
22/12/2023
তাফসির মাহফিলের এই ময়দান আমাদের উপরে রেখে যাওয়া এক বিশাল আমানত।
এই আমানতের মর্যাদা,সম্মান,সৌন্দর্য্য,ভাবগাম্ভীর্যতা, পবিত্রতা রক্ষা করা প্রতিটি দায়ীর জন্য অপরিহার্য কর্তব্য।
আলোচনা হোক কুরআন ও সুন্নাহ্ ভিত্তিক।
সকল প্রকার অগ্রহণযোগ্য কথাবার্তা ও বিষয়কে আমি সহ আমরা সকলে পরিহার করার চেষ্টা করি।
বিশেষ করে পশ্চিমা বিবর্জিত আধুনিকতা তাফসির মাহফিলের বক্তা ও শ্রোতার মাঝে প্রবেশ করেছে। যার ফলে তাফসির মাহফিলের রুহানিয়াত নষ্ট হয়ে যাচ্ছে। এসব বিষয় গুলোকে অতি সতর্কতার সাথে পরিহার করার চেষ্টা করি ইনশাআল্লাহ।
কুরআনের এই ময়দান আমাকে যেনো সবসময় ডাকে।
দেখা হবে ইনশাআল্লাহ।