03/09/2025
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি জায়গাটা যেন এক ধরণের ধোঁয়াশা। যেখানে ঠিক-ভুল, সত্য-মিথ্যার রেখাগুলো অস্পষ্ট হয়ে যায়। ওখানেই জন্ম নেয় সন্দেহ। সন্দেহ কখনো নিরব চোখে ধরা পড়ে না, কিন্তু অনুভব করা যায়। চেনা মুখের ভেতরে অচেনা প্রশ্ন খোঁজে। একবার ঢুকে পড়লে, সন্দেহ শুধু অন্যকে নয়-নিজেকেও প্রশ্নবিদ্ধ করে। বিশ্বাস মানে চোখ বন্ধ করে কারো হাতে হাত রাখা। অবিশ্বাস মানে সে হাতটা টেনে নিয়ে ফেলা। আর সন্দেহ মানে, হাতটা ধরা আছে ঠিকই, কিন্তু মন বারবার দেখে নিচ্ছে-এই হাতটা কি সত্যিই ধরা, নাকি সময় হলে ছেড়ে দেবে? সন্দেহকে হয় শেষ করতে হয়, না হলে সে শেষ করে দেয় সম্পর্ক, আত্মবিশ্বাস, এমনকি নিজের শান্তিটাও। সন্দেহের জায়গা পরিষ্কার না করলে, একসময় সেটাই হয়ে ওঠে বিষাক্ত সত্য-যেটা বিশ্বাসকেও মুছে ফেলে, অবিশ্বাসকেও। তাই মাঝামাঝি থাকতে থাকা সবচেয়ে বিপজ্জনক। কারণ সেখানে থাকা মানে, একধরনের স্থির অস্থিরতা নিয়ে বাঁচা।