Deshbartabd.com

Deshbartabd.com News portal

নালিতাবাড়ীতে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, আটক ১৮নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাজি নুরু...
15/07/2025

নালিতাবাড়ীতে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, আটক ১৮

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর মাঝে বাক-বিতণ্ডা ও হাতাহাতি থেকে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি মোটরসাইকেল। গুরুতর আহত হয়েছে শকিল নামে এক শিক্ষার্থী। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের মুখে কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্রনেতা ও শিক্ষকরা। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নন্নী উত্তরবন্দ এলাকায় সংঘর্ষের কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী শাকিলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামে এক পরীক্ষার্থীকে একই শ্রেণির ও খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। এতে আকাশ বেঞ্চে ধাক্কা খেয়ে আঘাত পেলে দ্বন্দ্বের সূত্রপাত। একপর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুৃর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার ও তার অনুসারীরা কলেজে যায়। এসময় বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করলে এলাকাবাসী কলেজ ছাত্রদল সভাপতিসহ বহিরাগত অন্যদের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিস কক্ষে আশ্রয় নেয়।

এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্র নেতাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্রনেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় নেতৃবৃন্দ এবং সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ সময় চেষ্টার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। এর স্থানীয় অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মরধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে রক্ষাক্ত জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে।

তিনি অভিযোগ করে বলেন, শিবির ও পতিত সরকারের কতিপয় বহিরাগত এসে কলেজের শিক্ষার্থীকে মারধর ও জখম করে।

সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসানা আল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তিনিজস্ব প্রতিবেদক: শেরপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে তারুণ্যের উ...
15/07/2025

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুলসহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদেরকে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।

শেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধননিজস্ব প্রতিবেদক: শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ...
15/07/2025

শেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই সোমবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশেই জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

নির্মাণ কাজ উদ্বোধনকালে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা খামারবাড়ীর উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

জেলা গণপূর্ত বিভাগ জানায়, প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে ওই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। চলতি মাসেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিতনিজস্ব প্রতিবেদক: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্...
15/07/2025

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি মানবসম্পদ উন্নয়নের জন্য পরিবার পরিকল্পনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক ও সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

সভায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা, পীযূষ চন্দ্র সূত্রধর, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলনিজস্ব প্রতিবেদক: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের সারাদেশে মব সন্ত্রাসী স...
15/07/2025

শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে স্বৈরাচারের উত্তরসূরীরা মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুঁশিয়ারি করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তারা।

এসময় জেলা ছাত্রদলসহ শহর, উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধননিজস্ব প্রতিবেদক: শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই...
14/07/2025

শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রোববার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের সামনে ওই ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা)সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদন করা যাবে। ভূমি অফিসে আসা সাধারণ মানুষের হয়রানী কমাতে এ কেন্দ্র চালু করা হয়েছে।

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহতনিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে মাইক্রোবাসের ধাক্কা...
14/07/2025

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ১৩ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) এবং একই গ্রামের ফয়জুল আলিম (১১)।

স্থানীয়রা জানান, তিন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে স্থানীয় জনতা।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধননিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্...
13/07/2025

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রবিবার দুপুরে ডিসি উদ্যান চত্বরে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সুন্দর, উন্নত ও সবুজ শেরপুর নির্মাণে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এরপর বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছে। ডিসি উদ্যান চত্বরে ১৩ জুলাই থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত মেলা চলবে।

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ...
13/07/2025

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মো. আল-আমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।

এসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

শেরপুরে যুবদল নেতা হোসেন আলীকে দল থেকে বহিষ্কারনিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্প...
13/07/2025

শেরপুরে যুবদল নেতা হোসেন আলীকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। ১৩ জুলাই রোববার সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় হোসেন আলীকে দল থেকে (বহিস্কার) অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

বহিষ্কারাদেশ ঘোষণার পরপরই জেলা ও পৌর যুবদলে স্বস্তি এবং শৃঙ্খলার আবহ লক্ষ করা গেছে। নেতাকর্মীরা বলছেন, এ সিদ্ধান্ত যুবদলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ ও দ্বন্দ্ব নিরসনে সহায়ক হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা সাংবাদিকদের বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। হোসেন আলীর কর্মকাণ্ডে আমরা বারবার বিব্রত হয়েছি। বহুবার সতর্ক করেও কোনো ফল হয়নি। এ ধরনের পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষায় অত্যন্ত জরুরি।”

শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ বলেন, “দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিস্বার্থে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কারও স্থান যুবদলে হতে পারে না। কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা সাহস পেয়েছি, এটি যুবদলের অভ্যন্তরীণ শুদ্ধি প্রক্রিয়ার বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরে সাধারণ নেতাকর্মীরা যার বিরুদ্ধে অভিযোগ করে আসছিল, আজ সেই অন্যায়ের জবাব মিলেছে।”

নীতির রাজনীতিতে ফিরে যাওয়ার বার্তা দিয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী বলেন, “অপরাধ করে কেউ দলের ছত্রছায়ায় থাকতে পারে না। এটি রাজনীতির জন্য অশুভ দৃষ্টান্ত। হোসেন আলীকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সংশোধন হননি। এই বহিষ্কার স্বস্তিদায়ক ও প্রয়োজনীয়।”

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, “রাজনীতিতে শৃঙ্খলা, নীতি ও আদর্শকে প্রাধান্য দেওয়া জরুরি। যুবদলের এ সিদ্ধান্ত ইতিবাচক বার্তা বহন করে এবং দলীয় ঐক্য পুনর্গঠনে সহায়ক হবে।”

জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ বলেন, “দলীয় পরিচয়ে অপব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না, এটাই আমাদের বার্তা। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।”

হোসেন আলীকে বহিষ্কারের মধ্য দিয়ে যুবদলের শৃঙ্খলা ফিরিয়ে আনার পথে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা, যে অপকর্ম করলে কেউই ছাড় পাবে না। স্থানীয় নেতারা বলছেন, দলের অভ্যন্তরীণ বিভাজন, অসন্তোষ ও শৃঙ্খলাহীনতার অবসান ঘটাতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।

শেরপুরে জাল টাকাসহ গ্রেফতার ১জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়ারপাড় মোড়ে ১২ জুলাই শনিবার দুপুর ১টার দিকে ৮ হা...
13/07/2025

শেরপুরে জাল টাকাসহ গ্রেফতার ১

জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়ারপাড় মোড়ে ১২ জুলাই শনিবার দুপুর ১টার দিকে ৮ হাজার জাল টাকাসহ রিপন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত রিপন মিয়া নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামের সামসুল হকের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইবনে আমেজ, সহকারি উপ-পরিদর্শক (এসএসআই) হারুন অর রশীদ ও সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌর শহরের খোয়ারপাড় মোড়ে জান্নাত স্টোর নামে একটি মনোহারী দোকানের সম্মুখে অভিযান চালিয়ে জাল টাকা কারবারি রিপন মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার টাকা ২টি জাল নোট এবং ৫শত টাকার ১২টি জাল নোটসহ মোট ৮ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।

জাল টাকা কারবারি রিপন মিয়া ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে তার এক সহযোগিকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছে। এব্যাপারে ডিবি পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/২৫-খ ধারা শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। রোববার দুপুর গ্রেফতারকৃত রিপন মিয়াকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

শেরপুরে শনিবিগ্রহ মন্দিরের নতুন কমিটি: প্রদীপ দে সভাপতি, রাজন দাস সাধারণ সম্পাদকনিজস্ব প্রতিবেদক: শেরপুরে শ্রীশ্রী শনিবি...
13/07/2025

শেরপুরে শনিবিগ্রহ মন্দিরের নতুন কমিটি: প্রদীপ দে সভাপতি, রাজন দাস সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে শ্রীশ্রী শনিবিগ্রহ মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রদীপ রঞ্জন দে কে সভাপতি ও রাজন চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার রাতে শহরের মাধবপুর এলাকার শনিবিগ্রহ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় মন্দির পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সহসভাপতি প্রিয়তোষ সরকার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীতেন্দ্র চন্দ্র মজুমদার।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদের কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি গোপাল চন্দ্র সাহা (মাধবপুর), কোষাধ্যক্ষ অমিতাভ দত্ত শিপলু, সাংগঠনিক সম্পাদক পার্থ সূত্রধর ও কার্যনির্বাহী সদস্য প্রবীণ আইনজীবী হরিদাস সাহা।

মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রদীপ রঞ্জন দে জানান, শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ৬ জন কর্মকর্তার নাম ঘোষণা করা হয়। শীঘ্রই অন্য কর্মকর্তাদের নামও ঘোষণা করা হবে। সভায় মন্দির পরিচালনার সাথে যুক্ত বিদায়ী কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। মন্দিরের নতুন পরিচালনা কমিটিকে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের প্রতি আহবান জানান তিনি।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Deshbartabd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshbartabd.com:

Share