28/01/2025
Over thinking
আমি নিজেই নিজেকে বুঝিনা! মাঝে মাঝে খুবই ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে এতো ভাবি, এতো দুশ্চিন্তা করি, যার জন্য ভালো সময়েও বিনা কারণে হুট করে মুডের বারোটা বেজে যায়! 🙂
মনটা প্রচন্ড unstable, তাই হঠাৎ হঠাৎই এভাবে মনখারাপ হয়ে যায়! আর পুরো দিনটাই নষ্ট হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না তখন! 💔