𝙳𝙰𝚆𝙰𝙰𝙷 ツ

𝙳𝙰𝚆𝙰𝙰𝙷 ツ দ্বীনী আলোচনা পাওয়ার জন্য পেজটিকে লাইক করে পাশে থাকুন ধন্যবাদ । 😊❤️

18/12/2024
11/05/2024

سورة البقرة
🎙️شيخ بدر التركي

11/05/2024

سورة البقرة
🎙️ شيخ بدر التركي

[ তারাবিহ সালাতের সুন্নত রাকাত সংখ্যা ]حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أ...
11/03/2024

[ তারাবিহ সালাতের সুন্নত রাকাত সংখ্যা ]

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَى عَشْرَةَ رَكْعَةً قَالَ وَقَدْ كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ حَتَّى كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعِصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ

অর্থ: ইমাম মালেক বর্ণনা করেন মুহাম্মাদ ইবনে ইউসুফ থেকে তিনি সায়েব ইবনে ইয়াজিদ (রাঃ) থেকে তিনি বলেন, ’উমার (রাঃ) উবাই ইবনু কা’ব ও তামীম আদ্ দারী-কে আদেশ করলেন যেন তারা লোকেদেরকে নিয়ে রমাযান মাসের রাতের এগার রাক্’আত তারাবীহের সালাত আদায় করে। এ সময় ইমাম তারাবীহের সালাতে এ সূরাগুলো পড়তেন। যে সূরার প্রত্যেকটিতে একশতের বেশী আয়াত ছিল। বস্তুত ক্বিয়াম বেশী লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ফজ্‌রের নিকটবর্তী সময়ে সালাত শেষ করতাম।
[ মুয়াত্তা মালেক হাদীস নং:২৪৪ ]
[ মিশকাতুল মাসাবিহ হাদীস নং:১৩০২ ]

এই সনদে তিনজন ব্যাক্তি রয়েছেন আর প্রত্যেকজন ব্যাক্তিই সৎ আর গ্রহণযোগ্য সুতরাং এই হাদীসের সনদে এবং মতনে সুই ঢুকানোর মত ক্ষমতা কারোর নেই। উক্ত একটি মাত্র হাদীস দ্বারাই প্রমাণিত হয় উমর (রা:) নিজে এগারো রাকাত তারাবি চালু করেছিলেন, রাসূল (সাঃ) এর সালাত দেখে কেননা রাসূল (সাঃ) রমজানের ভিতরে আর বাহিরে সবসময় রাতে এগারো রাকাত করে সালাত আদায় করতেন [বুখারী:২০১৩]।

আর এই একটি সহীহ হাদীসই যথেষ্ট তাদের মিথ্যুক প্রমাণ করার জন্য যারা বলে উমর (রা:) বিশ রাকাত তারাবী চালু করেছিলেন। কারণ একজন সৎ মানুষের পক্ষ থেকে কখনো একই বিষয় নিয়ে দুইরকম কথা আসতে পারে না। আর উমর (রা:) এতটাই সত্যবাদী আর তাকওয়া অবলম্বনকারি ছিলেন যে উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পেত না [মুসলিম:৬০৯৬]।

তবে কিয়ামুল লাইল বা তারাবির সালাত শুধু বিশ নয় আরও অধিক আদায় করা যাবে কিন্ত সুন্নত হলো আট রাকাত। কেউ যদি বিশ রাকাতকেই সুন্নত মনে করে তবে সেটা অবশ্যই বিদআত হবে।

#তারাবিহ

10/02/2024

শিরক বিদ'আত বর্জন করুন কুরআন সুন্নাহ আকড়ে ধরুন❗
🎙️মুফতি জসিম উদ্দিন রহমানী

20/01/2024

অনলাইনে জুয়া❗
🎙️আবদুল্লাহ রাসেল

03/12/2023

🔴 সালাত মুমিনদের মি'রাজ একটি অতি প্রচলিত ভিত্তিহীন সনদহীন জাল হাদীস

الصَّلَاةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ.

"নামায মুমিনদের মিরাজ।"৩৫

এখানে লক্ষণীয় যে, এ অর্থের কাছাকাছি অনেক সহীহ হাদীস রয়েছে। মুমিন সালাতের মধ্যে আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করেন, সালাতে দাঁড়ালে আল্লাহ মুমিনের দিকে তাকিয়ে থাকেন... ইত্যাদি সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। কিন্তু এগুলোর পরিবর্তে অনেকে এ ভিত্তিহীন কথাটিকে রাসূলুল্লাহ (ﷺ)এর নামে বলে তাঁর নামে মিথ্যা বলার অপরাধে অপরাধী হয়ে যান।

06/11/2023

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلاَّ مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى.

অর্থ: আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে। তারা বললেন, কে অস্বীকার করবে। তিনি বললেনঃ যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে।

[ বুখারী ৭২৮০ ]

ব্যাখ্যা: যারা আল্লাহর রাসূলের সহীহ হাদীসকে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে পরিত্যাগ ক’রে কারো স্বকপোল কল্পিত রায় কিয়াসের অনুসরণ করে তারা আল্লাহর রাসূলের অবাধ্য।

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when 𝙳𝙰𝚆𝙰𝙰𝙷 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category