাকে আগলে রাখবেন সবকিছুর মাঝেও।

এ-শহরে ভাতের অভাব বা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভাঙে, আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেয়া গেলেও, ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয়। এটা সম্পর্কে দেয়াই লাগে, নাহলে সম্পর্ক হয় না।

দিনশেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দু'জনকে ছাড় দিতে হয়, দুইজনেরই দু'জনের প্রতি আন্তরিক থাকতে হয়। ভালোবাসা, ভালো-লাগাটুকু একতরফা চললেও, সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয়।
নাহলে সম্পর্কও টেকে না, সুখেরও দেখা মেলে না।

বিয়ে হচ্ছে পবিত্র একটা সম্পর্ক। স্বামী নামক মানুষটা সবচে অসাধারণ বন্ধু আর স্ত্রী নামক মানুষটা চিরস্থায়ী প্রেমিকা। যদি একবার এ-সম্পর্কে ভালোবাসা মেশানো যায় তবে জীবনে বসন্তের মতোই রঙ লাগে। আর সত্যি হচ্ছে, মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্য আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়ার নাম ভালোবাসা।।🙂🥀

নতুন বছরের_ আগমন মানে হলো,,,একটা বছরের হায়াত কমে গেল বার্ধক্যের দিকে এবং, মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলাম,,,!😥আস্তা...
31/12/2024

নতুন বছরের_ আগমন মানে হলো,,,একটা বছরের হায়াত কমে গেল বার্ধক্যের দিকে এবং, মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলাম,,,!😥
আস্তাগফিরুল্লাহ!

23/12/2024
জীবনটাই খুব অল্প, মাঝখানে কিছু গল্প।                যাবো একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে।                তবুও কতো আসা , বাঁ...
16/11/2024

জীবনটাই খুব অল্প, মাঝখানে কিছু গল্প।
যাবো একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে।
তবুও কতো আসা , বাঁধবো সুখের বাসা।
সবাই হবে পর,আপন হবে মাটির ঘর।

01/11/2024

অক্টোবরের শেষে বিষন্ন রাতের মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয়,,,,
এক জীবনে মানুষের সবকিছু পেতে হয় না..!!
😒💝

Address

Sherpur Jela
Sherpur
2100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana Officials:

Share